নয়াদিল্লি, 9 মে: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী ৷ 25 বৈশাখে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলা তথা বিশ্ব সাহিত্য, সঙ্গীত, শিক্ষা এবং সংস্কৃতিতে তাঁর অবদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ জানান, নোবেলজয়ীর চিন্তা এবং ভাবধারায় ভারতকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সরকার সদা সচেষ্ট ৷ কবিগুরুর জন্মজয়ন্তীতে টুইটারে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উল্লেখ্য, একদিনের রাজ্য সফরে এসে আজ সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি লেখেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জয়ন্তীতে আমার শ্রদ্ধা জানাই ৷ শিল্পকলা থেকে সঙ্গীত এবং শিক্ষা থেকে সাহিত্য, তিনি বিভিন্ন ক্ষেত্রে নিজের অমোঘ ছাপ রেখে গিয়েছেন ৷ আমরা একটি সমৃদ্ধ, প্রগতিশীল এবং আলোকোজ্জ্বল ভারত গড়ে তোলার তাঁর স্বপ্নপূরণে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি ৷’’
-
On the occasion of his Jayanti, my tributes to Gurudev Tagore. From art to music and from education to literature, he has left an indelible mark across several areas. We reiterate our commitment to fulfilling his vision for a prosperous, progressive and enlightened India.
— Narendra Modi (@narendramodi) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the occasion of his Jayanti, my tributes to Gurudev Tagore. From art to music and from education to literature, he has left an indelible mark across several areas. We reiterate our commitment to fulfilling his vision for a prosperous, progressive and enlightened India.
— Narendra Modi (@narendramodi) May 9, 2023On the occasion of his Jayanti, my tributes to Gurudev Tagore. From art to music and from education to literature, he has left an indelible mark across several areas. We reiterate our commitment to fulfilling his vision for a prosperous, progressive and enlightened India.
— Narendra Modi (@narendramodi) May 9, 2023
তবে, শুধু প্রধানমন্ত্রী নন ৷ এদিন টুইটারে বাংলা ভাষায় কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন অমিত শাহ ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেছেন ৷ তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে ৷ সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মজয়ন্তীতে জানাই শ্রদ্ধাঞ্জলি ৷’’
-
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে।
— Amit Shah (@AmitShah) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি। pic.twitter.com/aCKnRLT8Yc
">বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে।
— Amit Shah (@AmitShah) May 9, 2023
সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি। pic.twitter.com/aCKnRLT8Ycবিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেন। তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে।
— Amit Shah (@AmitShah) May 9, 2023
সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মবার্ষিকীতে জানাই শ্রদ্ধাঞ্জলি। pic.twitter.com/aCKnRLT8Yc
আরও পড়ুন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা...
উল্লেখ্য, আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সকাল 11টার সময় তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান ৷ সেখানে কবির মূর্তিতে মাল্যদান করেন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ এরপর ঠাকুরবাড়ির অন্দরে প্রবেশ করেন ৷ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি নিয়ে তৈরি সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি ৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তীয় একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ ৷ সেখান থেকে আজ রাতেই দিল্লি ফিরে যাবেন ৷
-
I pay my humble tribute to Gurudeb Rabindranath Tagore on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
His great contribution to literature and art has shaped our rich cultural heritage and inspired many across the globe.
May his teachings and philosophy continue to guide us all.
">I pay my humble tribute to Gurudeb Rabindranath Tagore on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2023
His great contribution to literature and art has shaped our rich cultural heritage and inspired many across the globe.
May his teachings and philosophy continue to guide us all.I pay my humble tribute to Gurudeb Rabindranath Tagore on his birth anniversary.
— Mamata Banerjee (@MamataOfficial) May 9, 2023
His great contribution to literature and art has shaped our rich cultural heritage and inspired many across the globe.
May his teachings and philosophy continue to guide us all.
আরও পড়ুন: পঁচিশে বৈশাখে কবিগুরুর পছন্দের রসনা নিয়ে হাজির 'জোড়াসাঁকো', উদ্বোধনে পঞ্চকবির কন্যা
এ দিন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর সম্মানে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে আমার বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করি ৷ সাহিত্য ও শিল্পে তাঁর মহান অবদান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে এবং বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করছে ৷ প্রার্থনা করি তাঁর শিক্ষা এবং দর্শন আমাদের পথপ্রদর্শক হয়ে উঠুক ৷