ETV Bharat / bharat

Vande Bharat Express: গান্ধিনগর-মুম্বই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে ট্রেনে সওয়ার মোদি - বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে

উৎসবের আবহেই শুক্রবার গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ল সকাল 10টা 30 মিনিটে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 30, 2022, 12:22 PM IST

Updated : Sep 30, 2022, 2:05 PM IST

গান্ধিনগর, 30 সেপ্টেম্বর: গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার সকাল 10টা 30 মিনিটে গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ছাড়ে এই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনের সফর গুণমানে বিমান সফরের সমতুল্য হবে ৷ সেইসঙ্গে, ট্রেনে সফররত যাত্রী সেরা মানের পরিষেবা এবং নিরাপত্তাও পাবেন ৷ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই অত্যাধুনিক এই দূরপাল্লার ট্রেনে কবচ প্রযুক্তি (Kavach technology) ব্যবহার করা হয়েছে ৷ এটি আদতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি 'ট্রেন কলিশন অ্যাভয়ড্য়ান্স সিস্টেম' (Train Collision Avoidance System) ৷ এটি এমন একটি ব্যবস্থাপনা, যা ট্রেনকে যেকোনও সংঘর্ষ থেকে রক্ষা করবে ৷ ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রী ও কর্মীরা নিরাপদ থাকবেন ৷

  • PM @narendramodi is on board the Vande Bharat Express from Gandhinagar to Ahmedabad. People from different walks of life, including those from the Railways family, women entrepreneurs and youngsters are his co-passengers on this journey. pic.twitter.com/DzwMq5NSXr

    — PMO India (@PMOIndia) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বন্দে ভারতের যাত্রা শুরু হওয়ার পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে টুইট করা হয় ৷ তাতে জানানো হয়, "বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ার হয়ে গুজরাতের গান্ধিনগর থেকে আহমেদাবাদ পর্যন্ত গিয়েছেন মোদি ৷ এই সফরে তাঁর সহযাত্রী ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ৷ যেমন ছিলেন রেলকর্মীদের পরিবারের সদস্য, মহিলা উদ্যোগপতি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ৷" এই টুইটের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের সফরের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে মোদিকে তাঁর সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

এই অত্যাধুনিক ট্রেন মহারাষ্ট্র এবং গুজরাতের দুই রাজধানীকে জুড়বে ৷ প্রসঙ্গত, এটি ভারতের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ সবথেকে প্রথমে দিল্লি-বারাণসী রুটে এই ট্রেন চলাচল শুরু হয়েছিল ৷ দ্বিতীয় দফায় বন্দে ভারতের সফর শুরু হয় নয়াদিল্লি থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত ৷ শুক্রবার রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই ট্রেনের সফরে যাত্রীরা বিশ্বমানের আরাম এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন ৷ ট্রেনের প্রত্যেকটি কোচই বাতানুকূল ৷ রয়েছে অত্যাধুনিক নানা পরিকাঠামো ৷ যেমন- স্বয়ংক্রিয় দরজা, যা পাশাপাশি খুলবে ৷ যাত্রীদের পড়ার সুবিধার জন্য থাকছে বিশেষ আলো ৷ থাকছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, বিমানের মতোই অ্য়াটেনড্য়ান্টদের ডেকে পাঠানোর জন্য বিশেষ কলিং বাটন, বায়ো টয়লেট এবং সিসিটিভি ক্যামেরা ৷ এই ট্রেনের প্রত্যেকটি আসনই অত্যন্ত আরামদায়ক ৷"

রেলের তরফে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে আমজনতার জন্য মুম্বই সেন্ট্রাল স্টেশন-গান্ধিনগর ক্যাপিটাল স্টেশন রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু করা হবে ৷ রবিবার বাদে সপ্তাহের বাকি ছ'দিনই এই ট্রেন চলবে ৷ মুম্বই থেকে ট্রেন ছাড়বে সকাল 6টা 10 মিনিটে ৷ সেটি গান্ধিনগরে পৌঁছবে দুপুর 12টা 30 মিনিটে ৷ ওই একই ট্রেন গান্ধিনগর থেকে ফিরতি পথে যাত্রা শুরু করবে দুপুর 2টো 5 মিনিটে ৷ মুম্বই পৌঁছবে রাত 8টা 35 মিনিটে ৷

গান্ধিনগর, 30 সেপ্টেম্বর: গান্ধিনগর-মুম্বই (Gandhinagar-Mumbai) রুটে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের উদ্বোধন করলেন (Flags Off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার সকাল 10টা 30 মিনিটে গুজরাতের (Gujarat) গান্ধিনগর ক্যাপিট্যাল (Gandhinagar Capital) রেলস্টেশন থেকে ছাড়ে এই রুটের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ৷ কর্তৃপক্ষের দাবি, এই ট্রেনের সফর গুণমানে বিমান সফরের সমতুল্য হবে ৷ সেইসঙ্গে, ট্রেনে সফররত যাত্রী সেরা মানের পরিষেবা এবং নিরাপত্তাও পাবেন ৷ যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতেই অত্যাধুনিক এই দূরপাল্লার ট্রেনে কবচ প্রযুক্তি (Kavach technology) ব্যবহার করা হয়েছে ৷ এটি আদতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটি 'ট্রেন কলিশন অ্যাভয়ড্য়ান্স সিস্টেম' (Train Collision Avoidance System) ৷ এটি এমন একটি ব্যবস্থাপনা, যা ট্রেনকে যেকোনও সংঘর্ষ থেকে রক্ষা করবে ৷ ফলে ট্রেনের ভিতরে থাকা যাত্রী ও কর্মীরা নিরাপদ থাকবেন ৷

  • PM @narendramodi is on board the Vande Bharat Express from Gandhinagar to Ahmedabad. People from different walks of life, including those from the Railways family, women entrepreneurs and youngsters are his co-passengers on this journey. pic.twitter.com/DzwMq5NSXr

    — PMO India (@PMOIndia) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বন্দে ভারতের যাত্রা শুরু হওয়ার পরই প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ নিয়ে টুইট করা হয় ৷ তাতে জানানো হয়, "বন্দে ভারত এক্সপ্রেসে সওয়ার হয়ে গুজরাতের গান্ধিনগর থেকে আহমেদাবাদ পর্যন্ত গিয়েছেন মোদি ৷ এই সফরে তাঁর সহযাত্রী ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ ৷ যেমন ছিলেন রেলকর্মীদের পরিবারের সদস্য, মহিলা উদ্যোগপতি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ৷" এই টুইটের সঙ্গে প্রধানমন্ত্রীর এদিনের সফরের বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে ৷ সেই ছবিতে মোদিকে তাঁর সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: আগামী তিন বছরে 400টি নতুন বন্দে ভারত ট্রেন

এই অত্যাধুনিক ট্রেন মহারাষ্ট্র এবং গুজরাতের দুই রাজধানীকে জুড়বে ৷ প্রসঙ্গত, এটি ভারতের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ সবথেকে প্রথমে দিল্লি-বারাণসী রুটে এই ট্রেন চলাচল শুরু হয়েছিল ৷ দ্বিতীয় দফায় বন্দে ভারতের সফর শুরু হয় নয়াদিল্লি থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত ৷ শুক্রবার রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতে বলা হয়েছে, "এই ট্রেনের সফরে যাত্রীরা বিশ্বমানের আরাম এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন ৷ ট্রেনের প্রত্যেকটি কোচই বাতানুকূল ৷ রয়েছে অত্যাধুনিক নানা পরিকাঠামো ৷ যেমন- স্বয়ংক্রিয় দরজা, যা পাশাপাশি খুলবে ৷ যাত্রীদের পড়ার সুবিধার জন্য থাকছে বিশেষ আলো ৷ থাকছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, বিমানের মতোই অ্য়াটেনড্য়ান্টদের ডেকে পাঠানোর জন্য বিশেষ কলিং বাটন, বায়ো টয়লেট এবং সিসিটিভি ক্যামেরা ৷ এই ট্রেনের প্রত্যেকটি আসনই অত্যন্ত আরামদায়ক ৷"

রেলের তরফে জানানো হয়েছে, আগামী 1 অক্টোবর থেকে আমজনতার জন্য মুম্বই সেন্ট্রাল স্টেশন-গান্ধিনগর ক্যাপিটাল স্টেশন রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু করা হবে ৷ রবিবার বাদে সপ্তাহের বাকি ছ'দিনই এই ট্রেন চলবে ৷ মুম্বই থেকে ট্রেন ছাড়বে সকাল 6টা 10 মিনিটে ৷ সেটি গান্ধিনগরে পৌঁছবে দুপুর 12টা 30 মিনিটে ৷ ওই একই ট্রেন গান্ধিনগর থেকে ফিরতি পথে যাত্রা শুরু করবে দুপুর 2টো 5 মিনিটে ৷ মুম্বই পৌঁছবে রাত 8টা 35 মিনিটে ৷

Last Updated : Sep 30, 2022, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.