ETV Bharat / bharat

22 জানুয়ারি ঘরে ঘরে 'রাম জ্যোতি' জ্বালিয়ে দীপাবলি পালনের ডাক মোদির - অযোধ্য়া

Narendra Modi calls for Diwali celebration on January 22: অযোধ্য়ায় নতুন রেলওয়ে স্টেশনের পাশাপাশি গোটা দেশের জন্য অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ এরপর নয়া বিমান বন্দর যা মহর্ষি বাল্মিকীর নামে উৎসর্গ করা হয়েছে তারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ এদিন অযোধ্যায় মোট 14 কিলোমিটার রোড শোও করেন মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 3:42 PM IST

Updated : Dec 30, 2023, 4:15 PM IST

অযোধ্য়া, 30 ডিসেম্বর: অযোধ্যায় আগামী 22 জানুয়ারি নবনির্মিত মন্দিরে বিরাজমান হবেন রামলালা ৷ তার আগে শনিবার অয়োধ্য়ায় নয়া রেল স্টেশন এবং বিমান বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর অযোধ্যা থেকেই এদিন দেশবাসীর কাছে 22 জানুয়ারি নিজেদের ঘরে 'শ্রীরাম জ্যোতি' জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "দেশের জন্য নতুন সংকল্প নিতে হবে, নতুন শক্তিতে নিজেকে ভরিয়ে নিতে হবে। 140 কোটি দেশবাসীর কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আপনারা আগামী 22 জানুয়ারি আপনাদের প্রত্যেকে ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি জ্বালান ৷ দীপাবলি পালন করুন ৷ 22 জানুয়ারি বিকেলে যেন গোটা দেশ ঝলমল করে ৷"

এদিন অযোধ্য়ায় নতুন রেলওয়ে স্টেশনের পাশাপাশি গোটা দেশের জন্য অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ এরপর নয়া বিমান বন্দর যা মহর্ষি বাল্মিকীর নামে উৎসর্গ করা হয়েছে তারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ এদিন অযোধ্যায় মোট 14 কিলোমিটার রোড শোও করেন মোদি ৷ আর শেষে জনসভা থেকে একের পর এক বার্তা দিতে শোনা গেল প্রধানমন্ত্রীকে ৷ একই সঙ্গে এদিন নরেন্দ্র মোদি জানিয়েছেন, 22 তারিখ প্রস্তাবিত রাম মন্দির উদ্বোধনের দিন যেন নামু, অযোধ্যায় ভির না করেন ৷ তিনি বলেন, "23 তারিখের পর দেশের মানুষের কাছে আমার অনুরোধ অযোধ্য়ায় আসুন ৷ 22 তারিখে আসবেন না ৷ সাড়ে 500 সাল আমরা অপেক্ষা করেছি ৷ আরও কিছুদিন অপেক্ষা করুন ৷" সেই সঙ্গে, অযোধ্যার মাটি থেকে আরও একবার 'মোদির গ্য়ারান্টি'র কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় ৷ তিনি বলেন, "মোদির গ্যারান্টিতে দেশ বিশ্বাস করে কারণ, যে গ্য়ারান্টি দেয় মোদি তা পালন করতে নিজের জীবন পন করে দেয় ৷"

এদিন অযোধ্য়ায় প্রায় এক হাজার 500 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর সেই মাটি থেকে নরেন্দ্র মোদি বলেন, "অযোধ্য়া বিজ্ঞান, বৈরাগ্য ও বৈভবের ভূমি ৷ আমি ভারতের প্রতিটি কমার পুজারী ৷ অযোধ্য়ায় রামের মন্দির পুরো রাজ্যের বিকাশের গতি দেবে ৷ আজ অযোধ্য়া থেকে দেশের নতুন উড়ান শুরু হল ৷" শুধু তাই নয়, পুরনো স্মৃতি উস্কে দিয়ে এদিন মোদি বলেন, "এক সময় রামলালা অযোধ্য়ায় তাঁবুতে থাকতেন ৷ আজ রামলালার পাশাপাশি দেশের প্রতিটি মানুষ পাকা ঘর পাচ্ছে ৷ গোটা বিশ্ব 22 জানুয়ারি ঐতিহাসিক দিনের অপেক্ষায় আছে ৷"

একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, অযোধ্য়ার পরিকাঠামো আরও উন্নতি করা হচ্ছে ৷ তাঁর দাবি, আজকের ভারত পুরনো এবং নতুন ভারতকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে ৷ মোদির কথায়, "দেশে 315টির বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে ৷ দেশের মানচিত্রে উজ্জ্বল হবে অযোধ্য়া ৷ অযোধ্য়ায় প্রাচীন কুণ্ডগুলিরও পুনরুদ্ধার করা হচ্ছে ৷ সরযূর জল পরিস্কার করা হচ্ছে ৷" পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, 30 ডিসেম্বর দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ৷ কারণ এই দিনই আন্দামানে জাতীয় পতাকা তুলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন নেতাজী সুভাষ বোস ৷

অযোধ্য়া, 30 ডিসেম্বর: অযোধ্যায় আগামী 22 জানুয়ারি নবনির্মিত মন্দিরে বিরাজমান হবেন রামলালা ৷ তার আগে শনিবার অয়োধ্য়ায় নয়া রেল স্টেশন এবং বিমান বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর অযোধ্যা থেকেই এদিন দেশবাসীর কাছে 22 জানুয়ারি নিজেদের ঘরে 'শ্রীরাম জ্যোতি' জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "দেশের জন্য নতুন সংকল্প নিতে হবে, নতুন শক্তিতে নিজেকে ভরিয়ে নিতে হবে। 140 কোটি দেশবাসীর কাছে আমার প্রার্থনা, আমার অনুরোধ, আপনারা আগামী 22 জানুয়ারি আপনাদের প্রত্যেকে ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি জ্বালান ৷ দীপাবলি পালন করুন ৷ 22 জানুয়ারি বিকেলে যেন গোটা দেশ ঝলমল করে ৷"

এদিন অযোধ্য়ায় নতুন রেলওয়ে স্টেশনের পাশাপাশি গোটা দেশের জন্য অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ এরপর নয়া বিমান বন্দর যা মহর্ষি বাল্মিকীর নামে উৎসর্গ করা হয়েছে তারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ এদিন অযোধ্যায় মোট 14 কিলোমিটার রোড শোও করেন মোদি ৷ আর শেষে জনসভা থেকে একের পর এক বার্তা দিতে শোনা গেল প্রধানমন্ত্রীকে ৷ একই সঙ্গে এদিন নরেন্দ্র মোদি জানিয়েছেন, 22 তারিখ প্রস্তাবিত রাম মন্দির উদ্বোধনের দিন যেন নামু, অযোধ্যায় ভির না করেন ৷ তিনি বলেন, "23 তারিখের পর দেশের মানুষের কাছে আমার অনুরোধ অযোধ্য়ায় আসুন ৷ 22 তারিখে আসবেন না ৷ সাড়ে 500 সাল আমরা অপেক্ষা করেছি ৷ আরও কিছুদিন অপেক্ষা করুন ৷" সেই সঙ্গে, অযোধ্যার মাটি থেকে আরও একবার 'মোদির গ্য়ারান্টি'র কথা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায় ৷ তিনি বলেন, "মোদির গ্যারান্টিতে দেশ বিশ্বাস করে কারণ, যে গ্য়ারান্টি দেয় মোদি তা পালন করতে নিজের জীবন পন করে দেয় ৷"

এদিন অযোধ্য়ায় প্রায় এক হাজার 500 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি ৷ আর সেই মাটি থেকে নরেন্দ্র মোদি বলেন, "অযোধ্য়া বিজ্ঞান, বৈরাগ্য ও বৈভবের ভূমি ৷ আমি ভারতের প্রতিটি কমার পুজারী ৷ অযোধ্য়ায় রামের মন্দির পুরো রাজ্যের বিকাশের গতি দেবে ৷ আজ অযোধ্য়া থেকে দেশের নতুন উড়ান শুরু হল ৷" শুধু তাই নয়, পুরনো স্মৃতি উস্কে দিয়ে এদিন মোদি বলেন, "এক সময় রামলালা অযোধ্য়ায় তাঁবুতে থাকতেন ৷ আজ রামলালার পাশাপাশি দেশের প্রতিটি মানুষ পাকা ঘর পাচ্ছে ৷ গোটা বিশ্ব 22 জানুয়ারি ঐতিহাসিক দিনের অপেক্ষায় আছে ৷"

একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, অযোধ্য়ার পরিকাঠামো আরও উন্নতি করা হচ্ছে ৷ তাঁর দাবি, আজকের ভারত পুরনো এবং নতুন ভারতকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে ৷ মোদির কথায়, "দেশে 315টির বেশি মেডিকেল কলেজ তৈরি হয়েছে ৷ দেশের মানচিত্রে উজ্জ্বল হবে অযোধ্য়া ৷ অযোধ্য়ায় প্রাচীন কুণ্ডগুলিরও পুনরুদ্ধার করা হচ্ছে ৷ সরযূর জল পরিস্কার করা হচ্ছে ৷" পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, 30 ডিসেম্বর দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ৷ কারণ এই দিনই আন্দামানে জাতীয় পতাকা তুলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন নেতাজী সুভাষ বোস ৷

আরও পড়ুন

মোদি জমানার দুই ‘ভারত’ এক্সপ্রেস, ফারাক কোথায় অমৃত ও বন্দের মধ্যে

ফের গর্জে উঠলেন বজরং! এবার অলিম্পিক্স নিয়ে সরব তারকা কুস্তিগীর

অযোধ্যা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন প্রধানমন্ত্রীর, বাংলার জন্য বরাদ্দ একটি

Last Updated : Dec 30, 2023, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.