ETV Bharat / bharat

জ়াইডাস ক্যাডিলার কাজের প্রশংসা প্রধানমন্ত্রীর

আহমেদাবাদের 20 কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জ়াইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদি ৷

author img

By

Published : Nov 28, 2020, 2:04 PM IST

Updated : Nov 28, 2020, 3:50 PM IST

Zydus Cadila research centre
নরেন্দ্র মোদি

আহমেদাবাদ, 28 নভেম্বর : কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে আজ দেশের তিন শহর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই আহমেদাবাদের জ়াইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি। সেখানে প্রায় 1ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী ৷ খতিয়ে দেখেন ভ্যাকসিন তৈরির কাজ ৷ এরপর জ়াইডাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন ৷

আহমেদাবাদের 20 কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জ়াইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদি ৷ সেখানে PPE কিট ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেন ৷ সংস্থার এগজ়িকিউটিভ ও প্রোমোটারদের সঙ্গে কথা বলেন। ভ্যাকসিন তৈরির সামগ্রিক কাজ খতিয়ে দেখার পর সেখান থেকে তিনি হায়দরাবাদের উদ্দেশে উড়ে যান।

আহমেদাবাদের সফর শেষে জা়ইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে লেখেন, " জ়াইডাস ক্যাডিলার DNA নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জ়াইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।"

  • Visited the Zydus Biotech Park in Ahmedabad to know more about the indigenous DNA based vaccine being developed by Zydus Cadila. I compliment the team behind this effort for their work. Government of India is actively working with them to support them in this journey. pic.twitter.com/ZIZy9NSY3o

    — Narendra Modi (@narendramodi) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অগাস্ট মাসে আহমেদাবাদের জ়াইডাস কম্পানির তরফে জানানো হয়েছিল , কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এখন তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রবেশ করেছে ।

আহমেদাবাদের পর তিনি হায়দরাবাদের ভারত বায়োটেকে যান ৷ ভ্যাকসিনের ফেজ 3-র ট্রায়াল চলছে ভারত বায়োটেকে ৷ এরপরে তিনি যাবেন পুনের সেরাম ইস্টিটিউটে ৷

আহমেদাবাদ, 28 নভেম্বর : কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখতে আজ দেশের তিন শহর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই আহমেদাবাদের জ়াইডাস ক্যাডিলা সংস্থার কার্যালয়ে কোরোনার ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেছেন তিনি। সেখানে প্রায় 1ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রী ৷ খতিয়ে দেখেন ভ্যাকসিন তৈরির কাজ ৷ এরপর জ়াইডাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেন ৷

আহমেদাবাদের 20 কিলোমিটার দূরে ছাঙ্গোদার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় জ়াইডাস ক্যাডিলা রিসার্চ সেন্টার। এদিন সকালে দিল্লি থেকে জা়ইডাসে পৌঁছান মোদি ৷ সেখানে PPE কিট ভ্যাকসিন তৈরির কাজ খতিয়ে দেখেন ৷ সংস্থার এগজ়িকিউটিভ ও প্রোমোটারদের সঙ্গে কথা বলেন। ভ্যাকসিন তৈরির সামগ্রিক কাজ খতিয়ে দেখার পর সেখান থেকে তিনি হায়দরাবাদের উদ্দেশে উড়ে যান।

আহমেদাবাদের সফর শেষে জা়ইডাসের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ টুইটারে লেখেন, " জ়াইডাস ক্যাডিলার DNA নির্ভর ভ্যাকসিনের কাজ খতিয়ে দেখতে আহমেদাবাদের জ়াইডাস বায়োটেক পার্ক পরিদর্শন করলাম। ওই টিমের কাজ প্রশংসাযোগ্য। ভারত সরকার তাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।"

  • Visited the Zydus Biotech Park in Ahmedabad to know more about the indigenous DNA based vaccine being developed by Zydus Cadila. I compliment the team behind this effort for their work. Government of India is actively working with them to support them in this journey. pic.twitter.com/ZIZy9NSY3o

    — Narendra Modi (@narendramodi) November 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অগাস্ট মাসে আহমেদাবাদের জ়াইডাস কম্পানির তরফে জানানো হয়েছিল , কোভিড ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে । এখন তারা দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রবেশ করেছে ।

আহমেদাবাদের পর তিনি হায়দরাবাদের ভারত বায়োটেকে যান ৷ ভ্যাকসিনের ফেজ 3-র ট্রায়াল চলছে ভারত বায়োটেকে ৷ এরপরে তিনি যাবেন পুনের সেরাম ইস্টিটিউটে ৷

Last Updated : Nov 28, 2020, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.