ETV Bharat / bharat

2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির

Mukesh Ambani: বুধবার গুজরাতে শুরু হয়েছে ভাইব্রেন্ট গুজরাত সামিট ৷ সেখানে উপস্থিত ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি ৷ সেখানে তিনি জানান, ভারতীয় অর্থনীতি 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যাবে ৷ পৃথিবীর কোনও শক্তিই তা আটকাতে পারবে না ৷

Mukesh Ambani
Mukesh Ambani
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 1:12 PM IST

Updated : Jan 10, 2024, 2:08 PM IST

গান্ধিনগর, 10 জানুয়ারি: 2047 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পৌঁছে যাবে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে ৷ এমনটাই মনে করেন শিল্পপতি মুকেশ আম্বানি ৷ এই নিয়ে তাঁর আরও দাবি, পৃথিবীর কোনও শক্তিই এই বিষয়টিকে আটকাতে পারবে না ৷ বুধবার গুজরাতে ভাইব্রেন্ট গুজরাত সামিটে বক্তৃতা করেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

এ দিন মুকেশ আম্বানি বলেন, "পৃথিবীর কোনও শক্তিই ভারতকে 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে আটকাতে পারবে না । এবং আমি দেখতে পাচ্ছি যে গুজরাত একাই তখন তিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷" তাছাড়া তিনি জানিয়েছেন যে তাঁর কোম্পানি রিলায়েন্স হাজিরাতে ভারতের প্রথম ও বিশ্বমানের কার্বন ফাইবার সংস্থা স্থাপন করবে ।

তিনি আরও জানান যে রিলায়েন্স একটি গুজরাতি সংস্থা ছিল, আছে এবং থাকবে । তিনি বলেন, "বিগত মাত্র 10 বছরে ভারত জুড়ে বিশ্বমানের সম্পদ ও ক্ষমতা তৈরিতে রিলায়েন্স 150 বিলিয়ন মার্কিন ডলারের (12 লাখ কোটি) বেশি বিনিয়োগ করেছে । এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র গুজরাতেই ৷" মুকেশ আম্বানির মতে, রিলায়েন্স গুজরাতকে গ্রিন গ্রোথের বিশ্বে নেতৃত্ব দিতে অবদান রাখবে । তাঁরা 2030 সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য মাধ্যমে গুজরাতের অর্ধেক বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবেন ।

তিনি আরও জানান, রিলায়েন্স জামনগরে 5 হাজার একরের উপরে ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স নির্মাণ শুরু করেছে । এটি প্রচুর পরিমাণে ‘সবুজ কর্মসংস্থান’ (গ্রিন জবস) তৈরি করবে এবং গ্রিন প্রোডাক্ট ও উপকরণগুলির উৎপাদন সক্ষম করবে, যা গুজরাতকে এই জাতীয় পণ্যগুলির শীর্ষস্থানীয় রফতানিকারক করে তুলবে ৷ আর 2024 সালের দ্বিতীয়ার্ধে এই গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স চালুও হয়ে যাবে ৷

মুকেশ আম্বানি আরও জানান, রিলায়েন্স জিও বিশ্বের যেকোনও জায়গায় 5জি পরিকাঠামোর দ্রুততম পরিষেবা দেওয়ার কাজ শেষ করেছে । 2036 সালের অলিম্পিকের জন্য ভারতের বিড করবে, সেই প্রসঙ্গও এসেছে মুকেশের ভাষণে ৷ তিনি জানিয়েছেন, এর জন্য রিলায়েন্স ও রিলায়েন্স ফাউন্ডেশন গুজরাতে অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে শিক্ষা, খেলাধূলা ও দক্ষতার পরিকাঠামোর উন্নতির কাজ করবে ৷ যা অলিম্পিকের বিভিন্ন খেলায় আগামিকালের চ্যাম্পিয়নদের লালনপালন করবে ৷

আরও পড়ুন:

  1. আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
  2. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের
  3. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর

গান্ধিনগর, 10 জানুয়ারি: 2047 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি পৌঁছে যাবে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে ৷ এমনটাই মনে করেন শিল্পপতি মুকেশ আম্বানি ৷ এই নিয়ে তাঁর আরও দাবি, পৃথিবীর কোনও শক্তিই এই বিষয়টিকে আটকাতে পারবে না ৷ বুধবার গুজরাতে ভাইব্রেন্ট গুজরাত সামিটে বক্তৃতা করেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

এ দিন মুকেশ আম্বানি বলেন, "পৃথিবীর কোনও শক্তিই ভারতকে 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে আটকাতে পারবে না । এবং আমি দেখতে পাচ্ছি যে গুজরাত একাই তখন তিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ৷" তাছাড়া তিনি জানিয়েছেন যে তাঁর কোম্পানি রিলায়েন্স হাজিরাতে ভারতের প্রথম ও বিশ্বমানের কার্বন ফাইবার সংস্থা স্থাপন করবে ।

তিনি আরও জানান যে রিলায়েন্স একটি গুজরাতি সংস্থা ছিল, আছে এবং থাকবে । তিনি বলেন, "বিগত মাত্র 10 বছরে ভারত জুড়ে বিশ্বমানের সম্পদ ও ক্ষমতা তৈরিতে রিলায়েন্স 150 বিলিয়ন মার্কিন ডলারের (12 লাখ কোটি) বেশি বিনিয়োগ করেছে । এর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র গুজরাতেই ৷" মুকেশ আম্বানির মতে, রিলায়েন্স গুজরাতকে গ্রিন গ্রোথের বিশ্বে নেতৃত্ব দিতে অবদান রাখবে । তাঁরা 2030 সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য মাধ্যমে গুজরাতের অর্ধেক বিদ্যুতের চাহিদা মেটাতে সাহায্য করবেন ।

তিনি আরও জানান, রিলায়েন্স জামনগরে 5 হাজার একরের উপরে ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স নির্মাণ শুরু করেছে । এটি প্রচুর পরিমাণে ‘সবুজ কর্মসংস্থান’ (গ্রিন জবস) তৈরি করবে এবং গ্রিন প্রোডাক্ট ও উপকরণগুলির উৎপাদন সক্ষম করবে, যা গুজরাতকে এই জাতীয় পণ্যগুলির শীর্ষস্থানীয় রফতানিকারক করে তুলবে ৷ আর 2024 সালের দ্বিতীয়ার্ধে এই গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স চালুও হয়ে যাবে ৷

মুকেশ আম্বানি আরও জানান, রিলায়েন্স জিও বিশ্বের যেকোনও জায়গায় 5জি পরিকাঠামোর দ্রুততম পরিষেবা দেওয়ার কাজ শেষ করেছে । 2036 সালের অলিম্পিকের জন্য ভারতের বিড করবে, সেই প্রসঙ্গও এসেছে মুকেশের ভাষণে ৷ তিনি জানিয়েছেন, এর জন্য রিলায়েন্স ও রিলায়েন্স ফাউন্ডেশন গুজরাতে অন্যান্যদের সঙ্গে হাত মিলিয়ে শিক্ষা, খেলাধূলা ও দক্ষতার পরিকাঠামোর উন্নতির কাজ করবে ৷ যা অলিম্পিকের বিভিন্ন খেলায় আগামিকালের চ্যাম্পিয়নদের লালনপালন করবে ৷

আরও পড়ুন:

  1. আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
  2. 2025-এ ভারত 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে, দাবি অমিত শাহের
  3. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর
Last Updated : Jan 10, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.