নয়া দিল্লি, 12 মার্চ: সতীশ কৌশিকের মৃত্যুর ঘটনায় নয়া মোড় (Satish Kaushik Death Investigation)৷ দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রী দাবি করলেন 15 কোটি টাকার জন্য তাঁর স্বামী সতীশ কৌশিককে খুন করেছেন ৷ আর এই টাকা তিনি দুবাইতে বিনিয়োগের উদ্দেশ্যে অভিনেতার থেকে নিয়েছিলেন ৷ দিল্লি পুলিশ কমিশনারের অফিসে দায়ের করা একটি অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই মহিলা ৷ তিনি এও জানান, সতীশ সেই টাকা ফেরৎ চেয়েছিলেন কিন্তু তাঁর স্বামী তা দিতে চাননি ৷ এই কারণেই সতীশকে কিছু ওষুধ খাইয়ে খুন করা হয়েছে যার পুরোটাই তাঁর স্বামীর মস্তিষ্কপ্রসূত ৷
অভিনেতার মৃত্যুর তদন্তে নেমে শনিবার এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছিলেন যে তাঁরা দিল্লির ফার্মহাউস থেকে কিছু 'ওষুধ' উদ্ধার করেছেন ৷ মৃত্যুর আগে এখানেই 66 বছর বয়সি অভিনেতা সতীশ কৌশিক একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টের ফলেই তাঁর মৃত্যু হয়েছে ৷
তবে মহিলার বক্তব্য এটি একটি পরিকল্পিত খুন ৷ তাঁর দাবি, 13 মার্চ 2019 সালে ওই ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পর অভিনেতার সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ ভারত ও দুবাইয়ে নিয়মিত তাঁদের সঙ্গে দেখা করতে যেতেন সতীশ ৷ 2022-এর 23 অগস্ট দুবাইতে তাঁদের বাড়ি গিয়ে তাঁর স্বামীর কাছে 15 কোটি টাকা দাবি করেন অভিনেতা ৷ তাঁর কথায়, "আমি তখন ড্রয়িং রুমে ছিলাম ৷ আর সেখানেই সতীশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন আমার স্বামী ৷ সতীশ তখন বলেছিলেন, তাঁর টাকার খুব প্রয়োজন ছিল এবং তিনি আমার স্বামীকে বিনিয়োগের উদ্দেশ্যে 15 কোটি টাকা দিয়েছেন 3 বছর হয়ে গিয়েছে ৷ এমনকী সেই টাকা বিনিয়োগ করা তো দূর অস্ত তাঁকে ফেরতও দেওয়া হয়নি ৷ তিনি প্রতারিত হয়েছেন ৷"
আরও পড়ুন : ক্যালেন্ডারের পাতা ফুরোল ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক
তিনি দুবাইয়ে একটি পার্টিতে তোলা ব্যবসায়ী ও সতীশের একটি ছবিও শেয়ার করেন ৷ ওই মহিলা জানান, ওই পার্টিতে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ছেলেও উপস্থিত ছিলেন ৷ তাঁর কথায়, " আমার স্বামী সতীশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শীঘ্রই টাকা শোধ করবেন ৷ আমি যখন এই বিষয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি তখন তিনি বলেছিলেন করোনা মহামারিতে সেই টাকা শেষ হয়ে গিয়েছে ৷ তিনি এও জানিয়েছিলেন সতীশের থেকে মুক্তি পেতে চাইছেন ৷" তাঁর স্বামী নাকি বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করেন ৷
অভিযোগে বলা হয়, এই টাকা নিয়েই 24 অগস্ট 2022-এ অভিনেতার সঙ্গে ব্যবসায়ীর তুমুল ঝগড়া হয় ৷ মহিলার দাবি ব্যবসায়ী সতীশকে বলেছিলেন, যে অগ্রিম টাকা তাঁকে দেওয়া হয়েছিল তার কোনও প্রমাণ নেই ৷ তবে তিনি এটা শোধ করতে চান কিন্তু একটু সময় লাগবে ৷ মহিলার আরও বলেন, "এরপর আমার স্বামীকে সতীশ বলেন যে তিনি তাঁকে একটি প্রতিশ্রুতি নোট দিয়েছিলেন ৷ আর এখন সতীশের মৃত্যুর খবর পড়লাম ৷ এই ঘটনার পরই আমার সন্দেহ যে আমার স্বামীই তাঁর সহযোগীদের সঙ্গে ষড়যন্ত্র করে অভিনেতাকে মাদক দিয়ে খুন করেছে যাতে তাঁকে টাকা ফেরত দিতে না হয় ৷" তবে এই বিষয়ে আরও জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা কোনও মন্তব্য করতে চাননি ৷ জানা গিয়েছে, ফার্ম হাউসের পার্টিতে যোগদানকারী 25 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে ৷
আরও পড়ুন : ফার্মহাউস থেকে ওষুধ উদ্ধার দিল্লি পুলিশের, মৃত্যুর আগে সেখানেই ছিলেন সতীশ !