ETV Bharat / bharat

Gujarat Assembly Election Results 2022: সর্বকালীন রেকর্ড গড়ে গুজরাতে ফের ক্ষমতায় ভূপেন্দ্র, ছাপিয়ে গেলেন নরেন্দ্রকেও - Bhupendrabhai Patel

যে সংখ্যক আসন জিতে সপ্তমবার গুজরাত বিধানসভা পুনর্দখল করল গেরুয়া শিবির, তাতে ভূপেন্দ্র প্যাটেলের এই জয় নিঃসন্দেহে 'ঐতিহাসিক' ৷ কারণ, 2002 সালে 127টি আসনে জয়লাভ করে গুজরাতে সরকার দখল করেছিলেন নরেন্দ্র মোদি ৷ 182 আসনের গুজরাতে 156টিতে জিতে সেই নজির ছাপিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল (Narendra modi record was beaten by Bhupendra) ৷

Gujarat Assembly Election Results 2022
সর্বকালীন রেকর্ড গড়ে গুজরাতে ফের ক্ষমতায় ভূপেন্দ্র, ছাপিয়ে গেলেন নরেন্দ্রকেও
author img

By

Published : Dec 8, 2022, 10:05 PM IST

Updated : Dec 8, 2022, 11:06 PM IST

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বুথফেরৎ সমীক্ষায় সিলমোহর দিয়ে গুজরাতে রেকর্ড সপ্তমবার মসনদ দখল করল বিজেপি ৷ 2022 বিধানসভা নির্বাচনে পশ্চিমের রাজ্যটিতে জয়ের রূপকার অবশ্যই বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল (Bhupendrabhai Patel) ৷ যে সংখ্যক আসন জিতে সপ্তমবার গুজরাত বিধানসভা পুনর্দখল করল গেরুয়া শিবির, তাতে ভূপেন্দ্র প্যাটেলের এই জয় নিঃসন্দেহে 'ঐতিহাসিক' ৷ কারণ, 2002 সালে 127টি আসনে জয়লাভ করে গুজরাতে সরকার দখল করেছিলেন নরেন্দ্র মোদি ৷ 182 আসনের গুজরাতে 156টিতে জিতে সেই নজির ছাপিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল (Narendra modi record was beaten by Bhupendra) ৷ সবমিলিয়ে মোদি, শাহের গড়ে নিজেদেরকেই ছাপিয়ে গেল বিজেপি ৷

নির্বাচনমুখী গুজরাতে ভোটপ্রচারে এসে নরেন্দ্র মোদি নিজেই বারবার বলেছেন, এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ৷ নরেন্দ্রর নজির ভেঙে এবার গুজরাতে সরকার গড়বে বিজেপি ৷ রেকর্ড ভোট দেবেন রাজ্যের মানুষ ৷ রেকর্ড ভোট হয়তো পড়েনি, কিন্তু নজির ভাঙার বিষয়টি প্রধানমন্ত্রীর যে কেবল ফাঁকা আওয়াজ ছিল না, বৃহস্পতির ফলাফল তারই প্রমাণ ৷

নিজেদেরকে নিজেরাই ছাপিয়ে যাওয়ার পাশাপাশি ভূপেন্দ্র প্যাটেল ভাঙলেন গুজরাত বিধানসভা নির্বাচনের সর্বকালীন রেকর্ডও ৷ 1985 বিধানসভা নির্বাচনে 149 আসন জিতে সরকার গড়েছিল কংগ্রেস ৷ 2022-এ এসে গেরুয়া ঝড়ে ম্লান তাও ৷ সেবার ভারতীয় জনতা পার্টির দখলে ছিল মাত্র 11টি আসন ৷

আরও পড়ুন: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

1985 তৎকালীন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি 55.55 শতাংশ ভোট পেয়ে সরকার গড়েছিলেন ৷ তুলনায় কম শতাংশ ভোট নিয়ে (52.50) এবার পশ্চিমের রাজ্যটিতে সরকার গড়ছে বিজেপি (BJP re-elected in Gujarat getting over 52 percent vote) ৷ কিন্তু আসন সংখ্যায় গেরুয়া শিবির টেক্কা দিল অতীতের সব নজিরকে ৷ একাই 156 বিজেপির পাশে ফিকে কংগ্রেসের সব হম্বিতম্বি ৷ কাজে এল না রাহুলের ভারত জোড়ো যাত্রা ৷ তাদের দখলে মাত্র 17টি আসন ৷ তবে উল্লেখযোগ্যভাবে 12.9 শতাংশ ভোট পেয়ে মোদি রাজ্যে খাতা খুলল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷

আমেদাবাদ, 8 ডিসেম্বর: বুথফেরৎ সমীক্ষায় সিলমোহর দিয়ে গুজরাতে রেকর্ড সপ্তমবার মসনদ দখল করল বিজেপি ৷ 2022 বিধানসভা নির্বাচনে পশ্চিমের রাজ্যটিতে জয়ের রূপকার অবশ্যই বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল (Bhupendrabhai Patel) ৷ যে সংখ্যক আসন জিতে সপ্তমবার গুজরাত বিধানসভা পুনর্দখল করল গেরুয়া শিবির, তাতে ভূপেন্দ্র প্যাটেলের এই জয় নিঃসন্দেহে 'ঐতিহাসিক' ৷ কারণ, 2002 সালে 127টি আসনে জয়লাভ করে গুজরাতে সরকার দখল করেছিলেন নরেন্দ্র মোদি ৷ 182 আসনের গুজরাতে 156টিতে জিতে সেই নজির ছাপিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল (Narendra modi record was beaten by Bhupendra) ৷ সবমিলিয়ে মোদি, শাহের গড়ে নিজেদেরকেই ছাপিয়ে গেল বিজেপি ৷

নির্বাচনমুখী গুজরাতে ভোটপ্রচারে এসে নরেন্দ্র মোদি নিজেই বারবার বলেছেন, এই নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে ৷ নরেন্দ্রর নজির ভেঙে এবার গুজরাতে সরকার গড়বে বিজেপি ৷ রেকর্ড ভোট দেবেন রাজ্যের মানুষ ৷ রেকর্ড ভোট হয়তো পড়েনি, কিন্তু নজির ভাঙার বিষয়টি প্রধানমন্ত্রীর যে কেবল ফাঁকা আওয়াজ ছিল না, বৃহস্পতির ফলাফল তারই প্রমাণ ৷

নিজেদেরকে নিজেরাই ছাপিয়ে যাওয়ার পাশাপাশি ভূপেন্দ্র প্যাটেল ভাঙলেন গুজরাত বিধানসভা নির্বাচনের সর্বকালীন রেকর্ডও ৷ 1985 বিধানসভা নির্বাচনে 149 আসন জিতে সরকার গড়েছিল কংগ্রেস ৷ 2022-এ এসে গেরুয়া ঝড়ে ম্লান তাও ৷ সেবার ভারতীয় জনতা পার্টির দখলে ছিল মাত্র 11টি আসন ৷

আরও পড়ুন: মোদি-রাজ্যে 'গেরুয়া ঝড়', বাঁধনভাঙা উচ্ছ্বাস বিজেপি'র কর্মী-সমর্থকদের

1985 তৎকালীন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি 55.55 শতাংশ ভোট পেয়ে সরকার গড়েছিলেন ৷ তুলনায় কম শতাংশ ভোট নিয়ে (52.50) এবার পশ্চিমের রাজ্যটিতে সরকার গড়ছে বিজেপি (BJP re-elected in Gujarat getting over 52 percent vote) ৷ কিন্তু আসন সংখ্যায় গেরুয়া শিবির টেক্কা দিল অতীতের সব নজিরকে ৷ একাই 156 বিজেপির পাশে ফিকে কংগ্রেসের সব হম্বিতম্বি ৷ কাজে এল না রাহুলের ভারত জোড়ো যাত্রা ৷ তাদের দখলে মাত্র 17টি আসন ৷ তবে উল্লেখযোগ্যভাবে 12.9 শতাংশ ভোট পেয়ে মোদি রাজ্যে খাতা খুলল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ৷

Last Updated : Dec 8, 2022, 11:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.