ETV Bharat / bharat

Sidhu Files Petition: লুধিয়ানা আদালতের পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারে সিধু - লুধিয়ানা জেলা আদালত

তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে লুধিয়ানা জেলা আদালত (Ludhiana District Court)৷ সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে (Sidhu Files Petition) পিটিশন দাখিল করলেন প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)৷

Navjot Singh Sidhu files Petition in High Court against warrant of Ludhiana District Court
লুধিয়ানা আদালতের পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারে সিধু
author img

By

Published : Oct 19, 2022, 2:02 PM IST

চণ্ডীগড়, 19 অক্টোবর: তাঁর বিরুদ্ধে লুধিয়ানা জেলা আদালতের (Ludhiana District Court) জারি করা পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)৷ আদালতে পিটিশন দাখিল করে সিধু (Sidhu Files Petition) বলেছেন, তাঁর জীবন ঝুঁকির মুখে রয়েছে ৷ সেই কারণে তিনি আদালতে হাজির হতে পারছেন না ৷

সিধুর আইনজীবী পিটিশনে বলেন, হাইকোর্টের নির্দেশমতো নভজ্যোত সিং সিধু ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হতে পারেন ৷ তাঁকে যে সশরীরে উপস্থিত থাকতে হবে তা বাধ্যতামূলক নয় ৷ কারণ সিধু অভিযুক্ত নন, তিনি একজন সাক্ষী ৷ আজ হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ৷ তবে আইনজীবীদের কর্মবিরতির কারণে এই শুনানি হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

লুধিয়ানা জেলা আদালত 21 অক্টোবর নভজ্যোত সিং সিধুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ৷ সেই কারণে এই নির্দেশের বিরুদ্ধে আবেদনের আজ যদি শুনানি নাও হয়, তাহলে অন্তত আগামিকাল অর্থাৎ বুধবার যাতে এই মামলার শুনানি হয়, সেই আর্জি জানাবেন সিধুর আইনজীবী ৷

আরও পড়ুন: পাতিয়ালা জেলের একই বারাকের বাসিন্দা সিধু ও দালের মেহেন্দি

দলীয় কর্মী ভারত ভূষণ আশুর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য সিধুকে নির্দেশ দিয়েছে লুধিয়ানার আদালত ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমিত মক্কর 21 অক্টোবর সিধুর প্রোডাকশন ওয়ারেন্টের নির্দেশ দেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে 29 সেপ্টেম্বর আদালতে সিধু আবেদন জানান যে, তাঁর যেহেতু জীবনের ঝুঁকি রয়েছে, সেই কারণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বয়ান গ্রহণ করা হোক ৷

নভজ্যোত সিং সিধু বর্তমানে পাতিয়ালা সংশোধনাগারে জেল খাটছেন । নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে সিধু এই মামলায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁর শুনানির জন্য আদালতে তিনবার আবেদন করেছেন ৷ যা পুনর্বিবেচনার আবেদনও মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে ।

চণ্ডীগড়, 19 অক্টোবর: তাঁর বিরুদ্ধে লুধিয়ানা জেলা আদালতের (Ludhiana District Court) জারি করা পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)৷ আদালতে পিটিশন দাখিল করে সিধু (Sidhu Files Petition) বলেছেন, তাঁর জীবন ঝুঁকির মুখে রয়েছে ৷ সেই কারণে তিনি আদালতে হাজির হতে পারছেন না ৷

সিধুর আইনজীবী পিটিশনে বলেন, হাইকোর্টের নির্দেশমতো নভজ্যোত সিং সিধু ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির হতে পারেন ৷ তাঁকে যে সশরীরে উপস্থিত থাকতে হবে তা বাধ্যতামূলক নয় ৷ কারণ সিধু অভিযুক্ত নন, তিনি একজন সাক্ষী ৷ আজ হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ৷ তবে আইনজীবীদের কর্মবিরতির কারণে এই শুনানি হবে কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

লুধিয়ানা জেলা আদালত 21 অক্টোবর নভজ্যোত সিং সিধুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ৷ সেই কারণে এই নির্দেশের বিরুদ্ধে আবেদনের আজ যদি শুনানি নাও হয়, তাহলে অন্তত আগামিকাল অর্থাৎ বুধবার যাতে এই মামলার শুনানি হয়, সেই আর্জি জানাবেন সিধুর আইনজীবী ৷

আরও পড়ুন: পাতিয়ালা জেলের একই বারাকের বাসিন্দা সিধু ও দালের মেহেন্দি

দলীয় কর্মী ভারত ভূষণ আশুর বিরুদ্ধে হেনস্থার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য সিধুকে নির্দেশ দিয়েছে লুধিয়ানার আদালত ৷ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমিত মক্কর 21 অক্টোবর সিধুর প্রোডাকশন ওয়ারেন্টের নির্দেশ দেন ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে 29 সেপ্টেম্বর আদালতে সিধু আবেদন জানান যে, তাঁর যেহেতু জীবনের ঝুঁকি রয়েছে, সেই কারণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বয়ান গ্রহণ করা হোক ৷

নভজ্যোত সিং সিধু বর্তমানে পাতিয়ালা সংশোধনাগারে জেল খাটছেন । নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণ দেখিয়ে সিধু এই মামলায় ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁর শুনানির জন্য আদালতে তিনবার আবেদন করেছেন ৷ যা পুনর্বিবেচনার আবেদনও মঙ্গলবার খারিজ হয়ে গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.