নয়াদিল্লি, 2 জুন : বিশ্বে করোনা পরিস্থিতিতে জীবনদায়ী ওষুধগুলিকে সহজলভ্য করার ব্যবস্থা করতে হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ৷ আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর শেষদিন ছিল ৷ সেই এক্সিকিউটিভ বোর্ডের 149 তম অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন তিনি ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী আরও জানান, কোনও সংস্থাই করোনার ভ্যাকসিনকে নিজের মস্তিষ্ক প্রসূত সম্পত্তি হিসেবে আটকে রাখা উচিত নয় ৷ বিশেষ করে এই মহামারির সময়ে ৷ তিনি আরও বলেন, এক্ষেত্রে প্রায়ই যৌথ গবেষণার ক্ষেত্রে অসহযোগিতার ইচ্ছার অভাব দেখা যায় ৷ তাঁর মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য ৷ সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রধান চাবি কাঠি হল জীবনদায়ী ওষুধের সহজলভ্যতা ৷ আর এই কঠিন সময়ে জীবনদায়ী ওষুধগুলি সহজলভ্য করতে হু’কে পদক্ষেপ করতে হবে ৷ সেই সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থাকেও এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন হর্ষ বর্ধন ৷
আরও পড়ুন : বিশ্বব্য়াপী স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও বেশি বিনিয়োগের পক্ষে সওয়াল হর্ষ বর্ধনের
সেই সঙ্গে হর্ষ বর্ধন এও জানিয়েছেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই লক্ষ্যে পৌঁছতে সবচেয়ে বড় বাধা হল ভ্যাকসিনের সমান বণ্টন ৷ আর এই কঠিন সময়ে হু’কে সামনে থেকে এগিয়ে এসে কাজ করতে হবে ৷