ETV Bharat / bharat

NHRC on Delhi Pollution: নাড়া পোড়ানোয় দরিদ্র কৃষকদের কেবল দায়ী করা যায় না, দিল্লির দূষণ নিয়ে এনএইচআরসি - National Human Rights Commission

দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মানবাধিকার কমিশন ৷ এনএইচআরসির মতে, অন্যান্য ধানের জাতের থেকে বাসমতির চালের চাষ দিল্লির দূষণ কমাতে পারে ৷

stubble burning and pollution
নাড়া পোড়ানো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 4:09 PM IST

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে দিল্লির বায়ুদূষণ ৷ আর এই বায়ুদূষণের অন্যতম কারণ জমির অবশিষ্ট ফসল বা নাড়া পোড়ানো ৷ তাই বায়ুদূষণ কমাতে দিল্লিতে নাড়া পোড়ানো একেবারে বন্ধের বিষয়ে দেরি হওয়ায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এনএইচআরসি বলেছে যে এর জন্য শুধুমাত্র কৃষকদের দায়ী করা যায় না ।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি অরুণ মিশ্র বলেছেন, "আমাদের পরিস্থিতির দিকে গুরুত্ব আরোপ করতে হবে ৷ কারণ লক্ষ লক্ষ মানুষের বায়ু দূষণের কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে এবং চিরকাল এটা হতে দেওয়া যায় না । নাড়া পোড়ানোর জন্য শুধুমাত্র দরিদ্র কৃষকদের দায়ী করা যায় না ৷ তাদের মধ্যে কারো কারো কাছে একটি ফসল কাটা এবং অন্য ফসল বপনের জন্য অল্প সময় থাকে ৷ নাড়া জমি থেকে সরানোর জন্য মেশিন কেনার বা ভাড়া করার আর্থিক ক্ষমতা সব কৃষকের নেই ।" চেয়ারপার্সেনের কথায়, রাজ্যগুলিকে কৃষকদের ভর্তুকি দেওয়ার পাশাপাশি সেই সমস্ত কৃষকদের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা উচিত যারা ব্যয়বহুল সরঞ্জাম কিনতে পারে না । মেশিনের জন্য ভর্তুকি প্রদান সবার জন্য সমাধান হতে পারে না ।

কমিশনের মতে, অন্যান্য ধানের জাতের থেকে বাসমতিতে ফসলের আবর্তন বা বৈচিত্র্য দূষণ কমাতে পারে ৷ কিন্তু সমস্যা শেষ নাও হতে পারে এবং সরকারকে তাদের দায়িত্ব ভাগ করে নিতে হবে । অনুরূপভাবে, ফসলের বর্জ্যের সিটু ব্যবস্থাপনার বিকল্পটিও সময়সাপেক্ষ এবং কৃষকরা পরবর্তী ফসলের জন্য তাদের বপনে দেরি করতে পারবে না ।

আরও পড়ুন: সপ্তাহান্তেও দিল্লিতে দূষণের মাত্রা 'গুরুতর'

জাতীয় মানবাধিকার কমিশন পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিকে আগামী 15 দিনের মধ্যে হলফনামায় জমা দিতে বলেছে ৷ লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রতিদিন কৃষকদের সরবরাহ করা মেশিনগুলির উপর রিপোর্ট তৈরি করতে হবে । সেই রিপোর্ট হলফনামায় জমা দিতে হবে ৷ রাজ্যগুলি এমন মেশিনগুলির অবস্থা রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে, যা প্রতিটি জেলায় কৃষকদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব করা হয়েছে ৷ যেসব কৃষকদের এই মেশিনগুলি কেনার সামর্থ্য নেই । কমিশন রাজ্য সরকারগুলিকে 15 দিনের মধ্যে একটি রোড ম্যাপ জমা দিতে বলেছে ৷ যাতে বিপজ্জনক সেপটিক ট্যাঙ্ক এবং নর্দমা পরিষ্কার করার ক্ষেত্রে মানবিক হস্তক্ষেপ বন্ধ করা যায় এবং বিধিবদ্ধ বাধ্যবাধকতাগুলি পালন করা যায় ৷ (এএনআই)

নয়াদিল্লি, 30 সেপ্টেম্বর: দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে দিল্লির বায়ুদূষণ ৷ আর এই বায়ুদূষণের অন্যতম কারণ জমির অবশিষ্ট ফসল বা নাড়া পোড়ানো ৷ তাই বায়ুদূষণ কমাতে দিল্লিতে নাড়া পোড়ানো একেবারে বন্ধের বিষয়ে দেরি হওয়ায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন ৷ এনএইচআরসি বলেছে যে এর জন্য শুধুমাত্র কৃষকদের দায়ী করা যায় না ।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি অরুণ মিশ্র বলেছেন, "আমাদের পরিস্থিতির দিকে গুরুত্ব আরোপ করতে হবে ৷ কারণ লক্ষ লক্ষ মানুষের বায়ু দূষণের কারণে দম বন্ধ হয়ে যাচ্ছে এবং চিরকাল এটা হতে দেওয়া যায় না । নাড়া পোড়ানোর জন্য শুধুমাত্র দরিদ্র কৃষকদের দায়ী করা যায় না ৷ তাদের মধ্যে কারো কারো কাছে একটি ফসল কাটা এবং অন্য ফসল বপনের জন্য অল্প সময় থাকে ৷ নাড়া জমি থেকে সরানোর জন্য মেশিন কেনার বা ভাড়া করার আর্থিক ক্ষমতা সব কৃষকের নেই ।" চেয়ারপার্সেনের কথায়, রাজ্যগুলিকে কৃষকদের ভর্তুকি দেওয়ার পাশাপাশি সেই সমস্ত কৃষকদের জন্য সংরক্ষিত রাখার ব্যবস্থা করা উচিত যারা ব্যয়বহুল সরঞ্জাম কিনতে পারে না । মেশিনের জন্য ভর্তুকি প্রদান সবার জন্য সমাধান হতে পারে না ।

কমিশনের মতে, অন্যান্য ধানের জাতের থেকে বাসমতিতে ফসলের আবর্তন বা বৈচিত্র্য দূষণ কমাতে পারে ৷ কিন্তু সমস্যা শেষ নাও হতে পারে এবং সরকারকে তাদের দায়িত্ব ভাগ করে নিতে হবে । অনুরূপভাবে, ফসলের বর্জ্যের সিটু ব্যবস্থাপনার বিকল্পটিও সময়সাপেক্ষ এবং কৃষকরা পরবর্তী ফসলের জন্য তাদের বপনে দেরি করতে পারবে না ।

আরও পড়ুন: সপ্তাহান্তেও দিল্লিতে দূষণের মাত্রা 'গুরুতর'

জাতীয় মানবাধিকার কমিশন পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিকে আগামী 15 দিনের মধ্যে হলফনামায় জমা দিতে বলেছে ৷ লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রতিদিন কৃষকদের সরবরাহ করা মেশিনগুলির উপর রিপোর্ট তৈরি করতে হবে । সেই রিপোর্ট হলফনামায় জমা দিতে হবে ৷ রাজ্যগুলি এমন মেশিনগুলির অবস্থা রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছে, যা প্রতিটি জেলায় কৃষকদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব করা হয়েছে ৷ যেসব কৃষকদের এই মেশিনগুলি কেনার সামর্থ্য নেই । কমিশন রাজ্য সরকারগুলিকে 15 দিনের মধ্যে একটি রোড ম্যাপ জমা দিতে বলেছে ৷ যাতে বিপজ্জনক সেপটিক ট্যাঙ্ক এবং নর্দমা পরিষ্কার করার ক্ষেত্রে মানবিক হস্তক্ষেপ বন্ধ করা যায় এবং বিধিবদ্ধ বাধ্যবাধকতাগুলি পালন করা যায় ৷ (এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.