ETV Bharat / bharat

Narendra Modi: প্রচার সেরেই শতায়ু মানেক বায়ের আশীর্বাদ নিলেন মোদি - লীলা বা

আসন্ন বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) প্রচারে এসে 104 বছরের মানেক বায়ের (Manek Ba) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ স্মৃতিচারণ করলেন লীলা বায়ের ৷ কে এই লীলা বা ?

Narendra Modi met with 104 year old Manek Ba in Bavla of Gujarat after Election Campaign
Narendra Modi: প্রচার সেরেই শতায়ু মানেক বায়ের আশীর্বাদ নিলেন মোদি
author img

By

Published : Nov 25, 2022, 3:33 PM IST

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন বিধানসভা ভোটের (Gujarat Assembly Election 2022) প্রচারে গুজরাতে এসে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সভামঞ্চেই স্মরণ করলেন দুই প্রবীণাকে ৷ তাঁদের একজন প্রয়াত লীলা বা এবং অন্যজন 104 বছর বয়সি মানেক বা (Manek Ba) ৷ প্রচারের ঝক্কি মিটতেই সটান মানেক বায়ের কাছ চলে যান মোদি ৷ নেন আশীর্বাদ ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার গুজরাতের (Gujarat) বাভলায় (Bavla) একটি নির্বাচনী জনসভা (Election Campaign) করেন মোদি ৷ সেই সভার শেষেই শতায়ু মানেক বায়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ প্রসঙ্গত, লীলা বা মোদিকে অত্যন্ত পছন্দ করতেন ৷ তবে, ছয় বছর আগে প্রয়াত হন তিনি ৷ গত 4 নভেম্বর ছিল তাঁর প্রয়াণ বার্ষিকী ৷ বৃহস্পতিবারের সভামঞ্চে সেকথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি ৷ পরে দেখা করেন মানেক বায়ের সঙ্গে ৷ সূত্রের খবর, মোদিকে নাগালে পেয়ে আপ্লুত ছিলেন 104 বছরের মানেক বা ৷ তিনি মোদিকে আশীর্বাদ করে বলেন, "2024 সালেও আপনিই প্রধানমন্ত্রীর আসনে বসবেন ৷"

আরও পড়ুন: মোদির সভায় নিরাপত্তায় ফাঁক, ড্রোন উড়িয়ে শ্রীঘরে তিন যুবক

প্রসঙ্গত, প্রয়াত লীলা বা তাঁর জীবদ্দশায় একটা সময় বিজেপি-এর 'পূর্বসূরি' জনতা দলের সদস্য ছিলেন ৷ বস্তুত, জনতা দলের টিকিটে গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হন তিনি ৷ লীলা বা-ই প্রথম মহিলা যিনি জনতা দলের টিকিটে ভোটে জেতেন ৷ নরেন্দ্র মোদি যখন জনসংঘের প্রচারক ছিলেন, এবং সেই কাজে গুজরাতে আসতেন, তখনই লীলা বায়ের বাড়িতে যেতেন তিনি ৷ সেখানে নিজের হাতে রান্না করতেন, খাওয়া-দাওয়া করতেন ৷ বৃহস্পতিবারের সভায় সেইসব দিনের কথা স্মরণ করেন মোদি ৷

মোদি নিজে লীলা বা-কে তাঁর 'আইডল' বলে দাবি করেন ৷ এমনকী, মোদি যখন মঞ্চে ভাষণ দিতেন, সুযোগ পেলেই লীলা বা সেই অনুষ্ঠানে হাজির হতেন ৷ দর্শকাসনে বসে থাকতেন ৷ কিন্তু, মোদি তাঁকে দেখলেই মঞ্চে ডেকে নিতেন ৷ সূত্রের দাবি, বৃহস্পতিবার মানেক বা-কে কাছে পেয়ে পুরনো দিনের কথা পাড়েন মোদি ৷ দু'জনই হেসে পরস্পরকে আভিবাদন জানান ৷

বাভলা (গুজরাত), 25 নভেম্বর: আসন্ন বিধানসভা ভোটের (Gujarat Assembly Election 2022) প্রচারে গুজরাতে এসে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সভামঞ্চেই স্মরণ করলেন দুই প্রবীণাকে ৷ তাঁদের একজন প্রয়াত লীলা বা এবং অন্যজন 104 বছর বয়সি মানেক বা (Manek Ba) ৷ প্রচারের ঝক্কি মিটতেই সটান মানেক বায়ের কাছ চলে যান মোদি ৷ নেন আশীর্বাদ ৷

উল্লেখ্য, বৃহস্পতিবার গুজরাতের (Gujarat) বাভলায় (Bavla) একটি নির্বাচনী জনসভা (Election Campaign) করেন মোদি ৷ সেই সভার শেষেই শতায়ু মানেক বায়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ প্রসঙ্গত, লীলা বা মোদিকে অত্যন্ত পছন্দ করতেন ৷ তবে, ছয় বছর আগে প্রয়াত হন তিনি ৷ গত 4 নভেম্বর ছিল তাঁর প্রয়াণ বার্ষিকী ৷ বৃহস্পতিবারের সভামঞ্চে সেকথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি ৷ পরে দেখা করেন মানেক বায়ের সঙ্গে ৷ সূত্রের খবর, মোদিকে নাগালে পেয়ে আপ্লুত ছিলেন 104 বছরের মানেক বা ৷ তিনি মোদিকে আশীর্বাদ করে বলেন, "2024 সালেও আপনিই প্রধানমন্ত্রীর আসনে বসবেন ৷"

আরও পড়ুন: মোদির সভায় নিরাপত্তায় ফাঁক, ড্রোন উড়িয়ে শ্রীঘরে তিন যুবক

প্রসঙ্গত, প্রয়াত লীলা বা তাঁর জীবদ্দশায় একটা সময় বিজেপি-এর 'পূর্বসূরি' জনতা দলের সদস্য ছিলেন ৷ বস্তুত, জনতা দলের টিকিটে গুজরাতের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হন তিনি ৷ লীলা বা-ই প্রথম মহিলা যিনি জনতা দলের টিকিটে ভোটে জেতেন ৷ নরেন্দ্র মোদি যখন জনসংঘের প্রচারক ছিলেন, এবং সেই কাজে গুজরাতে আসতেন, তখনই লীলা বায়ের বাড়িতে যেতেন তিনি ৷ সেখানে নিজের হাতে রান্না করতেন, খাওয়া-দাওয়া করতেন ৷ বৃহস্পতিবারের সভায় সেইসব দিনের কথা স্মরণ করেন মোদি ৷

মোদি নিজে লীলা বা-কে তাঁর 'আইডল' বলে দাবি করেন ৷ এমনকী, মোদি যখন মঞ্চে ভাষণ দিতেন, সুযোগ পেলেই লীলা বা সেই অনুষ্ঠানে হাজির হতেন ৷ দর্শকাসনে বসে থাকতেন ৷ কিন্তু, মোদি তাঁকে দেখলেই মঞ্চে ডেকে নিতেন ৷ সূত্রের দাবি, বৃহস্পতিবার মানেক বা-কে কাছে পেয়ে পুরনো দিনের কথা পাড়েন মোদি ৷ দু'জনই হেসে পরস্পরকে আভিবাদন জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.