ETV Bharat / bharat

Asaduddin Owaisi: মুসলমানরা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে, পরিবার পরিকল্পনা নিয়ে ভগবতকে পালটা ওয়েইসির

মুসলমানরা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে (Muslims Use Condoms Most) ৷ জন্ম নিয়ন্ত্রণ নিয়ে এমনই দাবি করলেন আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi on Population) ৷ মোহম ভগবতের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে করা মন্তব্যের (Mohan Bhagwat Population Remarks) জবাবে, এ কথা বলেন ওয়েইসি ৷

muslims-use-condoms-most-asaduddin-owaisi-on-mohan-bhagwat-population-remarks
muslims-use-condoms-most-asaduddin-owaisi-on-mohan-bhagwat-population-remarks
author img

By

Published : Oct 9, 2022, 7:54 PM IST

হায়দরাবাদ, 9 অক্টোবর: 2 সন্তানের জন্মের মধ্যে সময়ের পার্থক্য রাখতে মুসলমানরা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে থাকে (Muslims Use Condoms Most) ৷ পরিবার পরিকল্পনা নিয়ে এমনটাই দাবি করলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi on Population) ৷ সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে করা মন্তব্যের (Mohan Bhagwat Population Remarks) প্রেক্ষিতে এ কথা বলেন মিম প্রধান ৷ এ ব্যাপারে বলতে গিয়ে আসাউদ্দিন ওয়েইসি দাবি করেছেন, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি সচেতন ৷

এ দিন ওয়েইসি বলেন, ‘‘মুসলমানদের মধ্যে জনসংখ্যা বাড়ছে না ৷ এ ব্যাপারে চিন্তার কোনও কারণ নেই ৷ আমাদের জনসংখ্যা কমছে ৷ মুসলমান বাচ্চাদের মধ্যে বৃদ্ধির হার কমছে ৷ আপনি জানেন, কারা সবচেয়ে বেশি দু’জন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য বজায় রাখে? মুসলমানরা সবচেয়ে বেশি এটা মেনে চলে ৷ কারা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে জানেন ? এটা আপনাকে জানাতে চাই যে, আমাদের মধ্যে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার হয় ৷ মোহন ভগবত এই বিষয়টি উল্লেখ করেননি ৷’’

আরও পড়ুন: দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

প্রসঙ্গত, মোহন ভগবত গত 5 অক্টোবর নাগপুরে দশেরার একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘‘ভারতে জনসংখ্যা সংক্রান্ত একটা নীতি তৈরি করতে হবে ৷ এ নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷ আর সব সম্প্রদায়ের মধ্যে এটিকে সমানভাবে লাগু করতে হবে ৷ সম্প্রদায়-ভিত্তিক জনসংখ্যার ভারসাম্যহীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একে উপেক্ষা করা উচিত নয় ৷ ভারসাম্যহীন জনসংখ্যা বৃদ্ধি ভৌগলিক সীমানা পরিবর্তন করতে পারে ৷ আমি সত্যিটা তুলে ধরলাম মাত্র ৷ জনসংখ্যা অত্যধিক হারে বাড়ছে ৷’’ প্রসঙ্গত, মোহন ভগবত কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উল্লেখ করে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে বলেননি ৷

হায়দরাবাদ, 9 অক্টোবর: 2 সন্তানের জন্মের মধ্যে সময়ের পার্থক্য রাখতে মুসলমানরা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে থাকে (Muslims Use Condoms Most) ৷ পরিবার পরিকল্পনা নিয়ে এমনটাই দাবি করলেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi on Population) ৷ সম্প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে করা মন্তব্যের (Mohan Bhagwat Population Remarks) প্রেক্ষিতে এ কথা বলেন মিম প্রধান ৷ এ ব্যাপারে বলতে গিয়ে আসাউদ্দিন ওয়েইসি দাবি করেছেন, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায় সবচেয়ে বেশি সচেতন ৷

এ দিন ওয়েইসি বলেন, ‘‘মুসলমানদের মধ্যে জনসংখ্যা বাড়ছে না ৷ এ ব্যাপারে চিন্তার কোনও কারণ নেই ৷ আমাদের জনসংখ্যা কমছে ৷ মুসলমান বাচ্চাদের মধ্যে বৃদ্ধির হার কমছে ৷ আপনি জানেন, কারা সবচেয়ে বেশি দু’জন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য বজায় রাখে? মুসলমানরা সবচেয়ে বেশি এটা মেনে চলে ৷ কারা সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে জানেন ? এটা আপনাকে জানাতে চাই যে, আমাদের মধ্যে সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার হয় ৷ মোহন ভগবত এই বিষয়টি উল্লেখ করেননি ৷’’

আরও পড়ুন: দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের

প্রসঙ্গত, মোহন ভগবত গত 5 অক্টোবর নাগপুরে দশেরার একটি অনুষ্ঠানে গিয়ে বলেন, ‘‘ভারতে জনসংখ্যা সংক্রান্ত একটা নীতি তৈরি করতে হবে ৷ এ নিয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷ আর সব সম্প্রদায়ের মধ্যে এটিকে সমানভাবে লাগু করতে হবে ৷ সম্প্রদায়-ভিত্তিক জনসংখ্যার ভারসাম্যহীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একে উপেক্ষা করা উচিত নয় ৷ ভারসাম্যহীন জনসংখ্যা বৃদ্ধি ভৌগলিক সীমানা পরিবর্তন করতে পারে ৷ আমি সত্যিটা তুলে ধরলাম মাত্র ৷ জনসংখ্যা অত্যধিক হারে বাড়ছে ৷’’ প্রসঙ্গত, মোহন ভগবত কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে উল্লেখ করে জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে বলেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.