ETV Bharat / bharat

MCD Election Counting: দিল্লিতে মোদি বনাম কেজরিওয়াল, কুয়াশাঘেরা রাজধানীতে চলছে ভোট গণনা - দিল্লি পৌরনিগম

দিল্লি পৌরনিগমের নির্বাচন হয়েছে 4 ডিসেম্বর ৷ আজ গণনা (Municipal Corporation of Delhi Vote Counting) ৷ 2007 সাল থেকে এই পৌরনিগম বিজেপির ৷ আজ কার ?

Municipal Corporation of Delhi
ETV Bharat
author img

By

Published : Dec 7, 2022, 8:13 AM IST

Updated : Dec 7, 2022, 10:01 AM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আজ দিল্লির দিকে তাকিয়ে গোটা দেশ ৷ আগামিকাল হিমাচল প্রদেশ ও গুজরাত নির্বাচনের ভোটগণনা ৷ তার আগে আজ, বুধবার দিল্লি পৌরনিগমের ভাগ্যগণনা ৷ 250টি ওয়ার্ডে গণনা শুরু হল সকাল 8টায় (Municipal Corporation of Delhi (MCD) election Counting) ৷ গত দেড় দশক ধরে এই পৌরনিগমে জিতে আসছে বিজেপি । সেই গড় অটুট থাকার ইঙ্গিত মিলছে প্রথম থেকেই ।

2007 সাল থেকে পৌরনিগমের দখল ধরে রেখেছিল বিজেপি । এবার কে ? তা জানা যাবে কয়েক ঘণ্টার মধ্য়েই । নয়াদিল্লি পুনর্বিন্যাসের (Delimitation Process) পর এটাই প্রথম পৌর নির্বাচন ৷ এর আগে 2012-22 পর্যন্ত দিল্লিতে 272 টি ওয়ার্ড এবং তিনটি পৌরনিগম- এনডিএমসি, এসডিএমসি, ইডিএমসি ছিল ৷ পরে এই সবক'টিকে একসঙ্গে করে দিল্লি পৌরনিগম গঠন করে এ বছরের 22 মে থেকে তা কার্যকর হয়েছে ৷

4 ডিসেম্বর দিল্লি পৌরনিগমের 250টি ওয়ার্ডের নির্বাচনে 50 শতাংশ ভোট পড়েছে ৷ প্রার্থীর সংখ্যা 1 হাজার 349 ৷ লড়াইয়ে তিন দল- আপ, কংগ্রেস আর বিজেপি ৷ তাই এই পৌরনিগম নির্বাচন দেশের অন্য পৌর ভোটের তুলনায় অনেকটাই তাৎপর্যপূর্ণ ৷ বুথফেরত সমীক্ষা (Exit Poll) বলছে, পৌরভোটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ দখল নেবে ৷ আর বেশ খানিকটা দূরত্বে থেকেও দ্বিতীয় স্থানে বিজেপির সম্ভাবনা ৷ আর কংগ্রেস হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে ৷ আপ জয়ী হলে কেজরিওয়াল এই প্রথম পৌরনিগমের দখল নেবেন ৷ তিন-তিন বার পৌরভোটে জেতা বিজেপিকে হঠিয়ে রাজধানীর পৌরনিগম ছিনিয়ে নেবে আপ ৷ তবে কংগ্রেস দিল্লিতে নিজেদের চাঙ্গা করতে পারেনি ৷

আরও পড়ুন: 'কেজরিকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি', তদন্তের দাবি সিসোদিয়ার

দিল্লি রাজ্য নির্বাচন কমিশন (Delhi State Election Commission) রাজ্যজুড়ে 42টি ভোগগণনা কেন্দ্র গঠন করেছে ৷ প্রার্থী অথবা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা করবেন রিটার্নিং অফিসাররা ৷ আর পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন নির্বাচন কমিশনের 68 জন পর্যবেক্ষক ৷ ইভিএম সংক্রান্ত কোনও রকম গোলোযোগ সামলাতে নির্বাচন কমিশন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited, ECIL) থেকে 136 জন ইঞ্জিনিয়ারকে মোতায়েন করেছে গণনাকেন্দ্রগুলিতে ৷ 42টি গণনা কেন্দ্রে কমিশনের ওয়েব পোর্টাল থেকে সরাসরি আপডেট সম্প্রচারিত হবে ৷ তা দেখতে থাকছে বিশেষ মিডিয়া রুম ৷

স্বাভাবিক ভাবে এই কেন্দ্রগুলিকে বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ তবে কেন্দ্রগুলির ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা গেলেও তা রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষ ৷ রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতর নিগম ভবনে একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ কাশ্মীরি গেটে এই কেন্দ্র থেকে বিভিন্ন সংবাদমাধ্যম দিল্লি পৌরনিগম নির্বাচনের ভোটগণনার আপডেট দেখতে পাবেন ৷

প্রাক-পৌরভোট পর্বে আপ ও বিজেপির মধ্যে প্রচার নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয়েছে ৷ এমনকী মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী, বিধায়করাও ৷ 2007 সাল থেকে দিল্লি পৌরনিগম গেরুয়া শিবিরের শাসনাধীন ৷ দিল্লিবাসীর দরজায় দরজায় প্রচারে মনে হয়েছে যেন ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে ৷ হাতে আর কয়েক ঘণ্টা !

আরও পড়ুন: গুজরাত-হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

নয়াদিল্লি, 7 ডিসেম্বর: আজ দিল্লির দিকে তাকিয়ে গোটা দেশ ৷ আগামিকাল হিমাচল প্রদেশ ও গুজরাত নির্বাচনের ভোটগণনা ৷ তার আগে আজ, বুধবার দিল্লি পৌরনিগমের ভাগ্যগণনা ৷ 250টি ওয়ার্ডে গণনা শুরু হল সকাল 8টায় (Municipal Corporation of Delhi (MCD) election Counting) ৷ গত দেড় দশক ধরে এই পৌরনিগমে জিতে আসছে বিজেপি । সেই গড় অটুট থাকার ইঙ্গিত মিলছে প্রথম থেকেই ।

2007 সাল থেকে পৌরনিগমের দখল ধরে রেখেছিল বিজেপি । এবার কে ? তা জানা যাবে কয়েক ঘণ্টার মধ্য়েই । নয়াদিল্লি পুনর্বিন্যাসের (Delimitation Process) পর এটাই প্রথম পৌর নির্বাচন ৷ এর আগে 2012-22 পর্যন্ত দিল্লিতে 272 টি ওয়ার্ড এবং তিনটি পৌরনিগম- এনডিএমসি, এসডিএমসি, ইডিএমসি ছিল ৷ পরে এই সবক'টিকে একসঙ্গে করে দিল্লি পৌরনিগম গঠন করে এ বছরের 22 মে থেকে তা কার্যকর হয়েছে ৷

4 ডিসেম্বর দিল্লি পৌরনিগমের 250টি ওয়ার্ডের নির্বাচনে 50 শতাংশ ভোট পড়েছে ৷ প্রার্থীর সংখ্যা 1 হাজার 349 ৷ লড়াইয়ে তিন দল- আপ, কংগ্রেস আর বিজেপি ৷ তাই এই পৌরনিগম নির্বাচন দেশের অন্য পৌর ভোটের তুলনায় অনেকটাই তাৎপর্যপূর্ণ ৷ বুথফেরত সমীক্ষা (Exit Poll) বলছে, পৌরভোটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা আপ দখল নেবে ৷ আর বেশ খানিকটা দূরত্বে থেকেও দ্বিতীয় স্থানে বিজেপির সম্ভাবনা ৷ আর কংগ্রেস হাতে গোনা কয়েকটি আসন পেতে পারে ৷ আপ জয়ী হলে কেজরিওয়াল এই প্রথম পৌরনিগমের দখল নেবেন ৷ তিন-তিন বার পৌরভোটে জেতা বিজেপিকে হঠিয়ে রাজধানীর পৌরনিগম ছিনিয়ে নেবে আপ ৷ তবে কংগ্রেস দিল্লিতে নিজেদের চাঙ্গা করতে পারেনি ৷

আরও পড়ুন: 'কেজরিকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি', তদন্তের দাবি সিসোদিয়ার

দিল্লি রাজ্য নির্বাচন কমিশন (Delhi State Election Commission) রাজ্যজুড়ে 42টি ভোগগণনা কেন্দ্র গঠন করেছে ৷ প্রার্থী অথবা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে গণনা করবেন রিটার্নিং অফিসাররা ৷ আর পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন নির্বাচন কমিশনের 68 জন পর্যবেক্ষক ৷ ইভিএম সংক্রান্ত কোনও রকম গোলোযোগ সামলাতে নির্বাচন কমিশন ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (Electronics Corporation of India Limited, ECIL) থেকে 136 জন ইঞ্জিনিয়ারকে মোতায়েন করেছে গণনাকেন্দ্রগুলিতে ৷ 42টি গণনা কেন্দ্রে কমিশনের ওয়েব পোর্টাল থেকে সরাসরি আপডেট সম্প্রচারিত হবে ৷ তা দেখতে থাকছে বিশেষ মিডিয়া রুম ৷

স্বাভাবিক ভাবে এই কেন্দ্রগুলিকে বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ তবে কেন্দ্রগুলির ভিতরে মোবাইল ফোন ব্যবহার করা গেলেও তা রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষ ৷ রাজ্য নির্বাচন কমিশনের সদর দফতর নিগম ভবনে একটি মিডিয়া কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ কাশ্মীরি গেটে এই কেন্দ্র থেকে বিভিন্ন সংবাদমাধ্যম দিল্লি পৌরনিগম নির্বাচনের ভোটগণনার আপডেট দেখতে পাবেন ৷

প্রাক-পৌরভোট পর্বে আপ ও বিজেপির মধ্যে প্রচার নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হয়েছে ৷ এমনকী মাঠে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী, বিধায়করাও ৷ 2007 সাল থেকে দিল্লি পৌরনিগম গেরুয়া শিবিরের শাসনাধীন ৷ দিল্লিবাসীর দরজায় দরজায় প্রচারে মনে হয়েছে যেন ফের বিজেপিই ক্ষমতায় ফিরবে ৷ হাতে আর কয়েক ঘণ্টা !

আরও পড়ুন: গুজরাত-হিমাচলে মোদি ম্যাজিকেই ভরসা জনতার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

Last Updated : Dec 7, 2022, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.