বার্লিন, 3 মার্চ : জার্মানি সফর শেষ করে মঙ্গলবার দুপুরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi arrives Denmark after concluding his Germany trip) ৷ এদিন কোপেনহেগেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ৷ বর্তমানে তিন দেশীয় ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী ৷ সফরের প্রথম পর্যায়ে সোমবার বার্লিন পৌঁছন প্রধানমন্ত্রী ৷ বৈঠক করেন, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে ৷ জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন নরেন্দ্র মোদি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠকে উঠে আসে বাণিজ্য, সংস্কৃতি-সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার কথা ৷ জার্মান শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের স্থায়ী উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের স্বার্থে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্রে 2030 সালের মধ্যে ভারতে 10.5 বিলিয়ন মার্কিন ডলার জার্মান বিনিয়োগ আসতে পারে ৷
আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে আদতে জয়ী হবে না কোনও পক্ষই, মত মোদির
-
Prime Minister Narendra Modi arrives in Copenhagen, Denmark on the second leg of his visit to three European nations. Danish PM Mette Frederiksen receives him at the airport. pic.twitter.com/2EQM1RBQbm
— ANI (@ANI) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Prime Minister Narendra Modi arrives in Copenhagen, Denmark on the second leg of his visit to three European nations. Danish PM Mette Frederiksen receives him at the airport. pic.twitter.com/2EQM1RBQbm
— ANI (@ANI) May 3, 2022Prime Minister Narendra Modi arrives in Copenhagen, Denmark on the second leg of his visit to three European nations. Danish PM Mette Frederiksen receives him at the airport. pic.twitter.com/2EQM1RBQbm
— ANI (@ANI) May 3, 2022
ডেনমার্ক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন সে দেশের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ৷ অংশ নেবেন দ্বিতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে ৷ এই সম্মেলনে যোগ দেবেন ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়ের প্রধানমন্ত্রীরা ৷