ETV Bharat / bharat

Narendra Modi: মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল, বঙ্গে বন্দে ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির

author img

By

Published : Dec 30, 2022, 12:10 PM IST

Updated : Dec 30, 2022, 3:13 PM IST

আমেদাবাদ থেকে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi inaugurates Several Projects in West Bengal) । নরেন্দ্র মোদির মুখে এদিন উঠে এসেছে রবীন্দ্রনাথ-নেতাজি সুভাষের প্রসঙ্গও ।

Etv Bharat
ভার্চুয়ালি একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি

কলকাতা, 30 ডিসেম্বর: ভোররাতেই হারিয়েছেন মা'কে । শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা ৷ ফলে বঙ্গ সফর বাতিল করে গুজরাতে পৌঁছন মোদি ৷ সামিল হন মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে ৷ তারমধ্যেই কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী । ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে । সবুজ পতাকা দেখিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হঠাৎ মাতৃবিয়োগের জেরে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুরু করান তিনি ৷ একইসঙ্গে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবারও (Joka Taratala Metro Service) পথচলা শুরু হল মোদির হাতে ৷

বঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধনের পর এদিন বাঙালির দেশপ্রেমের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "বাঙালির দেশপ্রেমের কথা সর্বজনবিদিত । দেশের মাটির প্রতি বাংলার যে টান, তার কথা আমি সর্বদা স্মরণে রাখি । এছাড়াও বাঙালির দেশকে জানার আগ্রহ অনুকরণীয় ।" তাঁর মুখে এদিন উঠে এসেছে রবীন্দ্রনাথ-নেতাজি সুভাষের প্রসঙ্গও । ও আমার দেশের মাটি'র লাইন উদ্ধৃত করে মোদি বলেন, "যে আকাশে বন্দে মাতরম স্লোগান উঠেছিল, সেই মাটিতেই বন্দে ভারত চলবে । 1943 সালে আজকের দিনেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে তেরঙ্গা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । তার এহেন কীর্তির দিনেই বাংলায় বন্দে ভারতের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত ।"

ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির

আরও পড়ুন: ভার্চুয়ালি বন্দে ভারতের উদ্বোধন করলেন মোদি, পথচলা শুরু জোকা-তারাতলা মেট্রোরও

মোদি বলেন, "পশ্চিমবঙ্গে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আসতে পারিনি । আমি বাংলার জনগণের কাছে ক্ষমা চাইছি ।" উদ্বোধনের পর গত কয়েকবছরে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মোদি । তিনি বলেন, "ভারতীয় রেলের আধুনিকরণে রেকর্ড বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার । ভারতে বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন তৈরি হচ্ছে । আগামী 8 বছরে আমরা আধুনিকরণে নতুন রূপে রেলকে দেখতে পাব ।"

আরও পড়ুন: 'কখনও ওষুধ খাননি', সাদামাটা ধার্মিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন হীরাবেন মোদি

উল্লেখ্য, 1 জানুয়ারি থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ব্যবহার করতে পারবে আমজনতা ৷ তার জন্য এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার প্রক্রিয়া ৷ অন্যদিকে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতার সঙ্গে শহরতলির সরাসরি যোগাযোগ আরও সহজ ও পোক্ত হবে ৷

কলকাতা, 30 ডিসেম্বর: ভোররাতেই হারিয়েছেন মা'কে । শুক্রবার ভোররাতে প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা ৷ ফলে বঙ্গ সফর বাতিল করে গুজরাতে পৌঁছন মোদি ৷ সামিল হন মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে ৷ তারমধ্যেই কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী । ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে । সবুজ পতাকা দেখিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ হঠাৎ মাতৃবিয়োগের জেরে ভার্চুয়ালি এই ট্রেনের যাত্রা শুরু করান তিনি ৷ একইসঙ্গে জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবারও (Joka Taratala Metro Service) পথচলা শুরু হল মোদির হাতে ৷

বঙ্গে একাধিক প্রকল্পের উদ্বোধনের পর এদিন বাঙালির দেশপ্রেমের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "বাঙালির দেশপ্রেমের কথা সর্বজনবিদিত । দেশের মাটির প্রতি বাংলার যে টান, তার কথা আমি সর্বদা স্মরণে রাখি । এছাড়াও বাঙালির দেশকে জানার আগ্রহ অনুকরণীয় ।" তাঁর মুখে এদিন উঠে এসেছে রবীন্দ্রনাথ-নেতাজি সুভাষের প্রসঙ্গও । ও আমার দেশের মাটি'র লাইন উদ্ধৃত করে মোদি বলেন, "যে আকাশে বন্দে মাতরম স্লোগান উঠেছিল, সেই মাটিতেই বন্দে ভারত চলবে । 1943 সালে আজকের দিনেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে তেরঙ্গা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । তার এহেন কীর্তির দিনেই বাংলায় বন্দে ভারতের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত ।"

ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির

আরও পড়ুন: ভার্চুয়ালি বন্দে ভারতের উদ্বোধন করলেন মোদি, পথচলা শুরু জোকা-তারাতলা মেট্রোরও

মোদি বলেন, "পশ্চিমবঙ্গে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে আসতে পারিনি । আমি বাংলার জনগণের কাছে ক্ষমা চাইছি ।" উদ্বোধনের পর গত কয়েকবছরে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মোদি । তিনি বলেন, "ভারতীয় রেলের আধুনিকরণে রেকর্ড বিনিয়োগ করছে কেন্দ্রীয় সরকার । ভারতে বন্দে ভারত এক্সপ্রেস, তেজস এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন তৈরি হচ্ছে । আগামী 8 বছরে আমরা আধুনিকরণে নতুন রূপে রেলকে দেখতে পাব ।"

আরও পড়ুন: 'কখনও ওষুধ খাননি', সাদামাটা ধার্মিক জীবন যাপনে অভ্যস্ত ছিলেন হীরাবেন মোদি

উল্লেখ্য, 1 জানুয়ারি থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ব্যবহার করতে পারবে আমজনতা ৷ তার জন্য এদিন থেকেই শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার প্রক্রিয়া ৷ অন্যদিকে, জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতার সঙ্গে শহরতলির সরাসরি যোগাযোগ আরও সহজ ও পোক্ত হবে ৷

Last Updated : Dec 30, 2022, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.