ETV Bharat / bharat

Narendra Modi: পরিবেশ বাঁচাতে মোদির দাওয়াই 'সবুজ বৃদ্ধি', 'সবুজ চাকরি' - জৈব চাষ

পরিবেশের স্বার্থে 'সবুজ বৃদ্ধি' (Green Growth) এবং 'সবুজ চাকরি'র (Green Jobs) কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ জোর দিলেন জৈব চাষ এবং জল সংরক্ষণের উপর ৷

Narendra Modi says India is Focusing on Green Growth and Green Jobs
Narendra Modi: পরিবেশ বাঁচাতে মোদির দাওয়াই 'সবুজ বৃদ্ধি', 'সুবজ চাকরি'
author img

By

Published : Sep 23, 2022, 7:54 PM IST

Updated : Sep 23, 2022, 9:06 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: 2070 সালের মধ্য়ে বায়ুমণ্ডলে কার্বন নির্গমন শূন্যতে নামিয়ে আনাই লক্ষ্য ভারতের ৷ আর সেই লক্ষ্য পূরণ করতেই দেশের সরকার 'সবুজ বৃদ্ধি' (Green Growth) এবং 'সবুজ চাকরি'র (Green Jobs) উপর গুরুত্ব আরোপ করছে ৷ শুক্রবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

এদিন একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গুজরাতের একতা নগরে পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের (National Conference of Environment Ministers) উদ্বোধন করেন মোদি ৷ সেই অনুষ্ঠানেই বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "2070 সালের মধ্যে কার্বনের নির্গমন শূন্য়ে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে ভারত ৷ তাই সবুজ বৃদ্ধি এবং সবুজ চাকরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে ৷ আর এই লক্ষ্যে পৌঁছতে প্রত্যেকটি রাজ্যের পরিবেশ দফতরের ভূমিকা অনস্বীকার্য ৷"

আরও পড়ুন: হাতে ট্যাটু করে 'নমো'র জন্মদিন পালন বারাণসীর যুবকদের

মোদির মতে, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা আবশ্যিক ৷ আর এই কাজে রাজ্যের পরিবেশ দফতরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, "প্রত্যেক পরিবেশ মন্ত্রীর কাছে আমার আবেদন, আপনারা আপনাদের রাজ্যে চক্র অর্থনীতি সম্প্রসারণের উপর বাড়তি গুরুত্ব দিন ৷" প্রধানমন্ত্রীর মতে, একমাত্র এভাবেই প্লাস্টিকের মতো জটিল সমস্য়া থেকে মুক্তি পাওয়া এবং বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব ৷

প্রধানমন্ত্রীর ভাষণে জল সংকটের বিষয়টিও উঠে আসে ৷ তিনি বলেন, যেসমস্ত রাজ্য়ে উদ্বৃত্ত জল রয়েছে, সেখানকার মানুষও জলকষ্টে ভুগছেন ৷ বাসিন্দাদের পরিকল্পনাহীন আচরণ এবং অসচেতনতাই এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ বিষয়টি নিয়ে পরিবেশ দফতরগুলিকে সতর্ক হওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে, এদিন ফের একবার জৈব চাষের পক্ষে সওয়াল করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, রাসায়নিক সার ও কীটনাশক ত্যাগ করে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করা এবং জলাশয় তৈরি করে জল সংরক্ষণের মাধ্যমেই অনেক সমস্যার সমাধানসূত্র বের করা সম্ভব ৷ মোদি বলেন, "বিভিন্ন রাজ্য়ের পরিবেশ দফতরগুলিকে আরও সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে ৷ বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে ৷ আমার বিশ্বাস, পরিবেশ মন্ত্রীদের দৃষ্টিভঙ্গি বদলালেই পরিবেশ উপকৃত হবে ৷"

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: 2070 সালের মধ্য়ে বায়ুমণ্ডলে কার্বন নির্গমন শূন্যতে নামিয়ে আনাই লক্ষ্য ভারতের ৷ আর সেই লক্ষ্য পূরণ করতেই দেশের সরকার 'সবুজ বৃদ্ধি' (Green Growth) এবং 'সবুজ চাকরি'র (Green Jobs) উপর গুরুত্ব আরোপ করছে ৷ শুক্রবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

এদিন একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গুজরাতের একতা নগরে পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের (National Conference of Environment Ministers) উদ্বোধন করেন মোদি ৷ সেই অনুষ্ঠানেই বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "2070 সালের মধ্যে কার্বনের নির্গমন শূন্য়ে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে ভারত ৷ তাই সবুজ বৃদ্ধি এবং সবুজ চাকরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে ৷ আর এই লক্ষ্যে পৌঁছতে প্রত্যেকটি রাজ্যের পরিবেশ দফতরের ভূমিকা অনস্বীকার্য ৷"

আরও পড়ুন: হাতে ট্যাটু করে 'নমো'র জন্মদিন পালন বারাণসীর যুবকদের

মোদির মতে, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা আবশ্যিক ৷ আর এই কাজে রাজ্যের পরিবেশ দফতরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, "প্রত্যেক পরিবেশ মন্ত্রীর কাছে আমার আবেদন, আপনারা আপনাদের রাজ্যে চক্র অর্থনীতি সম্প্রসারণের উপর বাড়তি গুরুত্ব দিন ৷" প্রধানমন্ত্রীর মতে, একমাত্র এভাবেই প্লাস্টিকের মতো জটিল সমস্য়া থেকে মুক্তি পাওয়া এবং বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব ৷

প্রধানমন্ত্রীর ভাষণে জল সংকটের বিষয়টিও উঠে আসে ৷ তিনি বলেন, যেসমস্ত রাজ্য়ে উদ্বৃত্ত জল রয়েছে, সেখানকার মানুষও জলকষ্টে ভুগছেন ৷ বাসিন্দাদের পরিকল্পনাহীন আচরণ এবং অসচেতনতাই এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা ৷ বিষয়টি নিয়ে পরিবেশ দফতরগুলিকে সতর্ক হওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী ৷

একইসঙ্গে, এদিন ফের একবার জৈব চাষের পক্ষে সওয়াল করেন নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, রাসায়নিক সার ও কীটনাশক ত্যাগ করে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করা এবং জলাশয় তৈরি করে জল সংরক্ষণের মাধ্যমেই অনেক সমস্যার সমাধানসূত্র বের করা সম্ভব ৷ মোদি বলেন, "বিভিন্ন রাজ্য়ের পরিবেশ দফতরগুলিকে আরও সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে ৷ বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে ৷ আমার বিশ্বাস, পরিবেশ মন্ত্রীদের দৃষ্টিভঙ্গি বদলালেই পরিবেশ উপকৃত হবে ৷"

Last Updated : Sep 23, 2022, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.