ETV Bharat / bharat

Jayalalithaa's Brother: আমি জয়ললিতার ভাই ! আজব দাবির পর থালাইভির সম্পত্তির ভাগও চাইলেন বছর 83-এর বৃদ্ধ - আমি জয়ললিতার ভাই

তিনি নাকি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভাই । এমনই দাবি করে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করলেন মাইসোরের বছর 83-এর বৃদ্ধ (Man demands himself as Jayalalithaas brother) ৷

Jayalalithaa
জয়ললিতা
author img

By

Published : Jul 10, 2022, 10:34 PM IST

চেন্নাই, 10 জুলাই: নিজেকে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভাই বলে দাবি করলেন মাইসোরের বাসিন্দা বাসুদেবন । এনিয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদনও করেছেন তিনি ৷ বাসুদেবন বলেন, "জয়ললিতার বাবা আরজয়রাম আমারও বাবা । আমি জয়রামের প্রথম স্ত্রী জয়াম্মার একমাত্র ছেলে এবং আমিই তাঁদের একমাত্র উত্তরাধিকারী । জয়রাম দ্বিতীয়বার বিয়ে করেন বেদাভল্লি ওরফে বেদাম্মার সঙ্গে । জয়কুমার ও জয়ললিতা ছিলেন তাঁদের সন্তান । জয়ললিতা এবং জয়কুমার আমার ভাই-বোন (Man demands himself as Jayalalithaas brother) ।"

তিনি আরও বলেন, "1950 সালে আমার মা জয়াম্মা আদালতে ভরণপোষণের মামলা করেছিলেন । সেই মামলায় আমার বাবার দ্বিতীয় স্ত্রী বেদাভল্লি, জয়কুমার এবং জয়ললিতাকে বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল । পরে মামলার নিষ্পত্তি হয় । জয়ললিতার আগেই মৃত্যু হয় জয়কুমারের । তাই আজ আমি ভাই হিসেবে জয়ললিতার সরাসরি উত্তরসূরি । তাই তাঁর সম্পত্তির 50 শতাংশ আমাকে দেওয়া উচিত ।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন

উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্ট 2020 সালে রায় দেয় জে দীপক এবং জে দীপা জয়ললিতার একমাত্র উত্তরসূরি । এর আগেও কর্নাটকের অমরুতা নিজেকে অভিনেতা শোবনবাবু এবং জয়ললিতার মেয়ে বলে দাবি করে একটি মামলা করেছিলেন, হাইকোর্ট পরে 2018 সালে মামলাটি খারিজ করে দেয় ।

চেন্নাই, 10 জুলাই: নিজেকে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভাই বলে দাবি করলেন মাইসোরের বাসিন্দা বাসুদেবন । এনিয়ে মাদ্রাজ হাইকোর্টে আবেদনও করেছেন তিনি ৷ বাসুদেবন বলেন, "জয়ললিতার বাবা আরজয়রাম আমারও বাবা । আমি জয়রামের প্রথম স্ত্রী জয়াম্মার একমাত্র ছেলে এবং আমিই তাঁদের একমাত্র উত্তরাধিকারী । জয়রাম দ্বিতীয়বার বিয়ে করেন বেদাভল্লি ওরফে বেদাম্মার সঙ্গে । জয়কুমার ও জয়ললিতা ছিলেন তাঁদের সন্তান । জয়ললিতা এবং জয়কুমার আমার ভাই-বোন (Man demands himself as Jayalalithaas brother) ।"

তিনি আরও বলেন, "1950 সালে আমার মা জয়াম্মা আদালতে ভরণপোষণের মামলা করেছিলেন । সেই মামলায় আমার বাবার দ্বিতীয় স্ত্রী বেদাভল্লি, জয়কুমার এবং জয়ললিতাকে বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল । পরে মামলার নিষ্পত্তি হয় । জয়ললিতার আগেই মৃত্যু হয় জয়কুমারের । তাই আজ আমি ভাই হিসেবে জয়ললিতার সরাসরি উত্তরসূরি । তাই তাঁর সম্পত্তির 50 শতাংশ আমাকে দেওয়া উচিত ।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় গণবিক্ষোভে এবার পুড়ল প্রধানমন্ত্রীর বাসভবন

উল্লেখ্য, মাদ্রাজ হাইকোর্ট 2020 সালে রায় দেয় জে দীপক এবং জে দীপা জয়ললিতার একমাত্র উত্তরসূরি । এর আগেও কর্নাটকের অমরুতা নিজেকে অভিনেতা শোবনবাবু এবং জয়ললিতার মেয়ে বলে দাবি করে একটি মামলা করেছিলেন, হাইকোর্ট পরে 2018 সালে মামলাটি খারিজ করে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.