লখনউ, 7 নভেম্বর : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি ৷ ধনতেরাসের দিন টুইটারে মোদি-যোগীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে দীপক শর্মা নামের একটি টুইটার অ্য়াকাউন্ট থেকে ৷ টুইটারে ডায়াল 112 অ্যাকাউন্টে ওই হুমকি বার্তা ট্যাগ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করা হয়েছে ৷ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে লখনউ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্য়ে ৷
ডিসিপি ক্রাইম পিকে তিওয়ারির নেতৃত্বে ইতিমধ্যেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে লখনউ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ তবে দু'দিন পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য কোনও সাফল্য আসেনি ৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি ভেসে আসতেই সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্টের খোঁজে তৎপরতা শুরু হয়ে যায় ৷ তদন্তের স্বার্থে তড়িঘড়ি লখনউ পুলিশ কমিশনারেটের ডিসিপি ক্রাইম পিকে তিওয়ারির হাতে ঘটনার তদন্তভার সঁপে দেওয়া হয় ৷ শীঘ্রই ওই টুইটার অ্যাকাউন্ট ব্য়বহারকারীর পরিচয় খুঁজে বার করার আশ্বাস দেওয়া হলেও আপাতত কোনওরকম সাফল্য অধরা ৷
আরও পড়ুন : সেবাই পরম ধর্ম, সংগঠন বাড়াতে কর্মীদের বার্তা মোদির
ডিসিপি ক্রাইম পিকে তিওয়ারি প্রাথমিকভাবে জানিয়েছেন, ধনতেরাসের দিন দীপক শর্মা নামের একটি টুইটার অ্য়াকাউন্ট থেকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ৷ আপাতদৃষ্টিতে অ্যাকাউন্টটি ফেক মনে করা হলেও ওই হুমকি বার্তায় অশালীন ভাষায় আক্রমণ রয়েছে ৷ তাই ঘটনাটি গুরুত্ব-সহকারে দেখা হচ্ছে ৷