ETV Bharat / bharat

Covid Vaccine : ভারতে এসে করোনার টিকা তৈরি করুন, বিশ্বকে আহ্বান মোদির - Covid Vaccine

রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা বিশ্বকে বার্তা দিলেন, ‘‘ভ্যাকসিন তৈরি করতে ভারতে আসুন ৷’’

narendra modi invites all to come in india to make covid vaccine from unga
Covid Vaccine : ভারতে এসে করোনার টিকা তৈরি করুন, বিশ্বকে আহ্বান মোদির
author img

By

Published : Sep 25, 2021, 8:29 PM IST

নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : ভারতে ইতিমধ্যেই করোনার দু’টি টিকা তৈরি হয়েছে ৷ আরও একটি টিকার তৈরির অনুমতি দেওয়া হয়েছে একটি সংস্থাকে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, বিশ্বের অন্য সংস্থাগুলিও ভারতে এসে করোনার টিকা তৈরি করুক ৷

তাই শনিবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে সারা বিশ্বকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘ভ্যাকসিন তৈরি করতে ভারতে আসুন ৷’’

আরও পড়ুন : Narendra Modi at UNGA : সন্ত্রাসবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, নাম না করে রাষ্ট্রসঙ্ঘে মোদির পাক-বার্তা

এদিন রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই মঞ্চ থেকে তিনি করোনা অতিমারি পরিস্থিতিতে কীভাবে সারা বিশ্ব বদলে গিয়েছে, তার ব্যাখ্যা দেন ৷ ভারত সরকার এই সময়ে কী কী কাজ করেছে, তাও তুলে ধরেন ৷

একই সঙ্গে তাঁর ভাষণে উঠে আসে করোনার টিকার প্রসঙ্গও ৷ তিনি জানান, ভারত করোনার একটা ডিএনএ টিকা তৈরি করে ফেলেছে ৷ যে টিকা 12 বছরের অধিক বয়সীদের দেওয়া যেতে পারে ৷ তাছাড়া এমআরএনএ টিকা ও ন্যাজাল ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন ভারতের বিজ্ঞানীরা ৷

আরও পড়ুন : Sneha Dubey : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে

এর পরই বিশ্বের অন্য সংস্থাগুলিকে ভারতে এসে ভ্যাকসিন তৈরির আহ্বান জানান তিনি ৷ একইসঙ্গে ভারত সরকারের ভ্যাকসিন-কূটনীতি নিয়েও মুখ খোলেন তিনি ৷ ভারত আবার ভ্যাকসিন-কূটনীতি শুরু করতে চলেছে বলে তিনি জানান ৷ অন্যদেশকে শীঘ্রই ভ্যাকসিন পাঠানো বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন দেশকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করে ভারত ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায় ভারতীয়দের মধ্যে ৷ তখন ভ্যাকসিনের আকাল পড়ে যায় ৷ ফলে ভারতের ভ্যাকসিন-কূটনীতি দেশে বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনার মুখে পড়ে ৷

আরও পড়ুন : India-US : ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে সীমান্তপারের সন্ত্রাসের সমালোচনা

নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর : ভারতে ইতিমধ্যেই করোনার দু’টি টিকা তৈরি হয়েছে ৷ আরও একটি টিকার তৈরির অনুমতি দেওয়া হয়েছে একটি সংস্থাকে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চান, বিশ্বের অন্য সংস্থাগুলিও ভারতে এসে করোনার টিকা তৈরি করুক ৷

তাই শনিবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চ থেকে সারা বিশ্বকে বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘ভ্যাকসিন তৈরি করতে ভারতে আসুন ৷’’

আরও পড়ুন : Narendra Modi at UNGA : সন্ত্রাসবাদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার, নাম না করে রাষ্ট্রসঙ্ঘে মোদির পাক-বার্তা

এদিন রাষ্ট্রসঙ্ঘের 76তম সাধারণ সভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি ৷ সেই মঞ্চ থেকে তিনি করোনা অতিমারি পরিস্থিতিতে কীভাবে সারা বিশ্ব বদলে গিয়েছে, তার ব্যাখ্যা দেন ৷ ভারত সরকার এই সময়ে কী কী কাজ করেছে, তাও তুলে ধরেন ৷

একই সঙ্গে তাঁর ভাষণে উঠে আসে করোনার টিকার প্রসঙ্গও ৷ তিনি জানান, ভারত করোনার একটা ডিএনএ টিকা তৈরি করে ফেলেছে ৷ যে টিকা 12 বছরের অধিক বয়সীদের দেওয়া যেতে পারে ৷ তাছাড়া এমআরএনএ টিকা ও ন্যাজাল ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন ভারতের বিজ্ঞানীরা ৷

আরও পড়ুন : Sneha Dubey : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা করে ট্রেন্ডিং স্নেহা দুবে

এর পরই বিশ্বের অন্য সংস্থাগুলিকে ভারতে এসে ভ্যাকসিন তৈরির আহ্বান জানান তিনি ৷ একইসঙ্গে ভারত সরকারের ভ্যাকসিন-কূটনীতি নিয়েও মুখ খোলেন তিনি ৷ ভারত আবার ভ্যাকসিন-কূটনীতি শুরু করতে চলেছে বলে তিনি জানান ৷ অন্যদেশকে শীঘ্রই ভ্যাকসিন পাঠানো বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে বিভিন্ন দেশকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করে ভারত ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়ি পড়ে যায় ভারতীয়দের মধ্যে ৷ তখন ভ্যাকসিনের আকাল পড়ে যায় ৷ ফলে ভারতের ভ্যাকসিন-কূটনীতি দেশে বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনার মুখে পড়ে ৷

আরও পড়ুন : India-US : ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে সীমান্তপারের সন্ত্রাসের সমালোচনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.