ETV Bharat / bharat

Amit Shah over Gujarat Riot : "19 বছর শিবের মতোই বিষ ধারণ করেছিলেন নরেন্দ্র মোদি", সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে শাহ

সত্য সামনে এসেছে এবং তা সোনার মতোই জ্বলজ্বল করছে, জানালেন অমিত শাহ ৷ 2002-এ গুজরাতের গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে জীবন্ত পুড়ে মারা যান কংগ্রেস সাংসদ এহসান জাফরি ৷ এই ঘটনায় সিটের তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু শেষ আশ্রয় মুখ ফিরিয়েছে (Amit Shah over Gujarat Riot) ৷

2002 Gujarat Riot
গুজরাতে গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ড
author img

By

Published : Jun 25, 2022, 1:02 PM IST

নয়াদিল্লি, 25 জুন : সত্য সোনার মতোই উজ্জ্বল ৷ গতকাল সুপ্রিম কোর্ট জাকিয়া জাফরির গুজরাত হতাকাণ্ডে পুনর্তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এতে আরও একবার ক্লিনচিট পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সে প্রসঙ্গে নির্দোষ তৎকালীন গুজরাত মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনার তুলনা টানলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Narendra Modi endured false allegation over 2002 Gujarat Riots, says Amit Shah) ৷

এই রায় নিয়ে অমিত শাহ জানান, নরেন্দ্র মোদি দীর্ঘ 19 বছর ধরে এই ঘটনা নিয়ে একটি কথাও বলেননি ৷ শুধু তাই নয়, "ভগবান শিব যেমন বিষ পান করে তা গলায় ধারণ করেছিলেন", ঠিক সে ভাবে মোদিও সব সহ্য করে গিয়েছেন ৷ 2002-এর গুজরাত সংঘর্ষের ঘটনায় যাঁরা তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তাঁরা রাজনৈতিক ভাবে প্ররোচিত ৷ তাঁদের সকলের ক্ষমা চাওয়া উচিত, দাবি শাহের ৷ তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আর এটা প্রমাণিত হয়েছে ৷ 19 বছর ধরে যুদ্ধে চলেছে ৷ অত বড় মাপের একজন নেতা একটা শব্দও উচ্চারণ করেননি৷ সোনার মতোই সত্যও উজ্জ্বল ৷"

স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি, গুজরাট সংঘর্ষ থামাতে এক মুহূর্তও দেরি করেনি রাজ্য সরকার ৷ তিনি বলেন, "গুজরাতে বনধ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীকে তলব করেছিলাম ৷ সেনার আসতে কিছুটা সময় লেগেছে ৷ একটা দিনও দেরি করেনি গুজরাত সরকার এবং আদালত তার প্রশংসাও করেছে ৷" প্রাক্তন পঞ্জাব ডিজিপি কেপিএস গিলও গুজরাত সরকারের পদক্ষেপকে 'তৎপর ও নিরপেক্ষ' বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনায় পাল্টা 1984-র শিখ-বিরোধী সংঘর্ষের জন্য কংগ্রেসকে আক্রমণ করেন শাহ ৷

আরও পড়ুন : গুলবার্গ হত্যাকাণ্ডে ফের ক্লিনচিট মোদিকে, জাকিয়া জাফরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

তিনি বলেন, "1984-র শিখ-বিরোধী সংঘর্ষে বহু শিখ প্রাণ হারিয়েছেন ৷" এর পিছনে কারণ কী ? যেখানে দিল্লিতেই সেনাবাহিনীর সদর দফতর এবং শহরেও বিশাল সেনাবাহিনী রয়েছে ৷ তা সত্ত্বেও তিন দিন ধরে কিছু করা হয়নি, কংগ্রেসকে এক হাত নেন বিজেপির শীর্ষ নেতা ৷ তিনি বলেন, "তখন কতগুলো সিট গঠন করা হয়েছিল ? আমাদের সরকার ক্ষমতায় এলে তারপর সিট তৈরি হয় ৷ কতজনকে গ্রেফতার করা হয়েছিল ?"

2002-এর 27 ফেব্রুয়ারি গুজরাতে গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ মারা যান 58 জন তীর্থযাত্রী ৷ সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে ৷ পরদিন গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে 69 জন মারা যান ৷ তার মধ্যে অন্যতম কংগ্রেস নেতা-সাংসদ এহসান জাফরি ৷

এই ঘটনায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ 64 জনের বিরুদ্ধে অভিযোগ আনলেও সিট সেই তদন্তে মোদিকে ক্লিনচিট দেয় ৷ সাংসদের স্ত্রী জাকিরা জাফরি সিট-এর তদন্তকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টে আবেদন জানান ৷ তা খারিজ করে দেয় গুজরাতের উচ্চ-আদালত ৷ এরপর তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেখানে বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বে গঠিত বেঞ্চ তাঁর এই আবেদন নাকচ করে এবং জানায় যে, জাকিরার আবেদনের কোনও যথার্থতা নেই ৷

নয়াদিল্লি, 25 জুন : সত্য সোনার মতোই উজ্জ্বল ৷ গতকাল সুপ্রিম কোর্ট জাকিয়া জাফরির গুজরাত হতাকাণ্ডে পুনর্তদন্তের আবেদন খারিজ করে দিয়েছে ৷ এতে আরও একবার ক্লিনচিট পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সে প্রসঙ্গে নির্দোষ তৎকালীন গুজরাত মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনার তুলনা টানলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Narendra Modi endured false allegation over 2002 Gujarat Riots, says Amit Shah) ৷

এই রায় নিয়ে অমিত শাহ জানান, নরেন্দ্র মোদি দীর্ঘ 19 বছর ধরে এই ঘটনা নিয়ে একটি কথাও বলেননি ৷ শুধু তাই নয়, "ভগবান শিব যেমন বিষ পান করে তা গলায় ধারণ করেছিলেন", ঠিক সে ভাবে মোদিও সব সহ্য করে গিয়েছেন ৷ 2002-এর গুজরাত সংঘর্ষের ঘটনায় যাঁরা তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তাঁরা রাজনৈতিক ভাবে প্ররোচিত ৷ তাঁদের সকলের ক্ষমা চাওয়া উচিত, দাবি শাহের ৷ তিনি বলেন, "সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দিয়েছে ৷ এই অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আর এটা প্রমাণিত হয়েছে ৷ 19 বছর ধরে যুদ্ধে চলেছে ৷ অত বড় মাপের একজন নেতা একটা শব্দও উচ্চারণ করেননি৷ সোনার মতোই সত্যও উজ্জ্বল ৷"

স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি, গুজরাট সংঘর্ষ থামাতে এক মুহূর্তও দেরি করেনি রাজ্য সরকার ৷ তিনি বলেন, "গুজরাতে বনধ ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেনাবাহিনীকে তলব করেছিলাম ৷ সেনার আসতে কিছুটা সময় লেগেছে ৷ একটা দিনও দেরি করেনি গুজরাত সরকার এবং আদালত তার প্রশংসাও করেছে ৷" প্রাক্তন পঞ্জাব ডিজিপি কেপিএস গিলও গুজরাত সরকারের পদক্ষেপকে 'তৎপর ও নিরপেক্ষ' বলে উল্লেখ করেছেন ৷ এই ঘটনায় পাল্টা 1984-র শিখ-বিরোধী সংঘর্ষের জন্য কংগ্রেসকে আক্রমণ করেন শাহ ৷

আরও পড়ুন : গুলবার্গ হত্যাকাণ্ডে ফের ক্লিনচিট মোদিকে, জাকিয়া জাফরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

তিনি বলেন, "1984-র শিখ-বিরোধী সংঘর্ষে বহু শিখ প্রাণ হারিয়েছেন ৷" এর পিছনে কারণ কী ? যেখানে দিল্লিতেই সেনাবাহিনীর সদর দফতর এবং শহরেও বিশাল সেনাবাহিনী রয়েছে ৷ তা সত্ত্বেও তিন দিন ধরে কিছু করা হয়নি, কংগ্রেসকে এক হাত নেন বিজেপির শীর্ষ নেতা ৷ তিনি বলেন, "তখন কতগুলো সিট গঠন করা হয়েছিল ? আমাদের সরকার ক্ষমতায় এলে তারপর সিট তৈরি হয় ৷ কতজনকে গ্রেফতার করা হয়েছিল ?"

2002-এর 27 ফেব্রুয়ারি গুজরাতে গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ মারা যান 58 জন তীর্থযাত্রী ৷ সেই আগুনের আঁচ ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে ৷ পরদিন গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে 69 জন মারা যান ৷ তার মধ্যে অন্যতম কংগ্রেস নেতা-সাংসদ এহসান জাফরি ৷

এই ঘটনায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ 64 জনের বিরুদ্ধে অভিযোগ আনলেও সিট সেই তদন্তে মোদিকে ক্লিনচিট দেয় ৷ সাংসদের স্ত্রী জাকিরা জাফরি সিট-এর তদন্তকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টে আবেদন জানান ৷ তা খারিজ করে দেয় গুজরাতের উচ্চ-আদালত ৷ এরপর তিনি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেখানে বিচারপতি এ এম খানউইলকারের নেতৃত্বে গঠিত বেঞ্চ তাঁর এই আবেদন নাকচ করে এবং জানায় যে, জাকিরার আবেদনের কোনও যথার্থতা নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.