নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: কোচের বিরুদ্ধে ধর্ষণ এবং ব্ল্য়াকমেলিংয়ের অভিযোগ আনলেন এক কবাডি খেলোয়াড় (Rape Charge Against Coach) ৷ সূত্রের খবর, অভিযোগকারিণী তরুণীর বয়স 27 বছর এবং তিনি একটা সময় জাতীয়স্তরের প্রতিযোগিতায় অংশ নিতেন ৷ সোমবার পুলিশের পক্ষ থেকে এই খবর প্রকাশ্যে আনা হয় ৷ তাদের কাছে ওই তরুণী অভিযোগ জানিয়েছেন, তাঁকে লাগাতার ভয় দেখিয়েছেন কোচ ৷ তরুণীকে হুমকি দিয়েছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে !
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহেই গুজরাতে দ্বারকার বাবা হরিদাস নগর থানায় ওই তরুণী তাঁর কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ সোমবার পুলিশের তরফ থেকে ওই কবাডি খেলোয়াড়কে ফের ডেকে পাঠানো হয় ৷ তাঁর তোলা অভিযোগের তদন্তের স্বার্থেই ওই তরুণীর সঙ্গে কথা বলেন আধিকারিকরা ৷ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারী ধারার (264 নম্বর) অধীনে অভিযোগকারিণীর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ এক্ষেত্রে কোনও বিচারকের সামনে বয়ান রেকর্ড করা হয় ৷
পুলিশের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, "নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, "2012 সালে দিল্লির মুণ্ডকার কাছে হীরাকুণ্ডয় তিনি কবাডি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ এরপর 2015 সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন ৷ পরবর্তীতে 2018 সালে একটি প্রতিযোগিতায় জয়ী হন ওই তরুণী ৷ সেই বাবদ বেশ কিছু টাকা পান তিনি ৷ সেই সময় ওই টাকার একটি অংশ তাঁর কোচ তাঁকে দিতে বাধ্য করেন ! এর ফলে ওই তরুণী অভিযুক্তের ব্যাংক অ্য়াকাউন্টে 43 লক্ষ 50 হাজার টাকা ট্রান্সফার করেন ৷ যাঁর নামে এত অভিযোগ উঠছে, সেই ব্যক্তির নাম যোগীন্দর ৷ এরপর 2021 সালে ওই তরুণী বিয়ে করেন ৷ তারপর থেকে সমস্যা আরও বাড়ে ৷ তরুণীর দাবি, তাঁর কোচ তাঁকে হুমকি দিচ্ছেন ! তিনি ওই কবাডি খেলোয়াড়কে বলেছেন, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেবেন !"
আরও পড়ুন: নাবালিকাকে যৌন নির্যাতন, 12 ঘণ্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত যুবক
দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন এই প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 506 (অপরাধমূলক ভয় দেখানো) নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ হর্ষবর্ষন এদিন বলেন, "ঘটনার তদন্তে আজ ওই তরুণীর সঙ্গে আমরা কথা বলেছি ৷ তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷"