ETV Bharat / bharat

Navjot Singh Sidhu on Delhi Ordinance: দিল্লি অধ্যাদেশ ইস্যুতে আপের পক্ষে সওয়াল নভজ্যোৎ সিং সিধুর - Aam Aadmi Party

Navjot Singh Sidhu in Favour of APP on Delhi Ordinance Issue: দিল্লি অধ্যাদেশ ইস্যুতে আপ সরকারের পাশে দাঁড়ালেন নভজ্যোৎ সিং সিধু ৷ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে এই অবস্থান নিয়েছেন তিনি ৷ তাঁর বক্তব্য, দিল্লি অধ্যাদেশ ভারতের গণতন্ত্রের পরিপন্থী ৷

Navjot Singh Sidhu on Delhi Ordinance ETV BHARAT
Navjot Singh Sidhu on Delhi Ordinance
author img

By

Published : Jul 24, 2023, 7:34 PM IST

চণ্ডীগড়, 24 জুলাই: ‘দিল্লি অধ্যাদেশ’ নিয়ে এবার প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আম আদমি পার্টিকে সমর্থন করলেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধু ৷ যেখানে কেন্দ্রে ‘দিল্লি অধ্যাদেশ’-এর বিরোধিতা করে সিধু বলেন, ‘‘এই দেশের গণতান্ত্রিক ক্ষমতাকে কখনই রাজ্যপাল বা উপ-রাজ্যপালের চাকরে পরিণত করা যায় না ৷ জনগণরে নির্বাচিত সরকার কখনই রাজ্যপাল বা উপ-রাজ্যপালের নির্দেশ মতো চলবে না ৷’’ উল্লেখ্য, পঞ্চাব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই ইস্যুতে আপের বিরোধিতায় হাইকমান্ডের উপর লাগাতার চাপ তৈরি করে যাচ্ছে ৷

তবে, দিল্লিতে কংগ্রেস হাইকমান্ড কেন্দ্রের নয়া এই অধ্যাদেশের বিরুদ্ধে আম আদমি পার্টি তথা অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে সমর্থন করছে ৷ চলতি বাদল অধিবেশনে ‘দিল্লি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ’ নিয়ে আসার কথা ছিল কেন্দ্রের ৷ কিন্তু, বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে রয়েছে ৷ এমনকি এই মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর একটা সম্ভাবনা রয়েছে ৷

বিরোধী শিবিরের অভিযোগ, এই অধ্যাদেশ সংসদে পাশ হওয়ার অর্থ দিল্লিতে কেজরিওয়াল সরকারের ক্ষমতা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা ৷ যার পরে দিল্লির রাজ্যপাল বা উপ-রাজ্যপালের নির্দেশে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে চলতে হবে ৷ এমনকী পরবর্তী সময়ে অন্য যে কোনও নির্বাচিত সরকারকেই তা মেনে চলতে হবে ৷ যা ভারতের গণতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছে আপ-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন: দিল্লির অর্ডিন্যান্স নিয়ে মামলা সরতে পারে সাংবিধানিক বেঞ্চে

এই অধ্যাদেশের বিরোধিতায় আপ সরকারের পাশের দাঁড়িয়েছে কংগ্রেস হাইকমান্ড ৷ কিন্তু, পঞ্জাবে আপ সরকারের প্রবল বিরোধী সেখানকার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ তাই দিল্লির এই ইস্যুতে কেজরির দলের পাশে যাতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব না থাকে, তার জন্য লাগাতার চাপ বাড়াচ্ছে পঞ্জাব কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আপকে সমর্থনে সরব হলেন নভজ্যোৎ সিং সিধু ৷ দিল্লির আপ সরকার এবং সেখানকার উপ-রাজ্যপালের মধ্যে ক্ষমতার এই লড়াইয়ে কেজরিওয়ালকে সমর্থন করলেন তিনি ৷

আরও পড়ুন: সংসদে দিল্লি অধ্যাদেশের বিরোধীতা করবে কংগ্রেস, 'খুশি' হলেও জল মাপতে চাইছে আপ

কংগ্রেস নেতা সিধু বলেন, ‘‘রাজ্যপাল এবং উপ-রাজ্যপাল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজের হাতের পুতুল বানাতে পারেন না ৷ রাজ্যপাল বা উপ-রাজ্যপালের এই দেশের গণতন্ত্রকে কখনই নিজেদের দাসত্বে পরিণত করতে পারেন না ৷ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকারকে উপ-রাজ্যপাল কখনই নির্দেশ দিতে পারেন না ৷’’ সিধুর এই অবস্থানের জেরে বর্তমান পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সঙ্গে তাঁর যে সংঘাত আগে ছিল ৷ তা আরও একবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷

চণ্ডীগড়, 24 জুলাই: ‘দিল্লি অধ্যাদেশ’ নিয়ে এবার প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আম আদমি পার্টিকে সমর্থন করলেন পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোৎ সিং সিধু ৷ যেখানে কেন্দ্রে ‘দিল্লি অধ্যাদেশ’-এর বিরোধিতা করে সিধু বলেন, ‘‘এই দেশের গণতান্ত্রিক ক্ষমতাকে কখনই রাজ্যপাল বা উপ-রাজ্যপালের চাকরে পরিণত করা যায় না ৷ জনগণরে নির্বাচিত সরকার কখনই রাজ্যপাল বা উপ-রাজ্যপালের নির্দেশ মতো চলবে না ৷’’ উল্লেখ্য, পঞ্চাব প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এই ইস্যুতে আপের বিরোধিতায় হাইকমান্ডের উপর লাগাতার চাপ তৈরি করে যাচ্ছে ৷

তবে, দিল্লিতে কংগ্রেস হাইকমান্ড কেন্দ্রের নয়া এই অধ্যাদেশের বিরুদ্ধে আম আদমি পার্টি তথা অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে সমর্থন করছে ৷ চলতি বাদল অধিবেশনে ‘দিল্লি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ’ নিয়ে আসার কথা ছিল কেন্দ্রের ৷ কিন্তু, বর্তমানে এই মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে রয়েছে ৷ এমনকি এই মামলাটি সাংবিধানিক বেঞ্চে পাঠানোর একটা সম্ভাবনা রয়েছে ৷

বিরোধী শিবিরের অভিযোগ, এই অধ্যাদেশ সংসদে পাশ হওয়ার অর্থ দিল্লিতে কেজরিওয়াল সরকারের ক্ষমতা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা ৷ যার পরে দিল্লির রাজ্যপাল বা উপ-রাজ্যপালের নির্দেশে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে চলতে হবে ৷ এমনকী পরবর্তী সময়ে অন্য যে কোনও নির্বাচিত সরকারকেই তা মেনে চলতে হবে ৷ যা ভারতের গণতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ করেছে আপ-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷

আরও পড়ুন: দিল্লির অর্ডিন্যান্স নিয়ে মামলা সরতে পারে সাংবিধানিক বেঞ্চে

এই অধ্যাদেশের বিরোধিতায় আপ সরকারের পাশের দাঁড়িয়েছে কংগ্রেস হাইকমান্ড ৷ কিন্তু, পঞ্জাবে আপ সরকারের প্রবল বিরোধী সেখানকার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ তাই দিল্লির এই ইস্যুতে কেজরির দলের পাশে যাতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব না থাকে, তার জন্য লাগাতার চাপ বাড়াচ্ছে পঞ্জাব কংগ্রেস ৷ এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আপকে সমর্থনে সরব হলেন নভজ্যোৎ সিং সিধু ৷ দিল্লির আপ সরকার এবং সেখানকার উপ-রাজ্যপালের মধ্যে ক্ষমতার এই লড়াইয়ে কেজরিওয়ালকে সমর্থন করলেন তিনি ৷

আরও পড়ুন: সংসদে দিল্লি অধ্যাদেশের বিরোধীতা করবে কংগ্রেস, 'খুশি' হলেও জল মাপতে চাইছে আপ

কংগ্রেস নেতা সিধু বলেন, ‘‘রাজ্যপাল এবং উপ-রাজ্যপাল নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজের হাতের পুতুল বানাতে পারেন না ৷ রাজ্যপাল বা উপ-রাজ্যপালের এই দেশের গণতন্ত্রকে কখনই নিজেদের দাসত্বে পরিণত করতে পারেন না ৷ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকারকে উপ-রাজ্যপাল কখনই নির্দেশ দিতে পারেন না ৷’’ সিধুর এই অবস্থানের জেরে বর্তমান পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সঙ্গে তাঁর যে সংঘাত আগে ছিল ৷ তা আরও একবার প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.