ETV Bharat / bharat

নিজের ছাতা নিজেই ধরলেন মোদি, আপ্লুত গেরুয়া শিবির

author img

By

Published : Jul 19, 2021, 3:48 PM IST

সোমবার বাদল অধিবেশনের শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় নিজের ছাতা নিজেই ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে আপ্লুত বিজেপির নেতা-কর্মীরা ৷

narendra modi holding umbrella in his hand photo viral in social media
নিজের ছাতা নিজেই ধরলেন মোদি, আপ্লুত গেরুয়া শিবির

নয়াদিল্লি, 19 জুলাই : সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হল সোমবার ৷ প্রথা হল, কোনও অধিবেশনের প্রথম দিন সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী (Prime Minister) ৷ এদিনও তাই সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

কিন্তু এই ‘হাজিরা’য় তাঁর বক্তব্যের থেকেও ভাইরাল হয়েছে সেই সময়ের ছবি ৷ কারণ, প্রধানমন্ত্রী যে সময় বক্তব্য রাখছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল ৷ সাধারণত দেখা যায় যে, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা প্রধানমন্ত্রী বা তাঁর মতো ভিভিআইপিদের মাথায় ছাতা ধরে রাখেন ৷ কিন্তু এদিন মোদি নিজেই ছাতা ধরেছিলেন ৷ তাঁর সঙ্গে আর যে ক’জন ছিলেন, তাঁরাও নিজেদের ছাতা নিজেরাই ধরে রেখেছিলেন ৷

আরও পড়ুন : মুদ্রাস্ফীতি, ফোন ট্যাপিং-সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধীদের

আর এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদরা রীতিমতো আপ্লুত ৷ সকলেই ওই ছবি পোস্ট করেছেন ৷ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷ পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেছেন অনেকে ৷ আসলে বিজেপির সঙ্গে বিরোধীদের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন কেউ কেউ ৷

মোদি মন্ত্রিসভার সদ্য প্রাক্তনী তথায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘‘দেশ স্বাধীনের পর থেকে কখনও কি এমন দৃশ্য দেখেছেন ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ছাতা ধরে আছেন ৷’’ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন গোটা দেশের কাছে আদর্শ ৷

আরও পড়ুন : মোদির ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভে শুরুতেই তপ্ত বাদল অধিবেশন

একই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও ৷ তিনি লিখেছেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী আমাদের গর্ব ৷’’ বিজেপির (BJP) আরও অনেক নেতাও এই নিয়ে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে প্রশংসা সূচক বক্তব্য লিখেছেন ৷

উল্টোদিকে বিরোধীরা এই ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ বিরোধীদের বক্তব্য, দেশবাসী মোদির বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ ৷ দেশবাসীর সেই ক্ষোভের স্বর বিরোধীরা সংসদের অলিন্দে পৌঁছে দেবে ৷ এটা আন্দাজ করেই সেখান থেকে নজর ঘোরাতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কাজ করলেন ৷

আরও পড়ুন : করোনা নিয়ে সব তথ্য দেব, কড়া প্রশ্ন করুক বিরোধীরা; বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

নয়াদিল্লি, 19 জুলাই : সংসদের বাদল অধিবেশন (Monsoon Session) শুরু হল সোমবার ৷ প্রথা হল, কোনও অধিবেশনের প্রথম দিন সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী (Prime Minister) ৷ এদিনও তাই সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

কিন্তু এই ‘হাজিরা’য় তাঁর বক্তব্যের থেকেও ভাইরাল হয়েছে সেই সময়ের ছবি ৷ কারণ, প্রধানমন্ত্রী যে সময় বক্তব্য রাখছিলেন, তখন বৃষ্টি হচ্ছিল ৷ সাধারণত দেখা যায় যে, নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা প্রধানমন্ত্রী বা তাঁর মতো ভিভিআইপিদের মাথায় ছাতা ধরে রাখেন ৷ কিন্তু এদিন মোদি নিজেই ছাতা ধরেছিলেন ৷ তাঁর সঙ্গে আর যে ক’জন ছিলেন, তাঁরাও নিজেদের ছাতা নিজেরাই ধরে রেখেছিলেন ৷

আরও পড়ুন : মুদ্রাস্ফীতি, ফোন ট্যাপিং-সহ একাধিক ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব বিরোধীদের

আর এই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদরা রীতিমতো আপ্লুত ৷ সকলেই ওই ছবি পোস্ট করেছেন ৷ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে ৷ পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেছেন অনেকে ৷ আসলে বিজেপির সঙ্গে বিরোধীদের পার্থক্য বোঝানোর চেষ্টা করেছেন কেউ কেউ ৷

মোদি মন্ত্রিসভার সদ্য প্রাক্তনী তথায় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘‘দেশ স্বাধীনের পর থেকে কখনও কি এমন দৃশ্য দেখেছেন ৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী স্বয়ং ছাতা ধরে আছেন ৷’’ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন গোটা দেশের কাছে আদর্শ ৷

আরও পড়ুন : মোদির ভাষণের সময় বিরোধীদের বিক্ষোভে শুরুতেই তপ্ত বাদল অধিবেশন

একই ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসুও ৷ তিনি লিখেছেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী আমাদের গর্ব ৷’’ বিজেপির (BJP) আরও অনেক নেতাও এই নিয়ে প্রধানমন্ত্রীর ছবি পোস্ট করে প্রশংসা সূচক বক্তব্য লিখেছেন ৷

উল্টোদিকে বিরোধীরা এই ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন ৷ বিরোধীদের বক্তব্য, দেশবাসী মোদির বিরুদ্ধে ব্যাপক ক্ষুব্ধ ৷ দেশবাসীর সেই ক্ষোভের স্বর বিরোধীরা সংসদের অলিন্দে পৌঁছে দেবে ৷ এটা আন্দাজ করেই সেখান থেকে নজর ঘোরাতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কাজ করলেন ৷

আরও পড়ুন : করোনা নিয়ে সব তথ্য দেব, কড়া প্রশ্ন করুক বিরোধীরা; বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.