ETV Bharat / bharat

Atal Bihari Vajpaee birth aniversary : বাজপেয়ীই তাঁর অনুপ্রেরণা, অটলের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মোদির

টুইটারে এদিন নরেন্দ্র মোদি লেখেন, "জন্মদিনে অটলজি'কে স্মরণ ৷ দেশের মানুষকে তাঁর উৎকর্ষ পরিষেবা প্রদানের ঘটনায় আমরা ব্যাপকভাবে অনুপ্রাণিত ৷ ভারতকে শক্তিশালী এবং আরও উন্নত দেখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি (Modi says Vajpayee devoted his life towards making India strong and developed) ৷"

Atal Bihari Vajpaee birth aniversary
ওঁনার দেশ চালানোর দক্ষতায় অনুপ্রাণিত আমরা, বাজপেয়ীর জন্মদিবসে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর
author img

By

Published : Dec 25, 2021, 1:54 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস ৷ বিশেষ দিনে রাজধানী নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিক্ষেত্র 'সদাইব অটল'-এ পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিবস দেশে 'সুশাসন দিবস' হিসেবে পালিত হয় ৷ সেই সুশাসন দিবসে সদাইব অটলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারেও প্রাক্তনের শাসন সম্পর্কে শ্রদ্ধাশীল বর্তমান ৷ বললেন, অটলবিহারী বাজপেয়ীই তাঁর অনুপ্রেরণা (Narendra Modi says, he is highly inspired by rich service to the nation of Atal Bihari Vajpayee) ৷

সুশাসন দিবসে এদিন বাজপেয়ীর সমাধিতে নরেন্দ্র মোদির সঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ নরেন্দ্র মোদির সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রত্যেকে ৷ টুইটারে এদিন নরেন্দ্র মোদি লেখেন, "জন্মদিনে অটলজি'কে স্মরণ ৷ দেশের মানুষকে তাঁর উৎকর্ষ পরিষেবা প্রদানের ঘটনায় আমরা ব্যাপকভাবে অনুপ্রাণিত ৷ ভারতকে শক্তিশালী এবং আরও উন্নত দেখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি (Modi says Vajpayee devoted his life towards making India strong and developed) ৷ দেশের উন্নয়নের জন্য তাঁর গৃহীত পদক্ষেপগুলি লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল ৷"

  • आदरणीय अटल जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन।

    Remembering Atal Ji on his Jayanti. We are inspired by his rich service to the nation. He devoted his life towards making India strong and developed.

    His development initiatives positively impacted millions of Indians.

    — Narendra Modi (@narendramodi) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Christmas greetings : দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

অটলবিহারী বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন ৷ 1996 সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও 1998 থেকে 2004 টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 'ভারতরত্ন' অটলবিহারী বাজপেয়ী ৷

নয়াদিল্লি, 25 ডিসেম্বর : শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস ৷ বিশেষ দিনে রাজধানী নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিক্ষেত্র 'সদাইব অটল'-এ পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিবস দেশে 'সুশাসন দিবস' হিসেবে পালিত হয় ৷ সেই সুশাসন দিবসে সদাইব অটলে পৌঁছে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারেও প্রাক্তনের শাসন সম্পর্কে শ্রদ্ধাশীল বর্তমান ৷ বললেন, অটলবিহারী বাজপেয়ীই তাঁর অনুপ্রেরণা (Narendra Modi says, he is highly inspired by rich service to the nation of Atal Bihari Vajpayee) ৷

সুশাসন দিবসে এদিন বাজপেয়ীর সমাধিতে নরেন্দ্র মোদির সঙ্গী ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ নরেন্দ্র মোদির সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রত্যেকে ৷ টুইটারে এদিন নরেন্দ্র মোদি লেখেন, "জন্মদিনে অটলজি'কে স্মরণ ৷ দেশের মানুষকে তাঁর উৎকর্ষ পরিষেবা প্রদানের ঘটনায় আমরা ব্যাপকভাবে অনুপ্রাণিত ৷ ভারতকে শক্তিশালী এবং আরও উন্নত দেখতে জীবন উৎসর্গ করেছিলেন তিনি (Modi says Vajpayee devoted his life towards making India strong and developed) ৷ দেশের উন্নয়নের জন্য তাঁর গৃহীত পদক্ষেপগুলি লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল ৷"

  • आदरणीय अटल जी को उनकी जयंती पर कोटि-कोटि नमन।

    Remembering Atal Ji on his Jayanti. We are inspired by his rich service to the nation. He devoted his life towards making India strong and developed.

    His development initiatives positively impacted millions of Indians.

    — Narendra Modi (@narendramodi) December 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Christmas greetings : দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

অটলবিহারী বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন ৷ 1996 সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও 1998 থেকে 2004 টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন 'ভারতরত্ন' অটলবিহারী বাজপেয়ী ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.