ETV Bharat / bharat

Modi Emerges Most Popular Global Leader: বিশ্বের জনপ্রিয়তম নেতা মোদি ! বলছে মার্কিন সংস্থা - মর্নিং কনসাল্ট

বিশ্বের জনপ্রিয়তম নেতা হলেন নরেন্দ্র মোদি (Most Popular Global Leader) ৷ কীসের ভিত্তিতে এই দাবি করা হচ্ছে ?

Narendra Modi emerges most popular Global Leader in a survey by US firm Morning Consult
ফাইল ছবি
author img

By

Published : Feb 4, 2023, 5:47 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: বিশ্বের জনপ্রিয়তম নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi emerges Most Popular Global Leader) ৷ এমনটাই দাবি করেছে 'মর্নিং কনসাল্ট' নামে একটি মার্কিন সংস্থা ৷ তাদের বক্তব্য, বিশ্বের জনপ্রিয়তম নেতার খোঁজ পেতে রীতিমতো সমীক্ষা করেছে তারা (Survey by Morning Consult) ৷ সেই সমীক্ষায় 78 শতাংশ মানুষই নরেন্দ্র মোদির পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেছে মর্নিং কনসাল্ট কর্তৃপক্ষ ৷

সংশ্লিষ্ট সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও মোদিকে হারাতে পারেননি ৷

আরও পড়ুন: গড়পড়তা ভারতের উপস্থিতিই এখন সারা বিশ্বে সবচেয়ে উজ্জ্বল, বিরোধীদের জবাব মোদির

সংশ্লিষ্ট সমীক্ষাটির নামকরণ করা হয়েছে, 'গ্লোবাল লিডার অ্যাপ্রুভ্যাল' ৷ এই সমীক্ষা রিপোর্ট তৈরি করার জন্য চলতি বছরের 26 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে যাবতীয় তথ্যভাণ্ডার সংগ্রহ করা হয়েছে ৷ মর্নিং কনসাল্ট সংস্থাটি আদতে একটি 'পলিটিক্যাল ইন্টেলিজেন্স রিসার্চ ফার্ম' ৷ সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে এই সমীক্ষা চালানো হয় ৷ সমীক্ষার আওতাভুক্ত নাগরিকদের সংখ্য়া নির্ভর করেছে সেই দেশের আয়তন অনুসারে ৷

তথ্যভাণ্ডার সংগ্রহ করার পর, তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, 78 শতাংশ মানুষই জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন ৷ তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি রেটিং পেয়েছেন মাত্র 40 শতাংশ ! তালিকায় মোদির পরের দু'টি ধাপে, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ অবরাডোর এবং সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট ৷ তাঁদের প্রাপ্য রেটিং হল, যথাক্রমে 68 এবং 62 শতাংশ ৷

তথ্যাভিজ্ঞ মহলের একাংশ মনে করছে, 2022 সালে ভারতের আন্তর্জাতিক কূটনীতি যথেষ্ট সফল হয়েছে ৷ তার জেরেই জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী মোদির ৷ এই বছরই ইউক্রেনের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে বিশ্বের অধিকাংশ দেশের রোষানলে পড়েছে রাশিয়া ৷ অথচ, মোদি আন্তর্জাতিক মঞ্চে বার্তা দিয়েছেন, 'বর্তমান যুগ যুদ্ধের সময় নয়' ৷ এতে বিশ্বব্যাপী মোদির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও দাবি করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: বিশ্বের জনপ্রিয়তম নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi emerges Most Popular Global Leader) ৷ এমনটাই দাবি করেছে 'মর্নিং কনসাল্ট' নামে একটি মার্কিন সংস্থা ৷ তাদের বক্তব্য, বিশ্বের জনপ্রিয়তম নেতার খোঁজ পেতে রীতিমতো সমীক্ষা করেছে তারা (Survey by Morning Consult) ৷ সেই সমীক্ষায় 78 শতাংশ মানুষই নরেন্দ্র মোদির পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেছে মর্নিং কনসাল্ট কর্তৃপক্ষ ৷

সংশ্লিষ্ট সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, জনপ্রিয়তার নিরিখে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও মোদিকে হারাতে পারেননি ৷

আরও পড়ুন: গড়পড়তা ভারতের উপস্থিতিই এখন সারা বিশ্বে সবচেয়ে উজ্জ্বল, বিরোধীদের জবাব মোদির

সংশ্লিষ্ট সমীক্ষাটির নামকরণ করা হয়েছে, 'গ্লোবাল লিডার অ্যাপ্রুভ্যাল' ৷ এই সমীক্ষা রিপোর্ট তৈরি করার জন্য চলতি বছরের 26 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে যাবতীয় তথ্যভাণ্ডার সংগ্রহ করা হয়েছে ৷ মর্নিং কনসাল্ট সংস্থাটি আদতে একটি 'পলিটিক্যাল ইন্টেলিজেন্স রিসার্চ ফার্ম' ৷ সংশ্লিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে এই সমীক্ষা চালানো হয় ৷ সমীক্ষার আওতাভুক্ত নাগরিকদের সংখ্য়া নির্ভর করেছে সেই দেশের আয়তন অনুসারে ৷

তথ্যভাণ্ডার সংগ্রহ করার পর, তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, 78 শতাংশ মানুষই জনপ্রিয়তম রাষ্ট্রনেতা হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর নাম নিয়েছেন ৷ তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি রেটিং পেয়েছেন মাত্র 40 শতাংশ ! তালিকায় মোদির পরের দু'টি ধাপে, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ অবরাডোর এবং সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট আলাইন বারসেট ৷ তাঁদের প্রাপ্য রেটিং হল, যথাক্রমে 68 এবং 62 শতাংশ ৷

তথ্যাভিজ্ঞ মহলের একাংশ মনে করছে, 2022 সালে ভারতের আন্তর্জাতিক কূটনীতি যথেষ্ট সফল হয়েছে ৷ তার জেরেই জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী মোদির ৷ এই বছরই ইউক্রেনের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে বিশ্বের অধিকাংশ দেশের রোষানলে পড়েছে রাশিয়া ৷ অথচ, মোদি আন্তর্জাতিক মঞ্চে বার্তা দিয়েছেন, 'বর্তমান যুগ যুদ্ধের সময় নয়' ৷ এতে বিশ্বব্যাপী মোদির ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও দাবি করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.