ETV Bharat / bharat

Narendra Modi: আজাদি কা অমৃত মহোৎসব গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! 'মনের কথা' বললেন মোদি - আজাদি কা অমৃত মহোৎসব

'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) নিয়ে কথা বললেন মোদি ৷ দিলেন বিশেষ বার্তা ৷ কী বললেন তিনি ?

Narendra Modi says Azadi Ka Amrit Mahotsav turning into mass movement
Narendra Modi: আজাদি কা অমৃত মহোৎসব গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! 'মনের কথা' বললেন মোদি
author img

By

Published : Jul 31, 2022, 1:44 PM IST

নয়াদিল্লি, 31 জুলাই: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! রবিবার এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, এই 'আন্দোলন'কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দিলেন তিনি ৷ দেশবাসীর উদ্দেশে তাঁর আবেদন, আগামী 2 থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্য়েকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টগুলির 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তিরঙ্গার ছবি রাখুন ৷ এদিন 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন মোদি ৷

প্রধানমন্ত্রী মনে করেন, চলতি বছর দেশ স্বাধীন হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর আওতায় স্বাধীনতা দিবস পালন আদতে একটি 'বিশেষ আন্দোলন' ৷ তাই এবার এই কর্মসূচির আওতাতেই 'প্রতি ঘরে তিরঙ্গা' (হর ঘর তিরঙ্গা) উত্তোলনের আবেদন করা হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নিজেই সেই আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন: Complaint Filed Against PM Modi: নরেন্দ্র মোদি-সহ পাঁচ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মুজফফরপুরে

তাঁর কথায়, "আসুন, আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই ৷ আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনে সামিল হই ৷" এই প্রসঙ্গেই আগামী 2 থেকে 15 অগস্ট দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের প্রোফাইল পিকচারে তিরঙ্গার ছবি রাখার আবেদন করেছেন মোদি ৷ তিনি জানিয়েছেন,'আজাদি কা অমৃত মহোৎসব' গণ-আন্দোলনের রূপ নেওয়ায় তিনি অত্যন্ত খুশি ৷

এদিন রেডিয়োর মাধ্যমে তাঁর 'মনের কথা' ব্যক্ত করতে গিয়ে মোদি বলেন, "জীবনের নানা স্তর এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মানুষজন দেশের কোথাও না কোথাও, কোনও না কোনও অনুষ্ঠানে সামিল হয়েছেন ৷ যখন আমাদের দেশ স্বাধীনতার 75 বছর পূর্ণ করবে, আমরা সকলে এক গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থাকব ৷"

নয়াদিল্লি, 31 জুলাই: 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) দেশজুড়ে গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! রবিবার এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, এই 'আন্দোলন'কে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ডাক দিলেন তিনি ৷ দেশবাসীর উদ্দেশে তাঁর আবেদন, আগামী 2 থেকে 15 অগস্ট পর্যন্ত প্রত্য়েকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টগুলির 'প্রোফাইল পিকচার'-এ জাতীয় পতাকা বা তিরঙ্গার ছবি রাখুন ৷ এদিন 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন মোদি ৷

প্রধানমন্ত্রী মনে করেন, চলতি বছর দেশ স্বাধীন হওয়ার 75 বছর পূর্তি উপলক্ষে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর আওতায় স্বাধীনতা দিবস পালন আদতে একটি 'বিশেষ আন্দোলন' ৷ তাই এবার এই কর্মসূচির আওতাতেই 'প্রতি ঘরে তিরঙ্গা' (হর ঘর তিরঙ্গা) উত্তোলনের আবেদন করা হয়েছে ৷ এদিন প্রধানমন্ত্রী নিজেই সেই আবেদন জানিয়েছেন ৷

আরও পড়ুন: Complaint Filed Against PM Modi: নরেন্দ্র মোদি-সহ পাঁচ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের মুজফফরপুরে

তাঁর কথায়, "আসুন, আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই ৷ আমাদের প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আন্দোলনে সামিল হই ৷" এই প্রসঙ্গেই আগামী 2 থেকে 15 অগস্ট দেশবাসীকে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্টের প্রোফাইল পিকচারে তিরঙ্গার ছবি রাখার আবেদন করেছেন মোদি ৷ তিনি জানিয়েছেন,'আজাদি কা অমৃত মহোৎসব' গণ-আন্দোলনের রূপ নেওয়ায় তিনি অত্যন্ত খুশি ৷

এদিন রেডিয়োর মাধ্যমে তাঁর 'মনের কথা' ব্যক্ত করতে গিয়ে মোদি বলেন, "জীবনের নানা স্তর এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মানুষজন দেশের কোথাও না কোথাও, কোনও না কোনও অনুষ্ঠানে সামিল হয়েছেন ৷ যখন আমাদের দেশ স্বাধীনতার 75 বছর পূর্ণ করবে, আমরা সকলে এক গৌরবোজ্জ্বল এবং ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী থাকব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.