ETV Bharat / bharat

Mulayam Singh Yadav: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল - হাসপাতালে মুলায়ম সিং যাদব

হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই সমাজাবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) স্বাস্থ্যের অবনতি হয় ৷ রবিবার সন্ধ্য়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit) আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করেন গুরুগ্রামের (Gurgaon) মেদান্ত হাসপাতালের (Medanta Hospital) চিকিৎসকরা ৷

Mulayam Singh Yadav shifted to ICU after his health was deteriorating
Mulayam Singh Yadav: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল
author img

By

Published : Oct 3, 2022, 10:56 AM IST

নয়াদিল্লি, 3 অক্টোবর: অসুস্থ সমাজাবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ রবিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ যার জেরে উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit) বা আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করতে হয় ৷ আপাতত গুরুগ্রামের (Gurgaon) মেদান্ত হাসপাতালে (Medanta Hospital) ভর্তি রয়েছেন তিনি ৷

রবিবার বিকেলেই মুলায়মকে দেখতে হাসপাতালে পৌঁছে যান তাঁর ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও পুত্রবধূ ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র যাদব-সহ পরিবারের অন্য সদস্যরাও ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অখিলেশ সেখান থেকে বের হন রাত 8টা (আটটা) 51 মিনিটে ৷ ততক্ষণে হাসপাতালের বাইরে সপা (SP) নেতা ও কর্মীদের ভিড় জমে গিয়েছে ৷ অখিলেশ তাঁদের আশ্বস্ত করে জানান, মুলায়ম ভালো আছেন ৷ তাঁরা যেন ওঁর জন্য দুশ্চিন্তা না করেন ৷ এরপর ধর্মেন্দ্র যাদব হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, "নেতাজি (মুলায়ম সিং যাদব) ভালো আছেন ৷ ওঁরা অবস্থা স্থিতিশীল ৷"

আরও পড়ুন: দেবীপক্ষে বেকারত্ব ও উপার্জনের বৈষম্যকে অসুরের সঙ্গে তুলনা আরএসএস নেতার

এছাড়া, সপা-এর তরফে টুইট করেও মুলায়মের স্থিতিশীলতার কথা জানানো হয় ৷ সংশ্লিষ্ট টুইটে লেখা হয়, "আমাদের শ্রদ্ধেয় নেতাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৷ ওঁর অবস্থা স্থিতিশীল ৷ আপনাদের সকলকে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে কেউ হাসপাতালে ভিড় করবেন না ৷ নির্দিষ্ট সময় পর পর ওঁর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের তথ্য সরবরাহ করা হবে ৷" পরবর্তীতে সপা-এর মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, "সোমবার মুলায়মের স্বাস্থ্যপরীক্ষা করার পরই এই বিষয়ে চিকিৎসকরা আরও তথ্য দিতে পারবেন ৷"

দলের তরফে এক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 82 বছরের মুলায়মকে অগস্ট মাসের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় ৷ গত কয়েক সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছে ৷ এমনকী, মাস কয়েক আগেও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ এসবের মধ্যেই রবিবার সন্ধ্য়ায় হঠাৎ মুলায়মের স্বাস্থ্যের অবনতি হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷

  • यूपी के पूर्व मुख्यमंत्री श्री मुलायम सिंह यादव जी की सेहत खराब होने की मिडिया के माध्यम से जानकारी प्राप्त हुई,मैं भगवान से उनके शीघ्र स्वस्थ्य होने की कामना एवं प्रार्थना करता हूँ!

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা জানার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ নিজের উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন ৷ তিনি লেখেন, "সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে ৷ ঈশ্বরের কাছে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷"

  • "Spoke to SP chief Akhilesh Yadav after information about the ill health of his father Mulayam Singh Yadav was received. I pray to God that he gets well soon," tweeted Defence Minister Rajnath Singh pic.twitter.com/hzwqv97Ht3

    — ANI (@ANI) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মুলায়মের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তিনি লেখেন, "মুলায়ম সিং যাদবজির স্বাস্থ্য়ের অবনতির খবর শুনে আমরা সবাই চিন্তিত ৷ আমরা সকলে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷"

নয়াদিল্লি, 3 অক্টোবর: অসুস্থ সমাজাবাদী পার্টির (Samajwadi Party) প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ রবিবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় ৷ যার জেরে উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit) বা আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করতে হয় ৷ আপাতত গুরুগ্রামের (Gurgaon) মেদান্ত হাসপাতালে (Medanta Hospital) ভর্তি রয়েছেন তিনি ৷

রবিবার বিকেলেই মুলায়মকে দেখতে হাসপাতালে পৌঁছে যান তাঁর ছেলে অখিলেশ যাদব (Akhilesh Yadav) ও পুত্রবধূ ডিম্পল যাদব (Dimple Yadav) ৷ সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র যাদব-সহ পরিবারের অন্য সদস্যরাও ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অখিলেশ সেখান থেকে বের হন রাত 8টা (আটটা) 51 মিনিটে ৷ ততক্ষণে হাসপাতালের বাইরে সপা (SP) নেতা ও কর্মীদের ভিড় জমে গিয়েছে ৷ অখিলেশ তাঁদের আশ্বস্ত করে জানান, মুলায়ম ভালো আছেন ৷ তাঁরা যেন ওঁর জন্য দুশ্চিন্তা না করেন ৷ এরপর ধর্মেন্দ্র যাদব হাসপাতাল থেকে বেরিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, "নেতাজি (মুলায়ম সিং যাদব) ভালো আছেন ৷ ওঁরা অবস্থা স্থিতিশীল ৷"

আরও পড়ুন: দেবীপক্ষে বেকারত্ব ও উপার্জনের বৈষম্যকে অসুরের সঙ্গে তুলনা আরএসএস নেতার

এছাড়া, সপা-এর তরফে টুইট করেও মুলায়মের স্থিতিশীলতার কথা জানানো হয় ৷ সংশ্লিষ্ট টুইটে লেখা হয়, "আমাদের শ্রদ্ধেয় নেতাকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৷ ওঁর অবস্থা স্থিতিশীল ৷ আপনাদের সকলকে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে কেউ হাসপাতালে ভিড় করবেন না ৷ নির্দিষ্ট সময় পর পর ওঁর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের তথ্য সরবরাহ করা হবে ৷" পরবর্তীতে সপা-এর মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, "সোমবার মুলায়মের স্বাস্থ্যপরীক্ষা করার পরই এই বিষয়ে চিকিৎসকরা আরও তথ্য দিতে পারবেন ৷"

দলের তরফে এক নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 82 বছরের মুলায়মকে অগস্ট মাসের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় ৷ গত কয়েক সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলছে ৷ এমনকী, মাস কয়েক আগেও একবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ৷ এসবের মধ্যেই রবিবার সন্ধ্য়ায় হঠাৎ মুলায়মের স্বাস্থ্যের অবনতি হয় ৷ সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷

  • यूपी के पूर्व मुख्यमंत्री श्री मुलायम सिंह यादव जी की सेहत खराब होने की मिडिया के माध्यम से जानकारी प्राप्त हुई,मैं भगवान से उनके शीघ्र स्वस्थ्य होने की कामना एवं प्रार्थना करता हूँ!

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা জানার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ নিজের উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন ৷ তিনি লেখেন, "সংবাদমাধ্যম থেকে জানতে পারলাম উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে ৷ ঈশ্বরের কাছে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করি ৷"

  • "Spoke to SP chief Akhilesh Yadav after information about the ill health of his father Mulayam Singh Yadav was received. I pray to God that he gets well soon," tweeted Defence Minister Rajnath Singh pic.twitter.com/hzwqv97Ht3

    — ANI (@ANI) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মুলায়মের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ তিনি লেখেন, "মুলায়ম সিং যাদবজির স্বাস্থ্য়ের অবনতির খবর শুনে আমরা সবাই চিন্তিত ৷ আমরা সকলে তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.