নৈনিতাল, 16 মার্চ : উত্তরাখণ্ডের রাইওয়ালা থেকে ভোগপুরের মধ্যে গঙ্গায় খননে নিষেধাজ্ঞা জারি করল নৈনিতাল হাইকোর্ট (Nainital High Court Uttarakhand) ৷ সেখানকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জয়কুমার মিশ্র ও বিচারপতি আরসি খুলবের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ একটি জনস্বার্থ মামলা হয়েছিল এই নিয়ে ৷ সেই মামলার শুনানির পর আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয় ৷
এছাড়া এই মামলায় ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (National Mission for Clean Ganga) বা এনএমসিজি (NMCG)-কে পার্টি (পক্ষ) করার নির্দেশ দিয়েছে নৈনিতাল হাইকোর্ট ৷ পাশাপাশি রাজ্য সরকারকে এই নিয়ে উত্তর দিতে বলা হয়েছে আদালতের তরফে ৷ হরিদ্বারের জেলাশাসক আদালতে এই নিয়ে হলফনামা ইতিমধ্যেই জমা দিয়েছেন ৷ সেখানে জানানো হয়েছে যে ওই এলাকায় খননে রাজ্য সরকারের তরফে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি ৷ তাই খনন প্রক্রিয়া চলছে ৷
অন্যদিকে জনস্বার্থ মামলাকারীর তরফে আদালতকে জানানো হয় যে কোনও নিয়ম-নীতির তোয়াক্কা না করে গঙ্গায় খননের কাজ চলছে ৷ এতে গঙ্গারই অস্তিত্ব সংকট হতে পারে ৷ সেই কারণে বিষয়টি হাইকোর্টের নজরে নিয়ে আসা হয়েছে ৷ সবপক্ষের বক্তব্য শোনার পর ওই নিষেধাজ্ঞা জারি করা হয় নৈনিতাল হাইকোর্টের তরফে (Nainital High Court bans quarrying in Ganga river at Haridwar) ৷
আরও পড়ুন : Rahul attacks Facebook : ফেসবুক গণতন্ত্রের জন্য খারাপ, দাবি রাহুল গান্ধির