ETV Bharat / bharat

Police Complaint against Mamata Banerjee : চেয়ারে বসে জাতীয় সঙ্গীত ! মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার - Mumbai BJP leader filed police complaint against Mamata

মুম্বইয়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চেয়ারে বসে বসে জাতীয় সঙ্গীত গেয়েছেন, এতে দেশের জাতীয় সঙ্গীতের প্রতি চরম অশ্রদ্ধা দেখিয়েছেন তিনি ৷ তাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের বিজেপি নেতা (Mumbai BJP leader filed police complaint against Mamata Banerjee) ৷

Police Complaint against Mamata Banerjee in Mumbai
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 2, 2021, 8:32 AM IST

Updated : Dec 2, 2021, 9:45 AM IST

মুম্বই, 2 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুম্বই সফর ঘিরে বিতর্ক ৷ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের বিজেপি নেতা প্রবীণ দারেকর (Pravin Darekar) ৷ বুধবার বাণিজ্য নগরীতে তাঁর ব্যস্ত সফরের সময় দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন মমতা, এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেতা (Mumbai BJP leader filed police complaint against Mamata Banerjee) ৷ ভিডিয়ো পোস্ট করে টুইট করেছে বঙ্গ বিজেপি ৷

তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, প্রথমত, তিনি বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গেয়েছেন ৷ এর ফলে "জাতীয় সঙ্গীতের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে" ৷ দ্বিতীয়ত, গানের 4-5টি লাইন গাওয়ার মাঝেই হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছে (controversy on mamata banerjee's mumbai visit) ৷

আরও পড়ুন : Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে

গতকাল তৃণমূল নেত্রী নারিমান পয়েন্টে (Nariman Point) অবস্থিত ওয়াই বি চৌহান সেন্টারে (Y B Chavan Centre) মুম্বইয়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করেন ৷ বিখ্যাত গীতিকার জাভেদ আখতার, চিত্রপরিচালক মহেশ ভাট, অভিনেত্রী স্বরা ভাস্কর, লেখক শোভা দে ছাড়াও সাংবাদিক, শিল্পী এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ এর পর এনসিপি (Nationalist Congress Party) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর ৷

  • Mamata Banerjee was sitting down at first then stood up and stopped singing halfway the national anthem of India.

    Today, as a Chief Minister, she has insulted the culture of Bengal, the national anthem and the country, and the Gurudev Rabindranath Tagore! pic.twitter.com/2pme2qCg23

    — BJP Bengal (@BJP4Bengal) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে ওয়াই বি চৌহান সেন্টারে মুম্বইয়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় দেরি হয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে তিনি সেখান থেকে বেরিয়ে যান ৷ এই অনুষ্ঠানের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করে টুইট করেছে রাজ্য বিজেপি (BJP4Bengal) ৷ সেখানে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অশ্রদ্ধার অভিযোগ করে লেখা হয়েছে, "জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন ৷ পরে তিনি উঠে দাঁড়ান এবং ভারতের জাতীয় সঙ্গীতটি গাওয়ার মাঝপথে থামিয়ে দেন ৷ আজ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত এবং দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ৷"

বিজেপি বিধান পরিষদের বিরোধী দলের নেতা প্রবীণ দারেকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মমতার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন ৷

মুম্বই, 2 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুম্বই সফর ঘিরে বিতর্ক ৷ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের বিজেপি নেতা প্রবীণ দারেকর (Pravin Darekar) ৷ বুধবার বাণিজ্য নগরীতে তাঁর ব্যস্ত সফরের সময় দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন মমতা, এই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বিজেপি নেতা (Mumbai BJP leader filed police complaint against Mamata Banerjee) ৷ ভিডিয়ো পোস্ট করে টুইট করেছে বঙ্গ বিজেপি ৷

তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিজেপি নেতার অভিযোগ, প্রথমত, তিনি বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গেয়েছেন ৷ এর ফলে "জাতীয় সঙ্গীতের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে" ৷ দ্বিতীয়ত, গানের 4-5টি লাইন গাওয়ার মাঝেই হঠাৎ থামিয়ে দেওয়া হয়েছে (controversy on mamata banerjee's mumbai visit) ৷

আরও পড়ুন : Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে

গতকাল তৃণমূল নেত্রী নারিমান পয়েন্টে (Nariman Point) অবস্থিত ওয়াই বি চৌহান সেন্টারে (Y B Chavan Centre) মুম্বইয়ের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা করেন ৷ বিখ্যাত গীতিকার জাভেদ আখতার, চিত্রপরিচালক মহেশ ভাট, অভিনেত্রী স্বরা ভাস্কর, লেখক শোভা দে ছাড়াও সাংবাদিক, শিল্পী এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ৷ এর পর এনসিপি (Nationalist Congress Party) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল মুখ্য়মন্ত্রীর ৷

  • Mamata Banerjee was sitting down at first then stood up and stopped singing halfway the national anthem of India.

    Today, as a Chief Minister, she has insulted the culture of Bengal, the national anthem and the country, and the Gurudev Rabindranath Tagore! pic.twitter.com/2pme2qCg23

    — BJP Bengal (@BJP4Bengal) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে ওয়াই বি চৌহান সেন্টারে মুম্বইয়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় দেরি হয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে তিনি সেখান থেকে বেরিয়ে যান ৷ এই অনুষ্ঠানের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো পোস্ট করে টুইট করেছে রাজ্য বিজেপি (BJP4Bengal) ৷ সেখানে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে অশ্রদ্ধার অভিযোগ করে লেখা হয়েছে, "জাতীয় সঙ্গীত গাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বসেছিলেন ৷ পরে তিনি উঠে দাঁড়ান এবং ভারতের জাতীয় সঙ্গীতটি গাওয়ার মাঝপথে থামিয়ে দেন ৷ আজ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত এবং দেশ এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ৷"

বিজেপি বিধান পরিষদের বিরোধী দলের নেতা প্রবীণ দারেকর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মমতার বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন ৷

Last Updated : Dec 2, 2021, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.