ETV Bharat / bharat

PM Vishwakarma Scheme: জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

Modi Launches PM Vishwakarma Scheme: জন্মদিনে 13 হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:07 PM IST

PM Vishwakarma Scheme
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন মোদির

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথাগত কারিগর এবং শিল্পীদের সুবিধে প্রদানের লক্ষ্যে রবিবার এই প্রকল্প চালু করেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর জন্মদিনে দ্বারকায় যশোভূমি নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইআইসিসি) 5,400 কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করেন নমো ৷ তিনি সেন্টারে কারিগর এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময়ও করেন ।

প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর ভাষণে বলেন যে, কারিগরদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সময় তাঁরা প্রতিদিন 500 টাকা স্টাইপেন্ড পাবেন । মোদি শিল্পীদের বলেন, "যে বন্ধুরা হাজার বছর ধরে ভারতের সমৃদ্ধির মূলে রয়েছেন, তাঁরাই আমাদের বিশ্বকর্মা ৷ দেবতা বিশ্বকর্মার আশীর্বাদে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা' আজ শুরু হচ্ছে ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার একটি নতুন রশ্মি হিসাবে এসেছে যারা হাতের দক্ষতা এবং সরঞ্জাম দিয়ে ঐতিহ্যগতভাবে কাজ করে চলেছে ।"

জিএসটি নিবন্ধিত দোকানগুলি থেকে শুধুমাত্র ভারতে তৈরি পণ্যের টুলকিট কেনার জন্য শিল্পীদের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পকে 13,000 কোটি টাকা ব্যয়-সহ কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অর্থায়ন করবে । শিল্পীদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে, মৌলিক এবং উন্নত প্রশিক্ষণের সঙ্গে দক্ষতার আপগ্রেডেশন করা হবে, 15,000 টাকার টুলকিট ইনসেনটিভ দেওয়া হবে, 1 লাখ টাকা (প্রথম ধাপ) এবং 2 লাখ টাকা (দ্বিতীয় ধাপ) পর্যন্ত জামানত-মুক্ত ঋণ সহায়তা প্রদান করা হবে । 5 শতাংশ সুদের হারে ডিজিটাল লেনদেনের জন্য বিপণন সহায়তা দেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লি মেট্রোয় সফর মোদির, সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী

18 ঐতিহ্যবাহী কারুশিল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে থাকবে । এর মধ্যে রয়েছে ছুতোর, নৌকা প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুলকিট তৈরির তালা প্রস্তুতকারক, গোল্ডস্মিথ পটার, ভাস্কর । পাথর ভাঙার কারিগর, মুচি, রাজমিস্ত্র, ঝুড়ি/ঝাড়ু প্রস্তুতকারক, পুতুল ও খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যবাহী), নাপিত, মালা প্রস্তুতকারক ও দর্জি, মাছ ধরার জালপ্রস্তুতকারও এর আওতায় থাকবেন ৷

দ্বারকার যশোভূমি কেন্দ্রটি আজ উদ্বোধন করা হয়েছে 70,000 বর্গ মিটারেরও বেশি বিস্তৃত এলাকায় ৷ যেখানে রয়েছে সম্মেলন কক্ষ এবং একটি প্রধান অডিটোরিয়াম । এখানে 10 হাজার সদস্যের জায়গা দেওয়া যায় এমন একটি বলরুমও রয়েছে ৷ 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

এর আগে ইভেন্ট ভেন্যুতে যাওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদি দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর 21 থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশভূমি দ্বারকা সেক্টর 25 পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর তিনি মেট্রোয় সফর করেন ৷ (সংবাদসংস্থা এএনআই)

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর: নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথাগত কারিগর এবং শিল্পীদের সুবিধে প্রদানের লক্ষ্যে রবিবার এই প্রকল্প চালু করেন তিনি ৷ প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর জন্মদিনে দ্বারকায় যশোভূমি নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইআইসিসি) 5,400 কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করেন নমো ৷ তিনি সেন্টারে কারিগর এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময়ও করেন ।

প্রধানমন্ত্রী মোদি আজ তাঁর ভাষণে বলেন যে, কারিগরদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের সময় তাঁরা প্রতিদিন 500 টাকা স্টাইপেন্ড পাবেন । মোদি শিল্পীদের বলেন, "যে বন্ধুরা হাজার বছর ধরে ভারতের সমৃদ্ধির মূলে রয়েছেন, তাঁরাই আমাদের বিশ্বকর্মা ৷ দেবতা বিশ্বকর্মার আশীর্বাদে 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা' আজ শুরু হচ্ছে ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা লক্ষ লক্ষ পরিবারের জন্য আশার একটি নতুন রশ্মি হিসাবে এসেছে যারা হাতের দক্ষতা এবং সরঞ্জাম দিয়ে ঐতিহ্যগতভাবে কাজ করে চলেছে ।"

জিএসটি নিবন্ধিত দোকানগুলি থেকে শুধুমাত্র ভারতে তৈরি পণ্যের টুলকিট কেনার জন্য শিল্পীদের কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পকে 13,000 কোটি টাকা ব্যয়-সহ কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অর্থায়ন করবে । শিল্পীদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং আইডি কার্ডের মাধ্যমে স্বীকৃতি প্রদান করা হবে, মৌলিক এবং উন্নত প্রশিক্ষণের সঙ্গে দক্ষতার আপগ্রেডেশন করা হবে, 15,000 টাকার টুলকিট ইনসেনটিভ দেওয়া হবে, 1 লাখ টাকা (প্রথম ধাপ) এবং 2 লাখ টাকা (দ্বিতীয় ধাপ) পর্যন্ত জামানত-মুক্ত ঋণ সহায়তা প্রদান করা হবে । 5 শতাংশ সুদের হারে ডিজিটাল লেনদেনের জন্য বিপণন সহায়তা দেওয়া হবে ৷

আরও পড়ুন: দিল্লি মেট্রোয় সফর মোদির, সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানালেন যাত্রী

18 ঐতিহ্যবাহী কারুশিল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে থাকবে । এর মধ্যে রয়েছে ছুতোর, নৌকা প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুলকিট তৈরির তালা প্রস্তুতকারক, গোল্ডস্মিথ পটার, ভাস্কর । পাথর ভাঙার কারিগর, মুচি, রাজমিস্ত্র, ঝুড়ি/ঝাড়ু প্রস্তুতকারক, পুতুল ও খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যবাহী), নাপিত, মালা প্রস্তুতকারক ও দর্জি, মাছ ধরার জালপ্রস্তুতকারও এর আওতায় থাকবেন ৷

দ্বারকার যশোভূমি কেন্দ্রটি আজ উদ্বোধন করা হয়েছে 70,000 বর্গ মিটারেরও বেশি বিস্তৃত এলাকায় ৷ যেখানে রয়েছে সম্মেলন কক্ষ এবং একটি প্রধান অডিটোরিয়াম । এখানে 10 হাজার সদস্যের জায়গা দেওয়া যায় এমন একটি বলরুমও রয়েছে ৷ 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

এর আগে ইভেন্ট ভেন্যুতে যাওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদি দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর 21 থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশভূমি দ্বারকা সেক্টর 25 পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর তিনি মেট্রোয় সফর করেন ৷ (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.