ETV Bharat / bharat

নির্বাচনের ফলাফলের পর দেশে করোনা ভ্যাকসিনেশনে গতি আনতে জোর মোদির

সব রাজ্যগুলিতে এখনো অবধি 17.7 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছন 45-এর ঊর্ধ্বে জনসংখ্যার মোটে 31% ৷ এ সব নিয়ে মাথা ঘামানোর সময় পেলেন এবার প্রধানমন্ত্রী ৷

author img

By

Published : May 7, 2021, 11:11 AM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিউ দিল্লি, 7 মে: নির্বাচন শেষ ৷ অতঃপর দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনো পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে 45 বছরের বেশি জনসংখ্যার 31 %-কে অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া গিয়েছে ৷ আর সব রাজ্যগুলিতে মোট 17.7 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷

পিএমও-র তরফে জানানো হয়েছে, অন্যান্য রাজ্য-সহ দেশের যে বারোটি রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিষেবায় গতি আনার জন্য প্রয়োজনীয় সাহায্য দিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সংক্রমণ ছড়ানো আটকাতে দ্রুততার সঙ্গে সার্বিক বিধিনিষেধ নিয়েও আলোচনা করেছেন ৷

বিভিন্ন রাজ্যের যে সব জেলায় পজিটিভিটি হার 10% বা তার বেশি সেগুলিকে চিহ্নিত করতে, আর বেডের সংখ্যা কোথায় 60%-এর বেশি, অক্সিজেনের প্রাপ্যতা কেমন, সেসব দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি পাঠানো হয়েছে ৷

আরো পড়ুন: দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড, মৃত্যু কমল কিছুটা

রাজ্যগুলিতে ভ্যাকসিন প্রক্রিয়া আরও দ্রুত করতে লকডাউন চললেও কোনো নাগরিক যেন ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত না হোন, আর ভ্যাকসিনেশনের সঙ্গে যুক্ত কোনও স্বাস্থ্যকর্মীকে যেন অন্য কোনও কাজে লাগানো না হয়, নির্দেশ মোদির ৷

মোট কথা, এবার মানছেন যে, মোদি-সরকারের অবহেলায় দেশের কোভিড-19 সংকট বিশ্বের এক নম্বরে ৷

নিউ দিল্লি, 7 মে: নির্বাচন শেষ ৷ অতঃপর দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে জরুরি পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনো পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে 45 বছরের বেশি জনসংখ্যার 31 %-কে অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়া গিয়েছে ৷ আর সব রাজ্যগুলিতে মোট 17.7 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে ৷

পিএমও-র তরফে জানানো হয়েছে, অন্যান্য রাজ্য-সহ দেশের যে বারোটি রাজ্যে কোভিড সংক্রমণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ রাজ্যগুলিতে স্বাস্থ্য পরিষেবায় গতি আনার জন্য প্রয়োজনীয় সাহায্য দিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ সংক্রমণ ছড়ানো আটকাতে দ্রুততার সঙ্গে সার্বিক বিধিনিষেধ নিয়েও আলোচনা করেছেন ৷

বিভিন্ন রাজ্যের যে সব জেলায় পজিটিভিটি হার 10% বা তার বেশি সেগুলিকে চিহ্নিত করতে, আর বেডের সংখ্যা কোথায় 60%-এর বেশি, অক্সিজেনের প্রাপ্যতা কেমন, সেসব দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি পাঠানো হয়েছে ৷

আরো পড়ুন: দৈনিক সংক্রমণে আবারও নতুন রেকর্ড, মৃত্যু কমল কিছুটা

রাজ্যগুলিতে ভ্যাকসিন প্রক্রিয়া আরও দ্রুত করতে লকডাউন চললেও কোনো নাগরিক যেন ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত না হোন, আর ভ্যাকসিনেশনের সঙ্গে যুক্ত কোনও স্বাস্থ্যকর্মীকে যেন অন্য কোনও কাজে লাগানো না হয়, নির্দেশ মোদির ৷

মোট কথা, এবার মানছেন যে, মোদি-সরকারের অবহেলায় দেশের কোভিড-19 সংকট বিশ্বের এক নম্বরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.