ETV Bharat / bharat

Nalini Sriharan Release: কারা মুক্তি ! ভেলোর জেল থেকে ছাড়া পেলেন নলিনী শ্রীহরণ - নলিনী শ্রীহরণ

তিন দশকেরও বেশি সময় জেলে কাটিয়েছেন রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম দোষী নলিনী শ্রীহরণ ৷ আজ তিনি ও তাঁর স্বামী শ্রীলঙ্কার নাগরিক মুরুগান কারা মুক্ত (assassin of former PM Rajiv Gandhi) ৷ এখন তাঁরা স্বাধীন ৷

Nalini Sriharan
ETV Bharat
author img

By

Published : Nov 12, 2022, 5:50 PM IST

Updated : Nov 12, 2022, 7:26 PM IST

ভেলোর, (তামিলনাড়ু), 12 নভেম্বর: কারাগারের কুঠুরি থেকে বেরিয়ে এলেন নলিনী শ্রীহরণ ৷ রাজীব গান্ধি হত্যাকাণ্ডে 6 জন দোষীর মধ্যে অন্যতম তিনি ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট নলিনী-সহ 6 জন দোষীর মুক্তির রায় ঘোষণা করে ৷ পেরোলে ছিলেন তিনি ৷ মুখে মুক্তির স্বাদ নিয়ে নলিনী কাটপাড়ি থানায় সই করেন ৷ আজ থেকে স্বাধীন 55 বছর বয়সি নলিনী ৷ তবে এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান স্ট্যালিন এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ উলটো দিকে কংগ্রেস এই রায়ের তীব্র সমালোচনা করেছে ৷

21 মে, 1991৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুর ৷ নির্বাচনী প্রচারে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ হঠাৎ বিস্ফোরণ ৷ ছিন্ন ভিন্ন হয়ে যায় ইন্দিরা-পুত্রের দেহ ৷ ফুল দিতে গিয়ে তাঁর খুব কাছে চলে এসেছিলেন এক মহিলা আত্মঘাতী এলটিটিই জঙ্গি ৷ তারপর বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাস ৷

1991 সালে রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অভিযুক্ত নলিনী শ্রীহরণ ধরা পড়েন ৷ তখন তাঁর বয়স মাত্র 24 ৷ তিনিও এই ষড়যন্ত্রকারী দলের একজন সদস্য ছিলেন ৷ সে বছর জুনেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ সিবিআই নলিনী-সহ 41 জনের নামে চার্জশিট জমা দিয়েছিল ৷ 1998 সালে ট্রায়াল কোর্ট তাঁকে এবং আরও 25 জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ৷ 1999 সালে সুপ্রিম কোর্ট 19 জনকে রাজীব গান্ধি হত্যা মামলা থেকে মুক্তি দেয় ৷

তবে সুপ্রিম কোর্ট নলিনী, তাঁর স্বামী এলটিটিই-র সক্রিয় কর্মী ভি শ্রীহরণ ওরফে মুরুগান, সান্থান, পেরারিভালান, রবার্ট পায়াস এবং জয়কুমারের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে ৷

আরও পড়ুন: রাজীব গান্ধি তাঁকে বাধা দিয়েছিলেন, ইটিভিকে বললেন শ্রীপেরামবুদুরের পুলিশ আধিকারিক

নলিনী যখন ধরা পড়েন, তখন তিনি 2 মাসের গর্ভবতী ৷ 1992 সালে জেলেই জন্ম দিয়েছিলেন কন্যা হরিথ্রার (Harithra) ৷ নলিনী ও ভি শ্রীহরণের মেয়ে এখন চিকিৎসক ৷

2000 সালে তামিলনাড়ুর তৎকালীন রাজ্যপাল নলিনীর মৃত্যুদণ্ডাদেশ খারিজ করে দেন ৷ 2014 সুপ্রিম কোর্টও ফাঁসির আদেশ থেকে রেহাই দেয় নলিনী-সহ বাকিদের ৷ কিন্তু যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল ছিল ৷

সম্প্রতি এ বছরের মে মাসে সর্বোচ্চ আদালত অন্যতম দোষী এজি পেরারিভালানকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করে আজীবন কারাবাস থেকে মুক্তি দেয় ৷ তাঁর মুক্তির পরেই নলিনী সংবিধানের 142 ধারা ক্ষমতাবলে মাদ্রাজ হাইকোর্টে মুক্তির আবেদন জানান ৷ মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয়, এই ক্ষমতা তাদের নেই ৷ এরপর নলিনী সুপ্রিম কোর্টে আবেদন জানায় ৷ শুক্রবার বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারত্ন নলিনী-তাঁর স্বামী শ্রীহরণ ওরফে মুরুগান-সহ 6 জনের মুক্তির রায় ঘোষণা করেন ৷ আদালতের পর্যবেক্ষণ, "আপনাদের আর জেলে থাকার কোনও কারণ নেই" ৷

শনিবার বিকেলে ভেলোরের মহিলা সংশোধনাগার থেকে বেরিয়ে আসেন নলিনী শ্রীহরণ ৷ সঙ্গে সঙ্গে তিনি পৌঁছন ভেলোরের সেন্ট্রাল প্রিজনে ৷ সেখানে তাঁর স্বামী রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম আসামি এলটিটিই জঙ্গি ভি শ্রীহরণ ওরফে মুরুগানের সঙ্গে দেখা করেন ৷ মুরুগান ও সান্থান (Santhan) দু'জনেই শ্রীলঙ্কার নাগরিক ৷ তাই তাঁদের পুলিশ ভ্যানে তিরুচিরাপল্লিতে একটি শরণার্থী শিবিরে (special refugee camp in Tiruchirappalli ) নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে আরও দুই শ্রীলঙ্কার নাগরিক রবার্ট পায়াস এবং জয়কুমার ছাড়া পান পুঝাল জেল থেকে ৷ তাঁদেরও ওই শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত তাঁরা সেখানেই থাকবেন ৷

আরও পড়ুন: রাজীব গান্ধি খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 6 আসামিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

ভেলোর, (তামিলনাড়ু), 12 নভেম্বর: কারাগারের কুঠুরি থেকে বেরিয়ে এলেন নলিনী শ্রীহরণ ৷ রাজীব গান্ধি হত্যাকাণ্ডে 6 জন দোষীর মধ্যে অন্যতম তিনি ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট নলিনী-সহ 6 জন দোষীর মুক্তির রায় ঘোষণা করে ৷ পেরোলে ছিলেন তিনি ৷ মুখে মুক্তির স্বাদ নিয়ে নলিনী কাটপাড়ি থানায় সই করেন ৷ আজ থেকে স্বাধীন 55 বছর বয়সি নলিনী ৷ তবে এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে প্রধান স্ট্যালিন এই রায়কে স্বাগত জানিয়েছেন ৷ উলটো দিকে কংগ্রেস এই রায়ের তীব্র সমালোচনা করেছে ৷

21 মে, 1991৷ তামিলনাড়ুর শ্রীপেরামবুদুর ৷ নির্বাচনী প্রচারে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি ৷ হঠাৎ বিস্ফোরণ ৷ ছিন্ন ভিন্ন হয়ে যায় ইন্দিরা-পুত্রের দেহ ৷ ফুল দিতে গিয়ে তাঁর খুব কাছে চলে এসেছিলেন এক মহিলা আত্মঘাতী এলটিটিই জঙ্গি ৷ তারপর বদলে গিয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাস ৷

1991 সালে রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অভিযুক্ত নলিনী শ্রীহরণ ধরা পড়েন ৷ তখন তাঁর বয়স মাত্র 24 ৷ তিনিও এই ষড়যন্ত্রকারী দলের একজন সদস্য ছিলেন ৷ সে বছর জুনেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ সিবিআই নলিনী-সহ 41 জনের নামে চার্জশিট জমা দিয়েছিল ৷ 1998 সালে ট্রায়াল কোর্ট তাঁকে এবং আরও 25 জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় ৷ 1999 সালে সুপ্রিম কোর্ট 19 জনকে রাজীব গান্ধি হত্যা মামলা থেকে মুক্তি দেয় ৷

তবে সুপ্রিম কোর্ট নলিনী, তাঁর স্বামী এলটিটিই-র সক্রিয় কর্মী ভি শ্রীহরণ ওরফে মুরুগান, সান্থান, পেরারিভালান, রবার্ট পায়াস এবং জয়কুমারের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে ৷

আরও পড়ুন: রাজীব গান্ধি তাঁকে বাধা দিয়েছিলেন, ইটিভিকে বললেন শ্রীপেরামবুদুরের পুলিশ আধিকারিক

নলিনী যখন ধরা পড়েন, তখন তিনি 2 মাসের গর্ভবতী ৷ 1992 সালে জেলেই জন্ম দিয়েছিলেন কন্যা হরিথ্রার (Harithra) ৷ নলিনী ও ভি শ্রীহরণের মেয়ে এখন চিকিৎসক ৷

2000 সালে তামিলনাড়ুর তৎকালীন রাজ্যপাল নলিনীর মৃত্যুদণ্ডাদেশ খারিজ করে দেন ৷ 2014 সুপ্রিম কোর্টও ফাঁসির আদেশ থেকে রেহাই দেয় নলিনী-সহ বাকিদের ৷ কিন্তু যাবজ্জীবন কারাবাসের সাজা বহাল ছিল ৷

সম্প্রতি এ বছরের মে মাসে সর্বোচ্চ আদালত অন্যতম দোষী এজি পেরারিভালানকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করে আজীবন কারাবাস থেকে মুক্তি দেয় ৷ তাঁর মুক্তির পরেই নলিনী সংবিধানের 142 ধারা ক্ষমতাবলে মাদ্রাজ হাইকোর্টে মুক্তির আবেদন জানান ৷ মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয়, এই ক্ষমতা তাদের নেই ৷ এরপর নলিনী সুপ্রিম কোর্টে আবেদন জানায় ৷ শুক্রবার বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারত্ন নলিনী-তাঁর স্বামী শ্রীহরণ ওরফে মুরুগান-সহ 6 জনের মুক্তির রায় ঘোষণা করেন ৷ আদালতের পর্যবেক্ষণ, "আপনাদের আর জেলে থাকার কোনও কারণ নেই" ৷

শনিবার বিকেলে ভেলোরের মহিলা সংশোধনাগার থেকে বেরিয়ে আসেন নলিনী শ্রীহরণ ৷ সঙ্গে সঙ্গে তিনি পৌঁছন ভেলোরের সেন্ট্রাল প্রিজনে ৷ সেখানে তাঁর স্বামী রাজীব গান্ধি হত্যাকাণ্ডে অন্যতম আসামি এলটিটিই জঙ্গি ভি শ্রীহরণ ওরফে মুরুগানের সঙ্গে দেখা করেন ৷ মুরুগান ও সান্থান (Santhan) দু'জনেই শ্রীলঙ্কার নাগরিক ৷ তাই তাঁদের পুলিশ ভ্যানে তিরুচিরাপল্লিতে একটি শরণার্থী শিবিরে (special refugee camp in Tiruchirappalli ) নিয়ে যাওয়া হয় ৷ অন্যদিকে আরও দুই শ্রীলঙ্কার নাগরিক রবার্ট পায়াস এবং জয়কুমার ছাড়া পান পুঝাল জেল থেকে ৷ তাঁদেরও ওই শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ৷ আপাতত তাঁরা সেখানেই থাকবেন ৷

আরও পড়ুন: রাজীব গান্ধি খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 6 আসামিকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট

Last Updated : Nov 12, 2022, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.