ETV Bharat / bharat

Narendra Modi: প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির

রবিবার 'জম্মু ও কাশ্মীর রোজগার মেলা' (Jammu and Kashmir Rozgar Mela) উপলক্ষে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ উপত্যকার যুবসমাজের প্রতি তাঁর বার্তা, "প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে ৷" একইসঙ্গে, দেশবাসীকে ছটপুজোর (Chhath Puja 2022) শুভেচ্ছাও জানালেন মোদি ৷

Narendra Modi says to Jammu and Kashmir youth that this is the time to leave behind old challenges
Narendra Modi: প্রতিকূলতা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে, ভূস্বর্গের যুবসমাজকে বার্তা মোদির
author img

By

Published : Oct 30, 2022, 12:43 PM IST

Updated : Oct 30, 2022, 1:03 PM IST

নয়াদিল্লি, 30 অক্টোবর: "জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷" রবিবার ঠিক ভাষাতেই উপত্যকার মানুষকে বিশেষ করে সেখানকার যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি বলেন, পুরনো যাবতীয় প্রতিকূলতা পিছনে ছেড়ে আসতে হবে ৷ বদলে নতুন সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে হবে ৷ রবিবার 'জম্মু ও কাশ্মীর রোজগার মেলা' (Jammu and Kashmir Rozgar Mela) উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সন্ত্রাস কবলিত ভূস্বর্গের উন্নয়নে কেন্দ্র যে বদ্ধপরিকর, সেই বার্তা দিতেই মোদি এমন মন্তব্য করেছেন ৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মোদি এই ভাষণ দেন ৷ একইসঙ্গে, এদিন তাঁর 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে দেশবাসীকে ছটপুজোর (Chhath Puja 2022) শুভেচ্ছা জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷

মোদির বক্তব্য, জম্মু ও কাশ্মীরের সর্বত্র উন্নয়ন পৌঁছে দিতে হবে ৷ তার জন্য নতুন ভাবনা-চিন্তা ও মানসিকতা প্রয়োজন ৷ তবেই উন্নয়নের গতি দ্রুততর হবে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "ভারতের সর্বস্তরের নাগরিকরা যাতে উন্নয়নের সম্পূর্ণ সুফল পেতে পারেন, তা নিশ্চিত করতে আমরা (কেন্দ্রীয় সরকার) বদ্ধপরিকর ৷ জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷ আমাদের সকলকে একজোট হয়ে জম্মু-কাশ্মীরকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে ৷"

আরও পড়ুন: খাদি-হ্যান্ডলুম কিনুন, 'ভোকাল ফর লোকাল' প্রচারে জোর মোদির

তাঁর সরকার জম্মু-কাশ্মীরের উন্নয়নের স্বার্থে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, এদিন তারও খতিয়ান তুলে ধরেন মোদি ৷ সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরের 20টি জায়গায় সরকারের বিভিন্ন পদে উপত্যকার 3 হাজার যুবক-যুবতী চাকরি পেয়েছেন ৷ এদিনের ভাষণে প্রধানমন্ত্রী সেই 3 হাজার চাকরিরপ্রাপককে অভিনন্দন জানান ৷ তিনি বলেন, এই তরুণ কর্মীরা স্বাস্থ্য বিভাগ, খাদ্য ও সরবরাহ বিভাগ, পশুপালন বিভাগ-সহ বিভিন্ন সরকারি দফতরে কাজ করার সুযোগ পাবেন ৷ আর এভাবেই তাঁরা জম্মু-কাশ্মীরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন ৷ একইসঙ্গে মোদি জানান, আগামী কিছুদিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে আরও 700 জনকে বিভিন্ন সরকারি দফতরে নিয়োগপত্র দেওয়া হবে ৷ সেই প্রক্রিয়া প্রায় সারা হয়ে গিয়েছে ৷

অন্যদিকে, এদিন মন কি বাত অনুষ্ঠানে ছটপুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে মোদি বলেন, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অন্যতম নিদর্শন হল ছটপুজো ৷ প্রধানমন্ত্রীর কথায়, "ছটপুজোয় সূর্যের উপাসনা করা হয় ৷ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে, এই পুজোর আচারই তার প্রমাণ ৷" এরপরই মোদি তাঁর ভাষণে দেশজুড়ে সৌরবিদ্যুতের প্রসারের পক্ষে সওয়াল করেন ৷ সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন করার আবেদন জানান ৷

নয়াদিল্লি, 30 অক্টোবর: "জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷" রবিবার ঠিক ভাষাতেই উপত্যকার মানুষকে বিশেষ করে সেখানকার যুবসমাজকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি বলেন, পুরনো যাবতীয় প্রতিকূলতা পিছনে ছেড়ে আসতে হবে ৷ বদলে নতুন সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে হবে ৷ রবিবার 'জম্মু ও কাশ্মীর রোজগার মেলা' (Jammu and Kashmir Rozgar Mela) উপলক্ষে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী ৷ ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সন্ত্রাস কবলিত ভূস্বর্গের উন্নয়নে কেন্দ্র যে বদ্ধপরিকর, সেই বার্তা দিতেই মোদি এমন মন্তব্য করেছেন ৷ এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মোদি এই ভাষণ দেন ৷ একইসঙ্গে, এদিন তাঁর 'মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে দেশবাসীকে ছটপুজোর (Chhath Puja 2022) শুভেচ্ছা জানাতেও ভোলেননি প্রধানমন্ত্রী ৷

মোদির বক্তব্য, জম্মু ও কাশ্মীরের সর্বত্র উন্নয়ন পৌঁছে দিতে হবে ৷ তার জন্য নতুন ভাবনা-চিন্তা ও মানসিকতা প্রয়োজন ৷ তবেই উন্নয়নের গতি দ্রুততর হবে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "ভারতের সর্বস্তরের নাগরিকরা যাতে উন্নয়নের সম্পূর্ণ সুফল পেতে পারেন, তা নিশ্চিত করতে আমরা (কেন্দ্রীয় সরকার) বদ্ধপরিকর ৷ জম্মু ও কাশ্মীর প্রত্যেক ভারতীয়র গর্ব ৷ আমাদের সকলকে একজোট হয়ে জম্মু-কাশ্মীরকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হবে ৷"

আরও পড়ুন: খাদি-হ্যান্ডলুম কিনুন, 'ভোকাল ফর লোকাল' প্রচারে জোর মোদির

তাঁর সরকার জম্মু-কাশ্মীরের উন্নয়নের স্বার্থে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে, এদিন তারও খতিয়ান তুলে ধরেন মোদি ৷ সূত্রের দাবি, জম্মু-কাশ্মীরের 20টি জায়গায় সরকারের বিভিন্ন পদে উপত্যকার 3 হাজার যুবক-যুবতী চাকরি পেয়েছেন ৷ এদিনের ভাষণে প্রধানমন্ত্রী সেই 3 হাজার চাকরিরপ্রাপককে অভিনন্দন জানান ৷ তিনি বলেন, এই তরুণ কর্মীরা স্বাস্থ্য বিভাগ, খাদ্য ও সরবরাহ বিভাগ, পশুপালন বিভাগ-সহ বিভিন্ন সরকারি দফতরে কাজ করার সুযোগ পাবেন ৷ আর এভাবেই তাঁরা জম্মু-কাশ্মীরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন ৷ একইসঙ্গে মোদি জানান, আগামী কিছুদিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে আরও 700 জনকে বিভিন্ন সরকারি দফতরে নিয়োগপত্র দেওয়া হবে ৷ সেই প্রক্রিয়া প্রায় সারা হয়ে গিয়েছে ৷

অন্যদিকে, এদিন মন কি বাত অনুষ্ঠানে ছটপুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে মোদি বলেন, 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অন্যতম নিদর্শন হল ছটপুজো ৷ প্রধানমন্ত্রীর কথায়, "ছটপুজোয় সূর্যের উপাসনা করা হয় ৷ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যে প্রকৃতির গভীর সম্পর্ক রয়েছে, এই পুজোর আচারই তার প্রমাণ ৷" এরপরই মোদি তাঁর ভাষণে দেশজুড়ে সৌরবিদ্যুতের প্রসারের পক্ষে সওয়াল করেন ৷ সকলকে পরিবেশবান্ধব জীবনযাপন করার আবেদন জানান ৷

Last Updated : Oct 30, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.