নয়াদিল্লি, 1 মার্চ: রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড । আগুন নেভানোর কাজ চলাকালীনই ভেঙে পড়ল নয়াদিল্লির ওই বহুতল । অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রায় 100 জন দমকলকর্মী (Narrow escape for fire-fighters as building collapses after fire breaks out) । যদিও দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি । ইতিমধ্যে 18টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ।
ঠিক কী ঘটেছে ?
বুধবার সকাল 11.50 নাগাদ নয়াদিল্লির রোশনারা রোডে জয়পুর গোল্ডেন ট্রান্সপোর্টের (Jaipur Golden Transport) কাছে একটি চারতলা বিল্ডিংয়ে আগুন লাগে । স্থানীয়রা তা দেখে খবর পাঠান দমকলে । খানিকক্ষণের মধ্যেই পুলবংগশ মেট্রো স্টেশনের থেকে ঢিলছোড়া দূরত্বের ওই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । জানা গিয়েছে, বিল্ডিংটি একটি লজিস্টিক সংস্থার গোডাউন হিসেবে ব্যবহার হত ।
অল্পের জন্য প্রাণরক্ষা 100 দমকলকর্মীর:
আগুন নেভানোর কাজ চলছিল পুরোদমে । ঘটনাস্থলে কাজ করছিল দমকলের 18টি ইঞ্জিন । ঠিক সে সময়েই আরেক বিপর্যয় । হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বিল্ডিং । কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে মিশে যায় সেটি । কালো ধোঁয়া, ধুলোয় ঢেকে যায় চারপাশ । অল্পের জন্য রক্ষা পান প্রায় 100 জন দমকলকর্মী (Around 100 fire-fighters had a narrow escape) । দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেন, "জয়পুর গোল্ডেন ট্রান্সপোর্টের কাছে একটি কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে দুপুর 12টার দিকে ফোন পাই । 18টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে গিয়েছে । অগ্নিনির্বাপণ চলাকালীন তিনতলা ভবনটি ভেঙে পড়ে । আগেই আশেপাশের লোককে সরিয়ে দেওয়া হয়েছিল । সৌভাগ্যবশত আমাদের সমস্ত কর্মীরাও নিরাপদেই রয়েছেন ।"
হতাহতের খবর মেলেনি:
জানা গিয়েছে, যে সময় আগুন লাগে, তখন ওই বিল্ডিংয়ে সম্ভবত কেউ ছিলেন না । পাশাপাশি, বড় বিপর্যয়ের আশঙ্কায় এলাকাও খালি করে দেওয়া হয় । ফলে বিল্ডিংটি ভেঙে পড়লেও কোনও হতাহতের খবর এখনও মেলেনি । তবে এখনও আগুন নেভানোর কাজ চলছে (Fire-fighting operations are underway) । কী থেকে আগুন লেগেছে, তার উৎস খুঁজছে পুলিশ ।
আরও পড়ুন: জোরহাটের চকবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পাঁচশোরও বেশি দোকান