ETV Bharat / bharat

MP CM Tea Controversy: মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনায় শো-কজ মধ্যপ্রদেশের এক আধিকারিককে, পরে প্রত্যাহার - মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান

সোমবার মধ্যপ্রদেশের রেওয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) ৷ যাওয়ার পথে তাঁর বিমান নেমেছিল ছত্তরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে (Khajuraho airport in Chhatarpur district) ৷ সেই সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷

mp-official-gets-show-cause-notice-for-arranging-cold-tea-for-cm-uproar-forces-its-cancellation
MP CM Tea Controversy: মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনায় শো-কজ মধ্যপ্রদেশের এক আধিকারিককে, পরে প্রত্যাহার
author img

By

Published : Jul 12, 2022, 9:32 PM IST

ছত্তরপুর (খাজুরাহো), 12 জুলাই : মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনায় শো-কজের চিঠি পেলেন মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিক ৷ কেন মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনা হয়েছিল, তা তিনদিনের মধ্যে জানতে চাওয়া হয় ওই শো-কজের চিঠিতে ৷ পরে বিষয়টি নিয়ে হইচই হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তখন সেই শো-কজের সিদ্ধান্ত বাতিল করা হয় ৷

প্রসঙ্গত, সোমবার মধ্যপ্রদেশের রেওয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) ৷ যাওয়ার পথে তাঁর বিমান নেমেছিল ছত্তরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে (Khajuraho airport in Chhatarpur district) ৷ মুখ্যমন্ত্রীর জন্য চায়ের ব্যবস্থা করার দায়িত্ব ছিল জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানুহার উপর ৷

স্থানীয় রাজনগরের মহকুমাশাসক ডিপি দ্বিবেদী জানান, ঠান্ডা ও খারাপ মানের চা এনেছিলেন ওই আধিকারিক ৷ তাই তাঁকে শো-কজ করা হয়েছে ৷ শো-কজের চিঠিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, এতে স্থানীয় প্রশাসন বিব্রত হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর প্রোটোকলও ভাঙা হয়েছে ৷

শো-কজের নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এর ফলে সমালোচনার ঝড় ওঠে ৷ এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন ছত্তরপুরের জেলাশাসক সন্দীপ জি আর ৷ তিনি ওই শো-কজের নোটিশটি বাতিল করেন ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, প্রোটোকল ভাঙা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে কোনও কিছু জানানো হয়নি ৷ তাই শো-কজের নোটিশ বাতিল করা হল ৷

আরও পড়ুন : Yogi on Population Control: জনসংখ্যার ভারসাম্য নষ্ট হতে দেওয়া যাবে না, মন্তব্য যোগীর

ছত্তরপুর (খাজুরাহো), 12 জুলাই : মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনায় শো-কজের চিঠি পেলেন মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিক ৷ কেন মুখ্যমন্ত্রীর জন্য ঠান্ডা চা আনা হয়েছিল, তা তিনদিনের মধ্যে জানতে চাওয়া হয় ওই শো-কজের চিঠিতে ৷ পরে বিষয়টি নিয়ে হইচই হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তখন সেই শো-কজের সিদ্ধান্ত বাতিল করা হয় ৷

প্রসঙ্গত, সোমবার মধ্যপ্রদেশের রেওয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chouhan) ৷ যাওয়ার পথে তাঁর বিমান নেমেছিল ছত্তরপুর জেলার খাজুরাহো বিমানবন্দরে (Khajuraho airport in Chhatarpur district) ৷ মুখ্যমন্ত্রীর জন্য চায়ের ব্যবস্থা করার দায়িত্ব ছিল জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানুহার উপর ৷

স্থানীয় রাজনগরের মহকুমাশাসক ডিপি দ্বিবেদী জানান, ঠান্ডা ও খারাপ মানের চা এনেছিলেন ওই আধিকারিক ৷ তাই তাঁকে শো-কজ করা হয়েছে ৷ শো-কজের চিঠিতেও বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, এতে স্থানীয় প্রশাসন বিব্রত হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর প্রোটোকলও ভাঙা হয়েছে ৷

শো-কজের নোটিশটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ এর ফলে সমালোচনার ঝড় ওঠে ৷ এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন ছত্তরপুরের জেলাশাসক সন্দীপ জি আর ৷ তিনি ওই শো-কজের নোটিশটি বাতিল করেন ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, প্রোটোকল ভাঙা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে কোনও কিছু জানানো হয়নি ৷ তাই শো-কজের নোটিশ বাতিল করা হল ৷

আরও পড়ুন : Yogi on Population Control: জনসংখ্যার ভারসাম্য নষ্ট হতে দেওয়া যাবে না, মন্তব্য যোগীর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.