ETV Bharat / bharat

Mohan Bhagwat: 'নিজেদের বড় ভাবা বন্ধ করুন' মুসলমান সম্প্রদায় সম্পর্কে মন্তব্য মোহন ভাগবতের - What is Hindutva

আরএসএসের মুখপত্র অর্গানাইজার এবং পাঞ্চজন্যতে সাক্ষাৎকারে আশ্বাস দিলেন, ভারতে মুসলিমরা নিরাপদেই থাকবে ৷ এমনকী হিন্দু সংগঠন এখন এলজিবিটি গোষ্ঠীর মানুষদের নিয়েও ভাবতে শুরু করেছে (Mohan Bhagwat over LGBTQ Community) ৷

Mohan Bhagwat
মোহন ভাগবত
author img

By

Published : Jan 11, 2023, 10:30 AM IST

Updated : Jan 11, 2023, 11:20 AM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: মুসলিমদের ভারতে ভয় পাওয়ার কিছু নেই ৷ তবে তারা বড় বড় কথা বলা ছাড়ুক, জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মুখপত্র 'অর্গানাইজার' এবং 'পাঞ্চজন্য'-য় একটি সাক্ষাৎকারে এ কথা বলেন প্রবীণ আরএসএস নেতা ৷ এলজিবিটিকিউ+ গোষ্ঠীর মানুষদের প্রতিও সমর্থন আছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের, জানিয়েছেন তিনি ৷ তাদের একটা নিজস্ব ব্যক্তিগত পরিসর থাকা দরকার এবং সংঘ এই বিষয়টি নিয়ে প্রচারে নামবে বলে দাবি করেছেন মোহন ভাগবত (Rashtriya Swayamsevak Sangh Chief Mohan Mohan Bhagwat) ৷

তিনি বলেন, "এরকম মানুষ আগেও ছিল, যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে... এটা একটা যৈবিক বিষয় । জীবনের একটা বিশেষ দিক৷ আমরা তাদের একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা দিতে চাই ৷ তারাও সমাজের একটা অংশ ৷ এটা একটা সাধারণ ব্যাপার ৷ আমাদের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রচার করতে হবে কারণ, অন্য সব দিক দিয়ে এটা সমাধানের চেষ্টা বৃথা হবে ৷"

  • Bhagwat :

    “ Hindusthan should should remain Hindusthan “

    Agree

    But:

    Insaan should remain Insaan

    — Kapil Sibal (@KapilSibal) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিস্ফোরক টুইট শুভেন্দুর! আলিপুরদুয়ারে শাসক-সভায় 'হাজির' মাদারিহাটের ওসি

এই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, "হিন্দুস্থান যেন হিন্দুস্থানই থাকে" ৷ তিনি মুসলিমদের কীরকম আচারআচরণ করা উচিত, তা নিয়েও পরামর্শ দিয়েছেন ৷ তাঁর এই উক্তিতে আক্রমণ করে পালটা টুইট করেছেন কপিল সিবাল ,"ভাগবত বলেছেন, হিন্দুস্থান হিন্দুস্থানই থাকবে ৷ এতে রাজি ৷ কিন্তু মানুষকেও মানুষ থাকতে হবে (Insaan should remain Insaan)" ৷

অন্য একটি প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, "বিগত 1000 বছর ধরে হিন্দু সমাজ বিদেশি আগ্রাসন এবং তার প্রভাব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ৷ এই কারণে সংঘ তার সমর্থন জানিয়েছে এবং অন্যরাও ৷ অনেকেই এ বিষয়ে কথাও বলেছেন ৷ এই সব কারণে হিন্দু সমাজ জেগে উঠেছে ৷ তাই যাঁরা যুদ্ধ করে যাচ্ছে দিনের পর দিন ধরে, তাঁরা আগ্রাসী মনোভাবের হবে, এটা স্বাভাবিক ৷"

হিন্দুত্ব (What is Hindutva ?) প্রসঙ্গে তিনি আরও বলেন, "হিন্দু আমাদের পরিচয়, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সভ্যতার বৈশিষ্ট্য৷ এই বৈশিষ্ট্যের জন্য আমরা প্রত্যেককে আপন করে থাকি ৷ আমরা কখনও বলি না, আমাদের সবকিছু একমাত্র সত্যি এবং অন্যদের সব মিথ্যে ৷ আপনারা আপনাদের জায়গায় সত্য, আমি আমার জায়গায় ৷ যুদ্ধ কেন করব ? আমরা একসঙ্গে এগিয়ে যাই, এটাই হিন্দুত্ব ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে নির্বাচনী অংক মেনেই কি শহিদ মিনারে মোহন ভাগবতের নেতাজি-স্মরণের পরিকল্পনা !

নয়াদিল্লি, 11 জানুয়ারি: মুসলিমদের ভারতে ভয় পাওয়ার কিছু নেই ৷ তবে তারা বড় বড় কথা বলা ছাড়ুক, জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মুখপত্র 'অর্গানাইজার' এবং 'পাঞ্চজন্য'-য় একটি সাক্ষাৎকারে এ কথা বলেন প্রবীণ আরএসএস নেতা ৷ এলজিবিটিকিউ+ গোষ্ঠীর মানুষদের প্রতিও সমর্থন আছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের, জানিয়েছেন তিনি ৷ তাদের একটা নিজস্ব ব্যক্তিগত পরিসর থাকা দরকার এবং সংঘ এই বিষয়টি নিয়ে প্রচারে নামবে বলে দাবি করেছেন মোহন ভাগবত (Rashtriya Swayamsevak Sangh Chief Mohan Mohan Bhagwat) ৷

তিনি বলেন, "এরকম মানুষ আগেও ছিল, যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে... এটা একটা যৈবিক বিষয় । জীবনের একটা বিশেষ দিক৷ আমরা তাদের একটা নিজস্ব ব্যক্তিগত জায়গা দিতে চাই ৷ তারাও সমাজের একটা অংশ ৷ এটা একটা সাধারণ ব্যাপার ৷ আমাদের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রচার করতে হবে কারণ, অন্য সব দিক দিয়ে এটা সমাধানের চেষ্টা বৃথা হবে ৷"

  • Bhagwat :

    “ Hindusthan should should remain Hindusthan “

    Agree

    But:

    Insaan should remain Insaan

    — Kapil Sibal (@KapilSibal) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিস্ফোরক টুইট শুভেন্দুর! আলিপুরদুয়ারে শাসক-সভায় 'হাজির' মাদারিহাটের ওসি

এই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, "হিন্দুস্থান যেন হিন্দুস্থানই থাকে" ৷ তিনি মুসলিমদের কীরকম আচারআচরণ করা উচিত, তা নিয়েও পরামর্শ দিয়েছেন ৷ তাঁর এই উক্তিতে আক্রমণ করে পালটা টুইট করেছেন কপিল সিবাল ,"ভাগবত বলেছেন, হিন্দুস্থান হিন্দুস্থানই থাকবে ৷ এতে রাজি ৷ কিন্তু মানুষকেও মানুষ থাকতে হবে (Insaan should remain Insaan)" ৷

অন্য একটি প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, "বিগত 1000 বছর ধরে হিন্দু সমাজ বিদেশি আগ্রাসন এবং তার প্রভাব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ৷ এই কারণে সংঘ তার সমর্থন জানিয়েছে এবং অন্যরাও ৷ অনেকেই এ বিষয়ে কথাও বলেছেন ৷ এই সব কারণে হিন্দু সমাজ জেগে উঠেছে ৷ তাই যাঁরা যুদ্ধ করে যাচ্ছে দিনের পর দিন ধরে, তাঁরা আগ্রাসী মনোভাবের হবে, এটা স্বাভাবিক ৷"

হিন্দুত্ব (What is Hindutva ?) প্রসঙ্গে তিনি আরও বলেন, "হিন্দু আমাদের পরিচয়, আমাদের জাতীয়তাবাদ, আমাদের সভ্যতার বৈশিষ্ট্য৷ এই বৈশিষ্ট্যের জন্য আমরা প্রত্যেককে আপন করে থাকি ৷ আমরা কখনও বলি না, আমাদের সবকিছু একমাত্র সত্যি এবং অন্যদের সব মিথ্যে ৷ আপনারা আপনাদের জায়গায় সত্য, আমি আমার জায়গায় ৷ যুদ্ধ কেন করব ? আমরা একসঙ্গে এগিয়ে যাই, এটাই হিন্দুত্ব ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতের আগে নির্বাচনী অংক মেনেই কি শহিদ মিনারে মোহন ভাগবতের নেতাজি-স্মরণের পরিকল্পনা !

Last Updated : Jan 11, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.