ETV Bharat / bharat

Narendra Modi : 14 অগস্ট পালিত হবে 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস', ঘোষণা মোদির

দেশভাগের সময় যে মানুষগুলি বাস্তুহারা হয়েছে, তাঁদের যন্ত্রণা, বলিদানের কথা ভেবে 14 অগস্ট 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস' হিসাবে পালন করা হবে বলে ঘোষাণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।

Narendra Modi
Narendra Modi
author img

By

Published : Aug 14, 2021, 12:20 PM IST

দিল্লি, 14 অগস্ট : রবিবার দেশ স্বাধীনের 75 বছর । আগামীকাল দেশজুড়ে পালিত হবে 75তম স্বাধীনতা দিবস । তার আগে দেশভাগের যন্ত্রণার কথা প্রকাশ পেল প্রধানমন্ত্রীর টুইটে । দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করার সঙ্গে তিনি আরও একটি বড় ঘোষণা করেন । জানান, 14 অগস্ট 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস' হিসাবে পালন করা হবে ।

আজ সকালে দুটি টুইট করেন মোদি । লেখেন, "দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় । হিংসা ও বিদ্বেষের জন্য আমাদের ভাই ও বোনেদের ঘর ছাড়া হতে হয়েছে । সেইসব মানুষগুলির বলিদানের কথা মাথায় রেখে 14 অগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে ।"

আরও পড়ুন, Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আরও একটি টুইট করে তিনি জানান, এই দিনটি আমাদের সবসময় মনে করাবে সামাজিক বৈষম্যের কথা । একইসঙ্গে দেশের ঐক্য, সংবেদনশীলতা আরও মজবুত হবে ।

দিল্লি, 14 অগস্ট : রবিবার দেশ স্বাধীনের 75 বছর । আগামীকাল দেশজুড়ে পালিত হবে 75তম স্বাধীনতা দিবস । তার আগে দেশভাগের যন্ত্রণার কথা প্রকাশ পেল প্রধানমন্ত্রীর টুইটে । দেশভাগের যন্ত্রণার কথা স্মরণ করার সঙ্গে তিনি আরও একটি বড় ঘোষণা করেন । জানান, 14 অগস্ট 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস' হিসাবে পালন করা হবে ।

আজ সকালে দুটি টুইট করেন মোদি । লেখেন, "দেশভাগের যন্ত্রণা কখনও ভোলার নয় । হিংসা ও বিদ্বেষের জন্য আমাদের ভাই ও বোনেদের ঘর ছাড়া হতে হয়েছে । সেইসব মানুষগুলির বলিদানের কথা মাথায় রেখে 14 অগস্ট দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস পালন করা হবে ।"

আরও পড়ুন, Narendra Modi : ঝুঁকি নিন, বেসরকারি ক্ষেত্র ছাড়া আত্মনির্ভর ভারত তৈরি সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আরও একটি টুইট করে তিনি জানান, এই দিনটি আমাদের সবসময় মনে করাবে সামাজিক বৈষম্যের কথা । একইসঙ্গে দেশের ঐক্য, সংবেদনশীলতা আরও মজবুত হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.