ETV Bharat / bharat

জেল থেকে সাক্ষীকে হুমকি ! কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগীর বিরুদ্ধে এফআইআর মুম্বই পুলিশের - তোলাবাজির মামলা

Witness Threaten from Jail: জেল থেকে সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগে কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগীর বিরুদ্ধে এফআইআর দায়ের মুম্বই পুলিশের ৷

Witness Threaten from Jail
জেল থেকে সাক্ষীকে হুমকি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 6:32 PM IST

মুম্বই, 20 নভেম্বর: তোলাবাজির মামলায় জেলে বসে সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ পলাতক গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগী রিয়াজ ভাটির বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ ৷ সোমবার একজন পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন । রিয়াজ ভাটি তোলাবাজির মামলায় বর্তমানে মুম্বইয়ের একটি psns বন্দি ৷ এই ঘটনায় ছোটা শাকিলের শ্যালক সেলিম ফ্রুট এবং আরও পাঁচজন অভিযুক্তের নাম জড়িয়েছে । মুম্বই পুলিশ এই মামলায় কঠোরভাবে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) এর বিধানগুলি মেনে চলেছে এবং তাদের গ্রেফতার করেছে ৷ বর্তমানে সমস্ত অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে ।

এই হুমকির অভিযোগের মামলাটি গত সপ্তাহে খার পুলিশ স্টেশনে রিয়াজ ভাটির বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে ৷ এফআইআর অনুযায়ী, একজন 43 বছর বয়সি ব্যবসায়ী অভিযোগ করেছেন যে রাজেশ বাজাজ নামে এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন ৷ তাঁকে তিনি গত 10 বছর ধরে চেনেন ৷ সেই ব্যক্তি তাঁকে আদালতে রিয়াজের পক্ষে সাক্ষী দিতে বলেছে । রিয়াজ ভাটির বিরুদ্ধে ভারসোভা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল । ওই মামলায় সাক্ষী হিসাবে রিয়াজের পক্ষ নিতে বলা হয়েছে ৷ রাজেশ বাজাজ ব্যবসায়ীকে ভারসোভা থানার কাছে নিয়ে গিয়েছিল ৷ যেখানে রিয়াজ ভাটি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাঁকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ।

2021 সালে ওই ব্যবসায়ীরই এক বন্ধু রিয়াজ ভাটির বিরুদ্ধে ভারসোভা থানায় একটি মামলা করেছিলেন । অভিযোগ অনুযায়ী, রিয়াজ ভাটি নিজের স্ত্রীকে বন্ধুর পরিচয় দিয়ে ব্যবসায়ীর সহযোগীর সঙ্গে আলাপ করিয়ে দেন । এফআইআরে উল্লেখ করা হয়েছে, রিয়াজ ভাটি স্ত্রীকে হুমকি দিয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ও তার বন্ধুর সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করে ৷ পরে রিয়াজ ভাটি নিজের স্ত্রীর সঙ্গে তাদের যৌন সম্পর্ক করার জন্য ওই ব্যবসায়ী এবং তার বন্ধুর কাছ থেকে টাকা দাবি করে ৷ এমনটাই অভিযোগে বলা হয়েছে । এই বছরের অগস্টে রাজেশ বাজাজ ব্যবসায়ীকে হুমকি দেয় ছোটা শাকিল গ্যাংয়ের সঙ্গে ঝামেলা না করার জন্য ।

আরও পড়ুন:

  1. যোগীরাজ্যে কোর্টের ভিতরেই চলল গুলি, নিহত আনসারি-ঘনিষ্ঠ গ্যাংস্টার
  2. গ্যাংস্টার মুখতার ও ছেলে আব্বাসের লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

মুম্বই, 20 নভেম্বর: তোলাবাজির মামলায় জেলে বসে সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ পলাতক গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগী রিয়াজ ভাটির বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ ৷ সোমবার একজন পুলিশ আধিকারিক এমনটাই জানিয়েছেন । রিয়াজ ভাটি তোলাবাজির মামলায় বর্তমানে মুম্বইয়ের একটি psns বন্দি ৷ এই ঘটনায় ছোটা শাকিলের শ্যালক সেলিম ফ্রুট এবং আরও পাঁচজন অভিযুক্তের নাম জড়িয়েছে । মুম্বই পুলিশ এই মামলায় কঠোরভাবে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট (MCOCA) এর বিধানগুলি মেনে চলেছে এবং তাদের গ্রেফতার করেছে ৷ বর্তমানে সমস্ত অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে ।

এই হুমকির অভিযোগের মামলাটি গত সপ্তাহে খার পুলিশ স্টেশনে রিয়াজ ভাটির বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে ৷ এফআইআর অনুযায়ী, একজন 43 বছর বয়সি ব্যবসায়ী অভিযোগ করেছেন যে রাজেশ বাজাজ নামে এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়েছেন ৷ তাঁকে তিনি গত 10 বছর ধরে চেনেন ৷ সেই ব্যক্তি তাঁকে আদালতে রিয়াজের পক্ষে সাক্ষী দিতে বলেছে । রিয়াজ ভাটির বিরুদ্ধে ভারসোভা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল । ওই মামলায় সাক্ষী হিসাবে রিয়াজের পক্ষ নিতে বলা হয়েছে ৷ রাজেশ বাজাজ ব্যবসায়ীকে ভারসোভা থানার কাছে নিয়ে গিয়েছিল ৷ যেখানে রিয়াজ ভাটি তার সঙ্গে দেখা করেছিলেন এবং তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাঁকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ।

2021 সালে ওই ব্যবসায়ীরই এক বন্ধু রিয়াজ ভাটির বিরুদ্ধে ভারসোভা থানায় একটি মামলা করেছিলেন । অভিযোগ অনুযায়ী, রিয়াজ ভাটি নিজের স্ত্রীকে বন্ধুর পরিচয় দিয়ে ব্যবসায়ীর সহযোগীর সঙ্গে আলাপ করিয়ে দেন । এফআইআরে উল্লেখ করা হয়েছে, রিয়াজ ভাটি স্ত্রীকে হুমকি দিয়ে এবং অর্থের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ও তার বন্ধুর সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য করে ৷ পরে রিয়াজ ভাটি নিজের স্ত্রীর সঙ্গে তাদের যৌন সম্পর্ক করার জন্য ওই ব্যবসায়ী এবং তার বন্ধুর কাছ থেকে টাকা দাবি করে ৷ এমনটাই অভিযোগে বলা হয়েছে । এই বছরের অগস্টে রাজেশ বাজাজ ব্যবসায়ীকে হুমকি দেয় ছোটা শাকিল গ্যাংয়ের সঙ্গে ঝামেলা না করার জন্য ।

আরও পড়ুন:

  1. যোগীরাজ্যে কোর্টের ভিতরেই চলল গুলি, নিহত আনসারি-ঘনিষ্ঠ গ্যাংস্টার
  2. গ্যাংস্টার মুখতার ও ছেলে আব্বাসের লক্ষাধিক টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.