ETV Bharat / bharat

স্ত্রীর শেষকৃত্যে হাজির হতে 130 কিলোমিটার সাইকেলে পাড়ি প্রৌঢ়ের - স্ত্রীর শেষকৃত্যে হাজির হতে 130 কিলোমিটার সাইকেলে পাড়ি প্রৌঢ়ের

মধ্যপ্রদেশে এক প্রবীণ ব্যক্তি 130 কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছলেন স্ত্রীর শেষকৃত্যে ৷ 58 বছর বয়সী এই ব্যক্তির 130 কিলোমিটার গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে 13 ঘণ্টা ৷

রবিপ্রসাদ মালি
রবিপ্রসাদ মালি
author img

By

Published : May 12, 2021, 10:46 PM IST

আগর মালওয়া (মধ্যপ্রদেশ) : 130 কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীর শেষকৃত্যে হাজির হলেন রবিপ্রসাদ মালি ৷ পৌঁছতে সময় লাগল 13 ঘণ্টা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের এক গ্রামে ৷

জানা গিয়েছে, রবিপ্রসাদের স্ত্রী বাবলি মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ গ্রামে তিনি তাঁর ভাইয়ের কাছে থাকতেন ৷ তাঁর নানা শারীরিক সমস্যা ছিল ৷ গত 8 মে তিনি মারা যান ৷ কোভিডের কারণে তাঁর বাপের বাড়ির গ্রামেই শ্রাদ্ধশান্তি মিটিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় ৷ আগর মালওয়ায় সেই খবর পান রবিপ্রসাদ ৷ স্ত্রীর শেষকৃত্যে সেখানে হাজির হতে বেরোন তিনি ৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কিছু না পেয়ে সাইকেলেই যাওয়ার সিদ্ধান্ত নেন বছর আটান্নর রবিপ্রসাদ ৷ তাঁর গ্রাম থেকে 130 কিলোমিটার দূরে স্ত্রীর বাপের বাড়ির গ্রামে সাইকেলে করে যেতে তাঁর সময় লাগে 13 ঘণ্টা ৷

রবি জানতেন করোনার কারফিউয়ের জন্য পথে খাবার দাবার কিছু পাবেন না ৷ জানতেন যানবাহন না পাওয়ার সম্ভাবনাই বেশি ৷ তাও খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়েন তিনি ৷ কিছু না পেয়ে সাইকেলেই যান তিনি ৷

আরও পড়ুন: সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রাজ্যের 2

আগর মালওয়া (মধ্যপ্রদেশ) : 130 কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীর শেষকৃত্যে হাজির হলেন রবিপ্রসাদ মালি ৷ পৌঁছতে সময় লাগল 13 ঘণ্টা ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের এক গ্রামে ৷

জানা গিয়েছে, রবিপ্রসাদের স্ত্রী বাবলি মানসিক ভারসাম্যহীন ছিলেন ৷ গ্রামে তিনি তাঁর ভাইয়ের কাছে থাকতেন ৷ তাঁর নানা শারীরিক সমস্যা ছিল ৷ গত 8 মে তিনি মারা যান ৷ কোভিডের কারণে তাঁর বাপের বাড়ির গ্রামেই শ্রাদ্ধশান্তি মিটিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় ৷ আগর মালওয়ায় সেই খবর পান রবিপ্রসাদ ৷ স্ত্রীর শেষকৃত্যে সেখানে হাজির হতে বেরোন তিনি ৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কিছু না পেয়ে সাইকেলেই যাওয়ার সিদ্ধান্ত নেন বছর আটান্নর রবিপ্রসাদ ৷ তাঁর গ্রাম থেকে 130 কিলোমিটার দূরে স্ত্রীর বাপের বাড়ির গ্রামে সাইকেলে করে যেতে তাঁর সময় লাগে 13 ঘণ্টা ৷

রবি জানতেন করোনার কারফিউয়ের জন্য পথে খাবার দাবার কিছু পাবেন না ৷ জানতেন যানবাহন না পাওয়ার সম্ভাবনাই বেশি ৷ তাও খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়েন তিনি ৷ কিছু না পেয়ে সাইকেলেই যান তিনি ৷

আরও পড়ুন: সংক্রমণের হারে দেশের প্রথম 20টি জেলার মধ্যে রাজ্যের 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.