ETV Bharat / bharat

Narendra Modi in Vatican: মমতাকে আটকে রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির, নেপথ্যে গোয়ার রাজনীতি !

রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, গোয়ায় বিজেপিকে কড়া টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ বিজেপির বিরুদ্ধে যেখানে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, সেখানে নিজের দলকে মন্দির, মসজিদ, গির্জার প্রতীক হিসেবে তুলে ধরেছেন মমতা ৷ মমতার রোম সফর আটকে, মোদি নিজে পোপের সঙ্গে দেখা করে গোয়াবাসীর মন জয় করার চেষ্টা করছেন বলে মনে করছেন অনেকে ৷

Narendra Modi to meet Pope Francis in Rome opposition allege he is eyeing Goa election
পোপের সঙ্গে মোদীর সাক্ষাতে রাজনীতি দেখছেন বিরোধীরা
author img

By

Published : Oct 30, 2021, 12:37 PM IST

Updated : Oct 30, 2021, 3:12 PM IST

ভ্যাটিকান সিটি, 30 অক্টোবর: দেশের অন্দরে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সরকার । সেই পরিস্থিতিতে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ষোড়শতম জি-20 সম্মেলনে যোগ দিতে দু’দিনের রোম সফরে গিয়েছেন মোদি ৷ শনিবার সেখানেই পোপের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন তিনি ৷

কোভিড পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক রয়েছে পোপের ৷ তার পাশাপাশি আলাদা করে পোপের সঙ্গে আলোচনায় বসছেন তিনি ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সংবাদমাধ্যমে বলেন, ‘‘পোপের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ শুধুমাত্র দু’জনের মধ্যে কথা হবে ৷ তার পর প্রতিনিধিদলের বৈঠক ৷’’

শুক্রবার রোম পৌঁছন মোদি ৷ সেখানে ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডির লিয়েনের সঙ্গে ইতিমধ্যেই অর্থনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে একদফা কথা হয়েছে তাঁর ৷ এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তবে পোপের সঙ্গে মোদির বৈঠকের দিকেই তাকিয়ে সকলে ৷ কারণ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ সাম্প্রতিক কালে দেশের একাধিক প্রান্ত থেকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ সামনে এসেছে ৷ পরিকল্পিত ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাঁদের ধর্মস্থানে হামলার অভিযোগ উঠেছে ৷

তা নিয়ে সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস, ইউনাইটেড এগেইনস্ট হেট এবং ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম-এর মতো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা রিপোর্টও পেশ করে ৷ তাই পোপের সঙ্গে সাক্ষাৎ সেরে মোদি সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি বিরোধী শিবিরের ৷

যদিও মোদির রোম সফরের পিছনে রাজনৈতিক যোগ রয়েছে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ তাঁদের যুক্তি, সামনেই গোয়ায় নির্বাচন ৷ নিত্য নতুন বিধিনিষেধের বোঝায় এমনিতেই বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ সেখানকার সংখ্যালঘু ক্রিশ্চান সম্প্রদায় ৷ পোপের সঙ্গে আলাদা ভাবে সাক্ষাৎ করে আসলে গোয়াবাসীকেই বার্তা দিতে চাইছেন মোদি ৷

আরও পড়ুন: WB Bypolls : খড়দার মানুষ তাঁকেই জেতাবেন, আত্মবিশ্বাসী শোভনদেব

ঘটনাচক্রে, সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোমে যাওয়ার আমন্ত্রণ পান ৷ অক্টোবরে আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে মাদার টেরিজার শহর থেকে ‘অরাজনৈতিক’ আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মমতাকে ৷ রোমে যাওয়ার আগে কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন ছিল মমতার ৷ তার জন্য লিখিত আবেদনও করেন তিনি ৷ কিন্তু কেন্দ্রের তরফে তাঁর আর্জি খারিজ করা হয় ৷ বিদেশ মন্ত্রকের তরফে যুক্তি দেওয়া হয়, একজন মুখ্যমন্ত্রী পদাধিকারীর সঙ্গে এই আন্তর্জাতিক সম্মেলন সঙ্গতিপূর্ণ নয় ৷

narendra-modi-to-meet-pope-francis-in-rome-opposition-allege-he-is-eyeing-goa-election
রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির (ফোটো সৌজন্য-@narendramodi)

কেন্দ্রের এমন যুক্তিতে ফুঁসে উঠেছিলেন মমতা এবং তৃণমূল নেতৃত্ব ৷ ইচ্ছাকৃত ভাবে মমতার সফর বাতিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা ৷ কিন্তু ঠিক তার পরেই রোমে গিয়ে পোপের সঙ্গে মোদির এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, গোয়ায় বিজেপিকে কড়া টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ বিজেপির বিরুদ্ধে যেখানে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, সেখানে নিজের দলকে মন্দির, মসজিদ, গির্জার প্রতীক হিসেবে তুলে ধরেছেন মমতা ৷ এমন পরিস্থিতিতে মমতার রোম সফর আটকে, মোদি নিজে পোপের সঙ্গে দেখা করে গোয়াবাসীর মন জয় করার চেষ্টা করছেন বলে মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন: WB ByPolls : ওনার ভালবাসাকেই গোসাবার মানুষ জেতাবে, প্রত্যয়ী জয়ন্ত নস্করের স্ত্রী

ভ্যাটিকান সিটি, 30 অক্টোবর: দেশের অন্দরে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সরকার । সেই পরিস্থিতিতে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ষোড়শতম জি-20 সম্মেলনে যোগ দিতে দু’দিনের রোম সফরে গিয়েছেন মোদি ৷ শনিবার সেখানেই পোপের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন তিনি ৷

কোভিড পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক রয়েছে পোপের ৷ তার পাশাপাশি আলাদা করে পোপের সঙ্গে আলোচনায় বসছেন তিনি ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা সংবাদমাধ্যমে বলেন, ‘‘পোপের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷ শুধুমাত্র দু’জনের মধ্যে কথা হবে ৷ তার পর প্রতিনিধিদলের বৈঠক ৷’’

শুক্রবার রোম পৌঁছন মোদি ৷ সেখানে ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডির লিয়েনের সঙ্গে ইতিমধ্যেই অর্থনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে একদফা কথা হয়েছে তাঁর ৷ এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা

তবে পোপের সঙ্গে মোদির বৈঠকের দিকেই তাকিয়ে সকলে ৷ কারণ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ সাম্প্রতিক কালে দেশের একাধিক প্রান্ত থেকে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ সামনে এসেছে ৷ পরিকল্পিত ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাঁদের ধর্মস্থানে হামলার অভিযোগ উঠেছে ৷

তা নিয়ে সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস, ইউনাইটেড এগেইনস্ট হেট এবং ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম-এর মতো অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা রিপোর্টও পেশ করে ৷ তাই পোপের সঙ্গে সাক্ষাৎ সেরে মোদি সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি বিরোধী শিবিরের ৷

যদিও মোদির রোম সফরের পিছনে রাজনৈতিক যোগ রয়েছে বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ তাঁদের যুক্তি, সামনেই গোয়ায় নির্বাচন ৷ নিত্য নতুন বিধিনিষেধের বোঝায় এমনিতেই বিজেপি সরকারের উপর ক্ষুব্ধ সেখানকার সংখ্যালঘু ক্রিশ্চান সম্প্রদায় ৷ পোপের সঙ্গে আলাদা ভাবে সাক্ষাৎ করে আসলে গোয়াবাসীকেই বার্তা দিতে চাইছেন মোদি ৷

আরও পড়ুন: WB Bypolls : খড়দার মানুষ তাঁকেই জেতাবেন, আত্মবিশ্বাসী শোভনদেব

ঘটনাচক্রে, সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোমে যাওয়ার আমন্ত্রণ পান ৷ অক্টোবরে আয়োজিত বিশ্ব শান্তি বৈঠকে মাদার টেরিজার শহর থেকে ‘অরাজনৈতিক’ আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল মমতাকে ৷ রোমে যাওয়ার আগে কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন ছিল মমতার ৷ তার জন্য লিখিত আবেদনও করেন তিনি ৷ কিন্তু কেন্দ্রের তরফে তাঁর আর্জি খারিজ করা হয় ৷ বিদেশ মন্ত্রকের তরফে যুক্তি দেওয়া হয়, একজন মুখ্যমন্ত্রী পদাধিকারীর সঙ্গে এই আন্তর্জাতিক সম্মেলন সঙ্গতিপূর্ণ নয় ৷

narendra-modi-to-meet-pope-francis-in-rome-opposition-allege-he-is-eyeing-goa-election
রোমে পোপের সঙ্গে সাক্ষাৎ মোদির (ফোটো সৌজন্য-@narendramodi)

কেন্দ্রের এমন যুক্তিতে ফুঁসে উঠেছিলেন মমতা এবং তৃণমূল নেতৃত্ব ৷ ইচ্ছাকৃত ভাবে মমতার সফর বাতিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা ৷ কিন্তু ঠিক তার পরেই রোমে গিয়ে পোপের সঙ্গে মোদির এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, গোয়ায় বিজেপিকে কড়া টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল ৷ বিজেপির বিরুদ্ধে যেখানে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, সেখানে নিজের দলকে মন্দির, মসজিদ, গির্জার প্রতীক হিসেবে তুলে ধরেছেন মমতা ৷ এমন পরিস্থিতিতে মমতার রোম সফর আটকে, মোদি নিজে পোপের সঙ্গে দেখা করে গোয়াবাসীর মন জয় করার চেষ্টা করছেন বলে মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন: WB ByPolls : ওনার ভালবাসাকেই গোসাবার মানুষ জেতাবে, প্রত্যয়ী জয়ন্ত নস্করের স্ত্রী

Last Updated : Oct 30, 2021, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.