ETV Bharat / bharat

Kaali Peeli Taxi: রাস্তায় আজই শেষ দিন, মুম্বইয়ের ঐতিহ্য 'কালি-পিলি ট্যাক্সি' ছুটবে শুধু পর্দাতেই - মুম্বইয়ে ট্যাক্সি

Kaali Peeli Taxi to be thing of past in Mumbai: আজই শেষদিন মুম্বইয়ের ঐতিহ্য প্রিমিয়ার পদ্মিনী ওরফে কালি-পিলি ট্যাক্সির ৷ তবে বলিউডের বেশকিছু ফিল্ম চিরকাল ধরে রাখবে এর স্মৃতিকে ৷

Kaali Peeli Taxi
কালি-পিলি ট্যাক্সি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 2:28 PM IST

Updated : Oct 30, 2023, 2:49 PM IST

মুম্বই, 30 অক্টোবর: কয়েক দশক ধরে মায়ানগরীর ঐতিহ্য হিসেবে পরিচিত তাদের 'কালি-পিলি ট্যাক্সি ৷' কলকাতা মানেই যেমন হলুদ ট্যাক্সির বনেদিয়ানা, তেমন মুম্বইয়ের ছবি আঁকতে গেলে 'প্রিমিয়ার পদ্মিনী' বা কালো-হলুদ ট্যাক্সি ছাড়া সেই ছবি সম্পূর্ণ হবে না ৷ এই পাবলিক ট্রান্সপোর্ট সেখানে শুধু পরিবহণের মাধ্যম নয়, এটা শহরের একটা আবেগ ৷ তবে নতুন মডেল এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবাগুলিকে জায়গা করে দিতে এ বার অবসর নিতে চলেছে মুম্বইকরদের আদরের 'কালি-পিলি'৷ তবে বিভিন্ন বলিউডি ফিল্মে ধরা রয়েছে মুম্বইয়ের এই ঐতিহ্য ৷ আজ কালি-পিলি ট্যাক্সির কর্মজীবনের শেষ দিনে তার প্রতি বিদায়ী সংবর্ধনা জানাতে নজর রাখব তার স্মৃতি বিজরিত কিছু ফিল্মের দিকে ৷

ট্যাক্সি ড্রাইভার: 1954 সালে সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া জনপ্রিয় ফিল্ম 'ট্যাক্সি ড্রাইভার' ৷ চেতন আনন্দের পরিচালনায় এই ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন এসডি বর্মন ৷ এটি বলিউডের তারকা দেব আনন্দের একটি কাল্ট ফিল্ম ৷ তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন কল্পনা কার্তিক, শীলা রামানি, জনি ওয়াকার, ভগবান সিনহা । ছবির মূল প্রেক্ষাপটে বারবার ফিরে এসেছে কালি-পিলি ট্যাক্সি ৷

খুদ্দর: 1982 সালে রুপোলি পর্দায় মুক্তি পায় এই ছবি । 'খুদ্দর' পরিচালনা করেন রবি ট্যান্ডন । এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, পারভীন বাবি, বিনোদ মেহরা, প্রেম চোপড়া, মেহমুদ, বিন্দিয়া গোস্বামী এবং তনুজা । এই ফিল্মের মুখ্য ভূমিকায় থাকা অমিতাভ বচ্চন তাঁর ছোট ভাইয়ের চরিত্রে থাকা বিনোদ মেহরার জন্য দিনরাত ট্যাক্সি চালাতেন ৷ এই ছবিতে কালো এবং হলুদ ট্যাক্সি বিগ বি-র পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ।

ট্যাক্সি নং 9211: মিলান লুথরিয়া পরিচালিত এবং রমেশ সিপ্পি প্রযোজিত এই ছবিটি 2006 সালে মুক্তি পায় । এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর এবং জন আব্রাহাম । ছবিটি 2002 সালের আমেরিকান ছবি 'চেঞ্জিং লেন্স'-এর রিমেক । ছবিতে রাঘব শাস্ত্রী (নানা পাটেকর) দ্বৈত জীবন যাপন করেন । তিনি আসলে একজন ট্যাক্সিচালক । কিন্তু তিনি তাঁর স্ত্রীকে বলেন যে তিনি একজন বিমা বিক্রয়কর্মী । এটি একটি মজার ছবি ৷ রাঘবের ট্যাক্সির নম্বর ছিল 9211 ৷

আরও পড়ুন: ‘ট্যাক্সিইইই’... নয়া অ্যাপের দৌলতে আর শোনা যাবে না তিলোত্তমার এই পরিচিত ডাক

খালি পিলি: ঈশান খট্টর এবং অনন্যা পান্ডের ফিল্ম 'খালি পিলি' 2021 সালের 2 অক্টোবর মুক্তি পায় । 'খালি পিলি' ছবির পরিচালক মকবুল খান । এই ছবিটি প্রযোজনা করেছেন আলি আব্বাস জাফর, হিমাংশু কিশান মেহরা এবং জি স্টুডিওস । ঈশান ও অনন্যা ছাড়াও 'খালি পিলি'তে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, জাকির হুসেন, অনুপ সোনি, সতীশ কৌশিক । ছবির সঙ্গীত দিয়েছেন বিশাল-শেখর । কোভিড-19 এর কারণে ওটিটি প্ল্যাচফর্মে ছবিটি মুক্তি পায় ৷ 'খালি পিলি' ছবিতে, পূজা (অনন্যা পান্ডে) এবং ব্ল্যাকি (ইশান খট্টর) তাদের শৈশবে কোনও কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায় । এই ছবিতেও বহু দৃশ্য চিত্রায়িত হয়েছে মুম্বইয়ের ঐতিহ্য কালো-হলুদ ট্যাক্সিতে ৷

রাজা হিন্দুস্তানি: এই ছবিটি 1996 সালে 15 নভেম্বর মুক্তি পায় । ধর্মেশ দর্শনের পরিচালনায় ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ৷ এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম-শ্রবণ জুটি । 'রাজা হিন্দুস্তানি' ছবিটি বক্স অফিসে 76.34 কোটি টাকা আয় করেছে । ছবির মুখ্য চরিত্রে থাকা রাজা (আমির খান) একজন ট্যাক্সিচালক ৷ ধনী মেয়ে আরতি (করিশমা কাপুর) তাঁর প্রেমে পড়েন এবং তার বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিয়ে করেন ।

ট্যাক্সি চোর: হিন্দি অ্যাকশন ফিল্ম ট্যাক্সি চোর হল 1980 সালে মুক্তি পেয়েছিল ৷ সুশীল ব্যাস পরিচালিত এই ছবিতে মিঠুন চক্রবর্তী, জরিনা ওয়াহাব, ভারত ভূষণ এবং জগদীপ অভিনয় করেছেন । এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী । ছবির গল্পে রাজেশ (মিঠুন চক্রবর্তী) একজন চোর, আর সে ট্যাক্সি চুরি ও বিক্রি করে । এই দিয়েই আবর্তিত হয়েছে গল্প ৷

আরও পড়ুন: রাজপথে রয়্যাল বেঙ্গল ট্যাক্সি, ফোন করলেই মিলবে চড়ার সুযোগ

মুম্বই, 30 অক্টোবর: কয়েক দশক ধরে মায়ানগরীর ঐতিহ্য হিসেবে পরিচিত তাদের 'কালি-পিলি ট্যাক্সি ৷' কলকাতা মানেই যেমন হলুদ ট্যাক্সির বনেদিয়ানা, তেমন মুম্বইয়ের ছবি আঁকতে গেলে 'প্রিমিয়ার পদ্মিনী' বা কালো-হলুদ ট্যাক্সি ছাড়া সেই ছবি সম্পূর্ণ হবে না ৷ এই পাবলিক ট্রান্সপোর্ট সেখানে শুধু পরিবহণের মাধ্যম নয়, এটা শহরের একটা আবেগ ৷ তবে নতুন মডেল এবং অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবাগুলিকে জায়গা করে দিতে এ বার অবসর নিতে চলেছে মুম্বইকরদের আদরের 'কালি-পিলি'৷ তবে বিভিন্ন বলিউডি ফিল্মে ধরা রয়েছে মুম্বইয়ের এই ঐতিহ্য ৷ আজ কালি-পিলি ট্যাক্সির কর্মজীবনের শেষ দিনে তার প্রতি বিদায়ী সংবর্ধনা জানাতে নজর রাখব তার স্মৃতি বিজরিত কিছু ফিল্মের দিকে ৷

ট্যাক্সি ড্রাইভার: 1954 সালে সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়া জনপ্রিয় ফিল্ম 'ট্যাক্সি ড্রাইভার' ৷ চেতন আনন্দের পরিচালনায় এই ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন এসডি বর্মন ৷ এটি বলিউডের তারকা দেব আনন্দের একটি কাল্ট ফিল্ম ৷ তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন কল্পনা কার্তিক, শীলা রামানি, জনি ওয়াকার, ভগবান সিনহা । ছবির মূল প্রেক্ষাপটে বারবার ফিরে এসেছে কালি-পিলি ট্যাক্সি ৷

খুদ্দর: 1982 সালে রুপোলি পর্দায় মুক্তি পায় এই ছবি । 'খুদ্দর' পরিচালনা করেন রবি ট্যান্ডন । এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সঞ্জীব কুমার, পারভীন বাবি, বিনোদ মেহরা, প্রেম চোপড়া, মেহমুদ, বিন্দিয়া গোস্বামী এবং তনুজা । এই ফিল্মের মুখ্য ভূমিকায় থাকা অমিতাভ বচ্চন তাঁর ছোট ভাইয়ের চরিত্রে থাকা বিনোদ মেহরার জন্য দিনরাত ট্যাক্সি চালাতেন ৷ এই ছবিতে কালো এবং হলুদ ট্যাক্সি বিগ বি-র পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ।

ট্যাক্সি নং 9211: মিলান লুথরিয়া পরিচালিত এবং রমেশ সিপ্পি প্রযোজিত এই ছবিটি 2006 সালে মুক্তি পায় । এই ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর এবং জন আব্রাহাম । ছবিটি 2002 সালের আমেরিকান ছবি 'চেঞ্জিং লেন্স'-এর রিমেক । ছবিতে রাঘব শাস্ত্রী (নানা পাটেকর) দ্বৈত জীবন যাপন করেন । তিনি আসলে একজন ট্যাক্সিচালক । কিন্তু তিনি তাঁর স্ত্রীকে বলেন যে তিনি একজন বিমা বিক্রয়কর্মী । এটি একটি মজার ছবি ৷ রাঘবের ট্যাক্সির নম্বর ছিল 9211 ৷

আরও পড়ুন: ‘ট্যাক্সিইইই’... নয়া অ্যাপের দৌলতে আর শোনা যাবে না তিলোত্তমার এই পরিচিত ডাক

খালি পিলি: ঈশান খট্টর এবং অনন্যা পান্ডের ফিল্ম 'খালি পিলি' 2021 সালের 2 অক্টোবর মুক্তি পায় । 'খালি পিলি' ছবির পরিচালক মকবুল খান । এই ছবিটি প্রযোজনা করেছেন আলি আব্বাস জাফর, হিমাংশু কিশান মেহরা এবং জি স্টুডিওস । ঈশান ও অনন্যা ছাড়াও 'খালি পিলি'তে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, জাকির হুসেন, অনুপ সোনি, সতীশ কৌশিক । ছবির সঙ্গীত দিয়েছেন বিশাল-শেখর । কোভিড-19 এর কারণে ওটিটি প্ল্যাচফর্মে ছবিটি মুক্তি পায় ৷ 'খালি পিলি' ছবিতে, পূজা (অনন্যা পান্ডে) এবং ব্ল্যাকি (ইশান খট্টর) তাদের শৈশবে কোনও কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায় । এই ছবিতেও বহু দৃশ্য চিত্রায়িত হয়েছে মুম্বইয়ের ঐতিহ্য কালো-হলুদ ট্যাক্সিতে ৷

রাজা হিন্দুস্তানি: এই ছবিটি 1996 সালে 15 নভেম্বর মুক্তি পায় । ধর্মেশ দর্শনের পরিচালনায় ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ৷ এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম-শ্রবণ জুটি । 'রাজা হিন্দুস্তানি' ছবিটি বক্স অফিসে 76.34 কোটি টাকা আয় করেছে । ছবির মুখ্য চরিত্রে থাকা রাজা (আমির খান) একজন ট্যাক্সিচালক ৷ ধনী মেয়ে আরতি (করিশমা কাপুর) তাঁর প্রেমে পড়েন এবং তার বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে বিয়ে করেন ।

ট্যাক্সি চোর: হিন্দি অ্যাকশন ফিল্ম ট্যাক্সি চোর হল 1980 সালে মুক্তি পেয়েছিল ৷ সুশীল ব্যাস পরিচালিত এই ছবিতে মিঠুন চক্রবর্তী, জরিনা ওয়াহাব, ভারত ভূষণ এবং জগদীপ অভিনয় করেছেন । এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি লাহিড়ী । ছবির গল্পে রাজেশ (মিঠুন চক্রবর্তী) একজন চোর, আর সে ট্যাক্সি চুরি ও বিক্রি করে । এই দিয়েই আবর্তিত হয়েছে গল্প ৷

আরও পড়ুন: রাজপথে রয়্যাল বেঙ্গল ট্যাক্সি, ফোন করলেই মিলবে চড়ার সুযোগ

Last Updated : Oct 30, 2023, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.