ETV Bharat / bharat

Custom Seized Cocaine: মুম্বই বিমানবন্দরে 28 কোটি টাকার কোকেন উদ্ধার - হেরোইন

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) থেকে উদ্ধার হল 2.81 কেজি কোকেন (Cocaine) ৷ এর মূল্য প্রায় 28.10 কোটি টাকা ৷

Custom Seized Cocaine
Custom Seized Cocaine
author img

By

Published : Jan 10, 2023, 2:38 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 10 জানুয়ারি: বিপুল পরিমাণ কোকেন (Cocaine) উদ্ধার হল বাণিজ্য নগরী মুম্বইয়ে ৷ যার ওজন 2.81 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় 28.10 কোটি টাকা ৷ সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) এক ভারতীয় যাত্রীর কাছ থেকে এই কোকেন উদ্ধার করে কাস্টমস (Customs) ৷

তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রীকে মধুচক্রের ফাঁদ (Honeytrap) পেতে চোরাচালানকারীরা দলে টেনেছিল ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয়ের ভিত্তিতেই তাঁকে মাদক বহনের প্রলোভন দেয় । তার পর মধুচক্রের ফাঁদে ফেলে ওই ব্যক্তিকে এই কাজে সামিল করা হয় ৷

তবে গত কয়েকদিনে মুম্বইয়ের এই বিমানবন্দর দিয়ে মাদক পাচারের একাধিক প্রচেষ্টা হয় ৷ যা প্রতিবার কাস্টমস আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়েছে ৷ কাস্টমসের এক আধিকারিক জানিয়েছেন, চার দিন আগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের তরফে দু’টি পৃথক ঘটনায় 31.29 কোটি টাকা মূল্যের 4.47 কেজি হেরোইন (Heroin) ও 15.96 কোটি টাকা মূল্যের 1.596 কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷ জামা-কাপড়ের কভার ও নথির সঙ্গে লুকিয়ে রাখা ছিল ৷

এছাড়া একই বিমানবন্দরে কাস্টমস আধিকারিকরা দু’টি পৃথক ঘটনায় 32 কোটি টাকার বেশি মূল্যের কোকেন ও হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ ওই আধিকারিক আরও জানান যে প্রতিটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ এই ধরনের পাচারের কিংপিনদের তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারতে মাদক নিষিদ্ধ । তবে ভারতে গোপনে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি বহুবার প্রকাশ্যে এসেছে । এর দামও খুব চড়া ৷ তাই সাধারণ মানুষের পক্ষে এই ধরনের মাদক কেনা সম্ভব নয় । অবশ্যই ব্যতিক্রম থাকতে পারে । কিন্তু ভারতে অবৈধ মাদকের ব্যবসা চলছে বলে বারবার প্রকাশ্যে এসেছে । কারণ, বহুবার কাস্টমস বিভাগ-সহ অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়ে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে । কিন্তু তারপরও কমেনি মাদক চোরাচালান ও মাদকের ব্যবসা ।

নবি মুম্বইয়ের ভাশি শহরে সোমবার একটি ট্রাকে 1476 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়া মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থা নিল কাস্টমস । এই অভিযানে 35 কোটি টাকার মাদক পাওয়া গিয়েছে । তাই নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি মুম্বই পাচারকারীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ক্রমশ ৷ মুম্বইয়ে দেশের অর্থনৈতিক রাজধানী বলা হয় ৷ সেখানে পাচারকারীদের (Drug Traffickers) এমন দৌরাত্ম্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে ৷

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কাস্টমস ব্যাপক ব্যবস্থা নেয় । কাস্টমস 35 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে । বিমানবন্দরে এক বিদেশি নাগরিক এসব মাদক নিয়ে এসেছিলেন । তাঁর স্যুটকেসে মাদক পাওয়া গিয়েছে । তিনি ট্রলি ব্যাগে লুকিয়ে ভারতে মাদক নিয়ে আসছিলেন । কিন্তু কাস্টমস আধিকারিকরা তাঁর চুরি ধরে ফেলেন । অভিযুক্ত বিদেশির ব্যাগে পাঁচ কেজি উন্নতমানের হেরোইন পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক

মুম্বই (মহারাষ্ট্র), 10 জানুয়ারি: বিপুল পরিমাণ কোকেন (Cocaine) উদ্ধার হল বাণিজ্য নগরী মুম্বইয়ে ৷ যার ওজন 2.81 কেজি ৷ যার বাজার মূল্য প্রায় 28.10 কোটি টাকা ৷ সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) এক ভারতীয় যাত্রীর কাছ থেকে এই কোকেন উদ্ধার করে কাস্টমস (Customs) ৷

তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রীকে মধুচক্রের ফাঁদ (Honeytrap) পেতে চোরাচালানকারীরা দলে টেনেছিল ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয়ের ভিত্তিতেই তাঁকে মাদক বহনের প্রলোভন দেয় । তার পর মধুচক্রের ফাঁদে ফেলে ওই ব্যক্তিকে এই কাজে সামিল করা হয় ৷

তবে গত কয়েকদিনে মুম্বইয়ের এই বিমানবন্দর দিয়ে মাদক পাচারের একাধিক প্রচেষ্টা হয় ৷ যা প্রতিবার কাস্টমস আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়েছে ৷ কাস্টমসের এক আধিকারিক জানিয়েছেন, চার দিন আগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের তরফে দু’টি পৃথক ঘটনায় 31.29 কোটি টাকা মূল্যের 4.47 কেজি হেরোইন (Heroin) ও 15.96 কোটি টাকা মূল্যের 1.596 কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷ জামা-কাপড়ের কভার ও নথির সঙ্গে লুকিয়ে রাখা ছিল ৷

এছাড়া একই বিমানবন্দরে কাস্টমস আধিকারিকরা দু’টি পৃথক ঘটনায় 32 কোটি টাকার বেশি মূল্যের কোকেন ও হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ ওই আধিকারিক আরও জানান যে প্রতিটি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ এই ধরনের পাচারের কিংপিনদের তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানা গিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, ভারতে মাদক নিষিদ্ধ । তবে ভারতে গোপনে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি বহুবার প্রকাশ্যে এসেছে । এর দামও খুব চড়া ৷ তাই সাধারণ মানুষের পক্ষে এই ধরনের মাদক কেনা সম্ভব নয় । অবশ্যই ব্যতিক্রম থাকতে পারে । কিন্তু ভারতে অবৈধ মাদকের ব্যবসা চলছে বলে বারবার প্রকাশ্যে এসেছে । কারণ, বহুবার কাস্টমস বিভাগ-সহ অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়ে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে । কিন্তু তারপরও কমেনি মাদক চোরাচালান ও মাদকের ব্যবসা ।

নবি মুম্বইয়ের ভাশি শহরে সোমবার একটি ট্রাকে 1476 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে । তাছাড়া মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থা নিল কাস্টমস । এই অভিযানে 35 কোটি টাকার মাদক পাওয়া গিয়েছে । তাই নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি মুম্বই পাচারকারীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ক্রমশ ৷ মুম্বইয়ে দেশের অর্থনৈতিক রাজধানী বলা হয় ৷ সেখানে পাচারকারীদের (Drug Traffickers) এমন দৌরাত্ম্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে ৷

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে কাস্টমস ব্যাপক ব্যবস্থা নেয় । কাস্টমস 35 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে । বিমানবন্দরে এক বিদেশি নাগরিক এসব মাদক নিয়ে এসেছিলেন । তাঁর স্যুটকেসে মাদক পাওয়া গিয়েছে । তিনি ট্রলি ব্যাগে লুকিয়ে ভারতে মাদক নিয়ে আসছিলেন । কিন্তু কাস্টমস আধিকারিকরা তাঁর চুরি ধরে ফেলেন । অভিযুক্ত বিদেশির ব্যাগে পাঁচ কেজি উন্নতমানের হেরোইন পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন: 50 কোটির মাদক-সহ গ্রেফতার জিম্বাবোয়ের 2 নাগরিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.