ভোপাল, 7 জুলাই: বৃহস্পতিবার সরকারি বাসভবনে ডেকে পা ধুইয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ আর শুক্রবার প্রস্রাবকাণ্ডে নিগৃহীত দশমত রাওয়াত নামে ওই আদিবাসী ব্যক্তির জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার ৷ শিবরাজ সিং সরকারের তরফ থেকে মোট সাড়ে 6 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে ওই ব্যক্তিকে ৷ এরমধ্যে দেড় লক্ষ টাকা দেওয়া হবে বাড়ি বানানোর জন্য ৷ সিধি জেলার জেলাশাসক একথা জানিয়েছেন ৷
তবে এই গোটা বিষয়টিকে বিজেপির ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে ৷ কারণ এই ঘটনায় দেশজুড়ে যথেষ্ট মুখ পুড়েছে বিজেপির ৷ পদ্ম শিবিরের আদিবাসীদের প্রতি মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ ইতিমধ্যেই ওই প্রস্রাবকাণ্ডের জন্য ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ যদিও, বিরোধী কংগ্রেস গোটা ঘটনাকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছে ৷
উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতা প্রবেশ শুক্লাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ দশমত রাওয়াত নামে ওই আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে ৷ সেই ভিডিয়োও দিনতিনেক আগে ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত ৷ এসসি-এসটি অ্যাক্টের পাশাপাশি, জাতীয় নিরাপত্তা আইনেও (এনএসএ) প্রবেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেই 'আদিবাসীর' পা ধুইয়ে দিলেন, করলেন ভগবান সম্বোধন
উল্লেখ্য, চলতি বছরের শেষদিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে এমনিতেই এখানে প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে ৷ তার উপর আদিবাসী নিগ্রহের এই ন্যক্কারজনক ঘটনা, এই রাজ্যে বিজেপিকে আরও চাপে ফেলে দিয়েছে ৷ পদ্ম শিবিরের নেতাদের দলিত ও আদিবাসী তকমা দিয়ে আসরে নেমেছে কংগ্রেস ৷ রাহুল গান্ধিও এই ঘটনায় বিজেপিকে তোপ দেগেছেন ৷ মনে করা হচ্ছে চাপে পড়েই তাই ভবমূর্তি শোধরাতে তৎপর বিজেপি ৷