ETV Bharat / bharat

এক মাসে দ্বিতীয় আত্মহত্যার ঘটনা! প্রশ্নের মুখে কানপুর আইআইটি - কানপুর আইআইটি

Suicide in IIT Kanpur: কানপুর আইআইটিতে ফের পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল ৷ মানসিক অবসাদের কারণে এই আত্মহত্যা বলে দাবি সহপাঠীদের ৷ তবে একমাসের মধ্যে দ্বিতীয় আত্মহত্যার ঘটনায় প্রশ্ন উঠছে ক্যাম্পাসের পরিবেশ নিয়ে ৷

Suicide in IIT Kanpur
কানপুর আইআইটিতে ছাত্রের আত্মহত্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 10:48 AM IST

কানপুর, 11 জানুয়ারি: এক মাসের মধ্যে ফের আত্মহত্যা আইআইটি কানপুরে ৷ বুধবার রাতে কানপুর আইআইটিতে এক এমটেক ছাত্রের দেহ মেলে তারই ঘর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে ৷ মৃতের সহপাঠীরা জানিয়েছেন, পড়াশোনার চাপেই ওই ছাত্র মানসিক অবসাদে ভুগছিলেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিকাশ মীনা ৷ তিনি কানপুর আইআইটিতে এমটেক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ৷ তাঁর বাড়ি মেরঠের লক্ষ্মী বিহার কারখেদায় ৷ কল্যাণপুর থানার ইনচার্জ ধনঞ্জয় পান্ডে জানান, বুধবার রাত 10টা নাগাদ আত্মহত্যা করেন বিকাশ । তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয় ৷ এই আত্মহত্যা কানপুর আইআইটি ক্যাম্পাসের পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে । কলেজ কর্তৃপক্ষ বরাবরই কানপুর আইআইটিকে ছাত্রবান্ধব বলে দাবি করেছেন । ছাত্ররা এখানে মানসিক চাপমুক্ত থাকে বলেও বারংবার দাবি করা হয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এক মাসের মধ্যে দু'জন সিনিয়র ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল কানপুর আইআইটি ক্যাম্পাসে । যার ফলে কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে ৷

কয়েকদিন আগেই কানপুর আইআইটি ক্যাম্পাসে আরও এক পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নেন ৷ মৃত ছাত্রীর নাম পল্লবী ৷ তিনি বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন ৷ পল্লবীও মানসিক চাপের কারণে নিজের জীবন শেষ করে দেন বলে জানা গিয়েছিল । একের পর এক আইআইটি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে ৷ চিন্তিত বর্তমান পড়ুয়াদের পরিবার ৷ গোটা ঘটনায় এখনও কানপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনওরকম প্রতিক্রিয়া আসেনি।

আরও পড়ুন:

  1. মাদ্রাজ আইআইটিতে গবেষক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় বরখাস্ত অধ্যাপক
  2. খড়গপুর আইআইটি'তে চতুর্থ বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
  3. তিনটি বিষয়ে ফেল! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লি আইআইটিতে

কানপুর, 11 জানুয়ারি: এক মাসের মধ্যে ফের আত্মহত্যা আইআইটি কানপুরে ৷ বুধবার রাতে কানপুর আইআইটিতে এক এমটেক ছাত্রের দেহ মেলে তারই ঘর থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ করেছে ৷ মৃতের সহপাঠীরা জানিয়েছেন, পড়াশোনার চাপেই ওই ছাত্র মানসিক অবসাদে ভুগছিলেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিকাশ মীনা ৷ তিনি কানপুর আইআইটিতে এমটেক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ৷ তাঁর বাড়ি মেরঠের লক্ষ্মী বিহার কারখেদায় ৷ কল্যাণপুর থানার ইনচার্জ ধনঞ্জয় পান্ডে জানান, বুধবার রাত 10টা নাগাদ আত্মহত্যা করেন বিকাশ । তাঁর ঘর থেকে দেহ উদ্ধার হয় ৷ এই আত্মহত্যা কানপুর আইআইটি ক্যাম্পাসের পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে । কলেজ কর্তৃপক্ষ বরাবরই কানপুর আইআইটিকে ছাত্রবান্ধব বলে দাবি করেছেন । ছাত্ররা এখানে মানসিক চাপমুক্ত থাকে বলেও বারংবার দাবি করা হয়েছে ৷ কিন্তু তা সত্ত্বেও এক মাসের মধ্যে দু'জন সিনিয়র ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটল কানপুর আইআইটি ক্যাম্পাসে । যার ফলে কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে ৷

কয়েকদিন আগেই কানপুর আইআইটি ক্যাম্পাসে আরও এক পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নেন ৷ মৃত ছাত্রীর নাম পল্লবী ৷ তিনি বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন ৷ পল্লবীও মানসিক চাপের কারণে নিজের জীবন শেষ করে দেন বলে জানা গিয়েছিল । একের পর এক আইআইটি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে ৷ চিন্তিত বর্তমান পড়ুয়াদের পরিবার ৷ গোটা ঘটনায় এখনও কানপুর আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনওরকম প্রতিক্রিয়া আসেনি।

আরও পড়ুন:

  1. মাদ্রাজ আইআইটিতে গবেষক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় বরখাস্ত অধ্যাপক
  2. খড়গপুর আইআইটি'তে চতুর্থ বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
  3. তিনটি বিষয়ে ফেল! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লি আইআইটিতে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.