নয়াদিল্লি, 10 মে : বাবার শেষকৃত্য সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী জামিন পেলেন ধৃত সমাজকর্মী নতাশা নারওয়াল ৷ সোমবার দিল্লি হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দেয় ৷ নতাশার বাবা মহাবীর নারওয়াল সিপিএমের একজন প্রবীণ সদস্য ছিলেন ৷ সম্প্রতি করোনায় আক্রান্ত হন এই রাজনীতিক ৷ রবিবার মৃত্য়ু হয় তাঁর ৷
গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লি হিংসার পরই গ্রেফতার হন নতাশা ৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দাঙ্গা করানোর অভিযোগ আনা হয় ৷ মামলা রুজু করা হয় সন্ত্রাসবিরোধী আইনে ৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নারী স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে কাজ করছেন নতাশা ৷ ‘পিঁজরা তোড়’ নামে দিল্লির একটি সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি ৷
নতাশার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর ভাই আকাশও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আপাতত আইসোলেশনে আছেন তিনি ৷ ফলে পরিবারে এমন কেউ নেই, যিনি মহাবীরের শেষকৃত্য সম্পন্ন করতে পারেন ৷ আদালতও এই কারণেই নতাশাকে অন্তর্বর্তী জামিন দিতে রাজি হয়েছে ৷ দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, নতাশার অপূরণীয় ক্ষতির কথা ভেবে এবং সুবিচারের স্বার্থেই জামিনের আবাদন আপাতত মঞ্জুর করা হচ্ছে ৷
আরও পড়ুন : দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার উমর খলিদ
আদালত সূত্রে খবর, তিন সপ্তাহের জন্য নতাশাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ৷ দিল্লি পুলিশের তরফেও এর বিরোধিতা করা হয়নি ৷ 50 হাজার টাকার ব্য়ক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন নতাশা ৷ তবে জামিনে থাকাকালীন তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে নতাশা প্রকাশ্যে কোনও কথা বলতে পারবেন না ৷ তিন সপ্তাহ পর আরটি-পিসিআর রিপোর্ট-সহ আত্মসমর্পণ করতে হবে তাঁকে ৷