নয়াদিল্লি, 25 মার্চ: ফৌজদারি মানহানি মামলায় সুরাতের আদালতে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয়েছেন, পেয়েছেন 2 বছরের কারাবাসের নির্দেশ ৷ সেই রায়ের জেরে শুক্রবার লোকসভার সদস্যপদ হারিয়েছেন রাহুল গান্ধি ৷ আর শনিবার সেই রাহুলকেই দেখা গেল আরও আগ্রাসী মেজাজে (Rahul Gandhi disqualification) ৷ দিল্লিতে কংগ্রেস দফতরে এদিন সাংবাদিক বৈঠকে যে রাহুল গান্ধি ধরা দিলেন, তাতে দৃশ্যতই স্পষ্ট গত 2 দিনের ঘটনা তাঁকে বিচলিত কম বরং আরও আগ্রাসী করে তুলেছে বিজেপি ও প্রধানন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ৷ এদিন ফের আদানি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি'কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রাহুল (Rahul Gandhi) ৷
তিনি যে তাঁর অবস্থানে অনড় এবং কোনও অবস্থাতেই বিজেপির বিরুদ্ধে লড়াই থেকে তিনি পিছু হঠবেন না তা এদিনের সাংবাদিক বৈঠকের শুরুতেই বুঝিয়ে দেন এই কংগ্রেস নেতা ৷ আদানি-মোদি সম্পর্কের কথা টেনে এদিন আরও একবার প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল ৷ তাঁর মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন কি না, এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে গান্ধি পরিবারের এই সদস্য এদিন টেনে আনেন সাভারকর প্রসঙ্গ, জানান তিনি ক্ষমা চাইবেন না ৷
লন্ডনে তাঁর বক্তৃতায় দেশের অপমান করেছেন রাহুল গান্ধি, তাই তাঁকে সংসদে ক্ষমা চাইতে হবে ৷ এই দাবিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন থেকেই সংসদের অধিবেশনে সরব হয়েছিল শাসক শিবির ৷ রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে নজিরবিহীনভাবে লোকসভার অধিবেশন অচল করে দিয়েছিলেন খোদ বিজেপি সাংসদরাই ৷ শনিবারের সাংবাদিক সম্মেলনেও রাহুলের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি ওঠে ৷ প্রশ্ন করা হয় লন্ডনে তাঁর বক্তৃতা নিয়ে অথবা মোদি পদবি নিয়ে তাঁর মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন কি না ৷ জবাবে সদ্য সাংসদ পদ খোয়ানো রাহুল বলেন,"আমার নাম সাভারকর নয়, আমার নাম গান্ধি ৷ গান্ধি কারও কাছে ক্ষমা চায় না ৷"
-
मेरा नाम सावरकर नहीं है, मेरा नाम गांधी है।
— Congress (@INCIndia) March 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
गांधी किसी ने माफी नहीं मांगते। pic.twitter.com/SGJvRv9q6u
">मेरा नाम सावरकर नहीं है, मेरा नाम गांधी है।
— Congress (@INCIndia) March 25, 2023
गांधी किसी ने माफी नहीं मांगते। pic.twitter.com/SGJvRv9q6uमेरा नाम सावरकर नहीं है, मेरा नाम गांधी है।
— Congress (@INCIndia) March 25, 2023
गांधी किसी ने माफी नहीं मांगते। pic.twitter.com/SGJvRv9q6u
2009 সালে কর্ণাটকের ভোট প্রচারের মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতেই ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি ৷ তবে বিচারাধীন বিষয় বলে এই নিয়ে সেরকম কোনও মন্তব্য এদিন করেননি রাহুল ৷ শুধু জানিয়েছেন, বিজেপি নজর ঘোরানোর চেষ্টা করছে কিন্তু দেশের আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে ৷ তবে লন্ডনের বক্তৃতা প্রসঙ্গে রাহুল জানিয়েছেন, তিনি এই নিয়ে লোকসভায় বলতে চেয়েছিলেন, দু'বার চিঠি পাঠানোর পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ চেয়ে স্পিকারের সঙ্গে দেখাও করেছিলেন ৷ কিন্তু স্পিকার ওম বিড়লা তাঁকে সেই অনুমতি দেননি ৷
আরও পড়ুন: মোদি ভয় পেয়েছেন বলেই সাংসদ পদ খারিজ হয়েছে, অভিযোগ রাহুলের
এরপর রাহুল জানান, তিনি ক্ষমা চাওয়ার মতো কোনও মন্তব্য করেননি ৷ তাঁর পদ চলে গেলেও, মার খেলেও, জেলে থাকতে হলেও তিনি দেশের স্বার্থে বিজেপি বিরোধিতায় অনড় থাকবেন ৷ এরজন্য তাঁর কোনও পদের প্রয়োজন নেই ৷ আদানি-মোদি সম্পর্ক নিয়ে তিনি লোকসভায় যে প্রশ্ন তুলেছিলেন এবং আদানির সংস্থায় 20 হাজার কোটি টাকার যে বিনিয়োগ হয়েছিল সেই টাকা কার, এই নিয়ে তিনি ভবিষ্যতেও প্রশ্ন করে যাবেন বলে জানিয়েছেন রাহুল গান্ধি ৷