ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: একই নামের একাধিক প্রার্থী, নাম মাহাত্ম্যে নজর কাড়ছে কর্ণাটকের 20টি কেন্দ্র

10 মে বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ 13 মে ফল প্রকাশ ৷ এই রাজ্যের 20টি বিধানসভা কেন্দ্রে একই নামের একাধিক প্রার্থী রয়েছেন ৷ মূলত ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই একই নামের একাধিক নির্দল প্রার্থী ভোটে লড়ছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 2, 2023, 9:24 PM IST

বেঙ্গালুরু, 2 মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ 10 মে ৷ ত্রিমুখী এই লড়াইয়ে মুখোমুখি ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস ও জেডিএস প্রার্থীরা ৷ 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার এবারের নির্বাচনে 20টি কেন্দ্রে এমন প্রার্থীরা রয়েছেন যাঁদের নাম এক ৷ অর্থাৎ একই নামের বেশ কিছু প্রার্থী এই 20টি কেন্দ্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ৷ তবে এই প্রার্থীদের অধিকাংশই নির্দল ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত কোনও হেভিওয়েট প্রার্থীকে বেগ দিতেই একই নামের বেশকিছু ব্যক্তি নির্দল হিসেবে সেই কেন্দ্রের ভোটে দাঁড়িয়ে পড়েন ৷ অবশ্যই এর পিছনে প্রতিপক্ষ দলের রাজনৈতিক উদ্দেশ্য থাকে ৷ এক্ষেত্রে ভোটাররা যাতে একই নামের প্রার্থীদের মধ্যে বিভ্রান্ত হয়ে ভুল চিহ্নে ভোট দিয়ে দেন, সেই বিষয়টি মাথায় রাখা হয় ৷ এরকমই কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক ৷

হোসকোটে কেন্দ্র: এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 23 জন ৷ এই কেন্দ্র থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের শরথ বাচেগৌড়া ৷ তাঁকে এবারও প্রার্থী করেছে কংগ্রেস ৷ তাঁর নামেই এবার এক নির্দল প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে ৷ এমকি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এমটিবি নাগারাজের সমনামেও রয়েছেন একাধিক নির্দল প্রার্থী ৷

শ্রীনিবাসপুর কেন্দ্র: এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কেআর রমেশ কুমার গতবারও এখান থেকে জিতেছিলেন ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন জেডিএস-এর জিকে ভেঙ্কাটাশিবারেড্ডি ও বিজেপি'র গুঞ্জুর আর শ্রীনিভাস রেড্ডি ৷ এই কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা 9 ৷ এর মধ্যে কংগ্রেস প্রার্থীর মতো একই নামের দুই নির্দল প্রার্থী রয়েছেন ৷ এনআর রমেশ কুমার ও এস রমেশ কুমার ৷ এমনকি জেডিএস-এর জিকে ভেঙ্কাটাশিবারেড্ডির নামেও এক নির্দল প্রার্থী রয়েছেন যাঁর নাম টিএন ভেঙ্কাটাশিবারেড্ডি ৷

ইয়ালাহাঙ্কা কেন্দ্র : এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 20 ৷ বিজেপি প্রার্থী এসআর বিশ্বনাথের মূল প্রতিপক্ষ জেডিএস-এর মুনেগৌড়া এম ৷ বিশ্বনাথের নামে এই কেন্দ্রেও রয়েছেন দুই নির্দল প্রার্থী এসভি বিশ্বনাথ ও বিশ্বনাথ এইচজে ৷ অন্যদিকে, মুনেগৌড়া এম এর সমনামধারীও তিন প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে ৷ তাঁরা হলেন মুনেগৌড়া এন, বিএম মুনেগৌড়া ও মুনেগৈড়া ভি ৷

আরও পড়ুন: মানহানির মামলায় রাহুলের সাজায় স্থগিতাদেশ দিল না গুজরাত হাইকোর্ট, রায় সংরক্ষিত রাখল আদালত

এই একইরকম উদাহরণ এবার রয়েছে দশরাহাল্লি, চিক্কাবল্লপুর, চিন্তামণি,বোম্মানাহাল্লি, হাসান, হোলেনারাশিপুরের মতো কেন্দ্রগুলিতে ৷

বেঙ্গালুরু, 2 মে: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ 10 মে ৷ ত্রিমুখী এই লড়াইয়ে মুখোমুখি ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস ও জেডিএস প্রার্থীরা ৷ 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার এবারের নির্বাচনে 20টি কেন্দ্রে এমন প্রার্থীরা রয়েছেন যাঁদের নাম এক ৷ অর্থাৎ একই নামের বেশ কিছু প্রার্থী এই 20টি কেন্দ্রে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ৷ তবে এই প্রার্থীদের অধিকাংশই নির্দল ৷

রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূলত কোনও হেভিওয়েট প্রার্থীকে বেগ দিতেই একই নামের বেশকিছু ব্যক্তি নির্দল হিসেবে সেই কেন্দ্রের ভোটে দাঁড়িয়ে পড়েন ৷ অবশ্যই এর পিছনে প্রতিপক্ষ দলের রাজনৈতিক উদ্দেশ্য থাকে ৷ এক্ষেত্রে ভোটাররা যাতে একই নামের প্রার্থীদের মধ্যে বিভ্রান্ত হয়ে ভুল চিহ্নে ভোট দিয়ে দেন, সেই বিষয়টি মাথায় রাখা হয় ৷ এরকমই কয়েকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা দেখে নেওয়া যাক ৷

হোসকোটে কেন্দ্র: এই কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 23 জন ৷ এই কেন্দ্র থেকে গতবার নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের শরথ বাচেগৌড়া ৷ তাঁকে এবারও প্রার্থী করেছে কংগ্রেস ৷ তাঁর নামেই এবার এক নির্দল প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে ৷ এমকি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এমটিবি নাগারাজের সমনামেও রয়েছেন একাধিক নির্দল প্রার্থী ৷

শ্রীনিবাসপুর কেন্দ্র: এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কেআর রমেশ কুমার গতবারও এখান থেকে জিতেছিলেন ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন জেডিএস-এর জিকে ভেঙ্কাটাশিবারেড্ডি ও বিজেপি'র গুঞ্জুর আর শ্রীনিভাস রেড্ডি ৷ এই কেন্দ্রের মোট প্রার্থীর সংখ্যা 9 ৷ এর মধ্যে কংগ্রেস প্রার্থীর মতো একই নামের দুই নির্দল প্রার্থী রয়েছেন ৷ এনআর রমেশ কুমার ও এস রমেশ কুমার ৷ এমনকি জেডিএস-এর জিকে ভেঙ্কাটাশিবারেড্ডির নামেও এক নির্দল প্রার্থী রয়েছেন যাঁর নাম টিএন ভেঙ্কাটাশিবারেড্ডি ৷

ইয়ালাহাঙ্কা কেন্দ্র : এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 20 ৷ বিজেপি প্রার্থী এসআর বিশ্বনাথের মূল প্রতিপক্ষ জেডিএস-এর মুনেগৌড়া এম ৷ বিশ্বনাথের নামে এই কেন্দ্রেও রয়েছেন দুই নির্দল প্রার্থী এসভি বিশ্বনাথ ও বিশ্বনাথ এইচজে ৷ অন্যদিকে, মুনেগৌড়া এম এর সমনামধারীও তিন প্রার্থী রয়েছেন এই কেন্দ্রে ৷ তাঁরা হলেন মুনেগৌড়া এন, বিএম মুনেগৌড়া ও মুনেগৈড়া ভি ৷

আরও পড়ুন: মানহানির মামলায় রাহুলের সাজায় স্থগিতাদেশ দিল না গুজরাত হাইকোর্ট, রায় সংরক্ষিত রাখল আদালত

এই একইরকম উদাহরণ এবার রয়েছে দশরাহাল্লি, চিক্কাবল্লপুর, চিন্তামণি,বোম্মানাহাল্লি, হাসান, হোলেনারাশিপুরের মতো কেন্দ্রগুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.