লখনউ, 10 অক্টোবর: প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav Passed Away ) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি ৷ 22 অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 1 অক্টোবর রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । অবশেষে মাস দেড়েক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার তিনি প্রয়াত হলেন ৷
বয়স জনিত কারণে গত 2 বছর ধরেই মুলায়ম সিং যাদব অসুস্থ ছিলেন ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর ৷ গত 22 অগস্ট থেকে তিনি হাসপাতালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ কিন্তু, তাঁর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি ৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ গতকাল রাত থেকে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা আরও অবনতি হয় ৷ চিকিৎসকরা শেষবারের মতো চেষ্টা করলেও, আজ সকাল 8টা 16 মিনিটে সব লড়াই শেষ করে পরোলোক গমন করেন তিনি ৷
প্রসঙ্গত, গত জুলাই মাসে তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সাধনা গুপ্তা মারা গিয়েছেন ৷ ফুসফুসে সংক্রমণের কারণে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের সময় তাঁর বড় ছেলে তথা সমাজবাদী পার্টির (Samajwadi party) সুপ্রিমো অখিলেশ যাদব-সহ পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন ৷ সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বরাও এ দিন মেদান্ত হাসপাতালে পৌঁছেছেন ৷
আরও পড়ুন: 'নেতাজিহীন' ভারতীয় রাজনীতি, ফিরে দেখা মুলায়ম-জীবন
1939 সালের 22 নভেম্বর মাসে তাঁর জন্ম ৷ পরিবারে 5 ভাইয়ের মধ্যে মুলায়ম সিং যাদব তাঁর বাবা-মার তৃতীয় সন্তান ছিলেন ৷ পেশায় অধ্যাপক মুলায়ম সিং যাদব একজন কুস্তিগীর ছিলেন ৷ তিনি বেশ কয়েকবছর ইন্টার কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন ৷ এর পর তাঁর রাজনৈতির গুরু নত্থু সিংয়ের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনে দাঁড়ান ৷ উত্তরপ্রদেশের জসবন্তনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে লড়েন তিনি ৷ এর পর 1982-1985 সাল পর্যন্ত উত্তরপ্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন ৷
আরও পড়ুন: আইসিইউ-তে ভর্তি মুলায়ম, রয়েছেন স্থিতিশীল
উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব ৷ 1989-91, 1993-95 ও 2003-07 সাল এই তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন ৷ 1996 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েন তিনি ৷ সেবারেই কেন্দ্রে দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হন মুলায়ম সিং যাদব ৷ এর মাঝে 1992 সালে নিজের রাজনৈতিক দল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠা করেন তিনি ৷
উত্তরপ্রদেশের 2017 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে লড়াই করেও বিজেপির কাছে হারতে হয় সমাজবাদী পার্টিকে ৷ পরাস্ত হন তৎকালীন মুখ্যমন্ত্রী তথা মুলায়মের বড় ছেলে অখিলেশ ৷ এর পরেই মুলায়ম সিং যাদবের তৈরি দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে বাবা ও ছেলের মধ্যে সংঘাত শুরু হয় ৷ শেষে অখিলেশ যাদবই সমাজবাদী পার্টির রাশ নিজের হাতে নেন ৷ সেই থেকেই কার্যত নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন মুলায়ম সিং যাদব ৷