নাগপুর, 18 সেপ্টেম্বর: পরিবর্তনের হাওয়া এবার সঙ্ঘের সদর দফতরেও ৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে এই প্রথম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কোনও মহিলাকে ৷ 5 অক্টোবর সঙ্ঘ পরিবারের সদর দফতর নাগপুরে হওয়া বিজয়া দশমীর উৎসবে মুখ্য অতিথি হিসাবে উপস্থতি থাকছেন দু’বার এভারেস্টজয়ী মহিলা পর্বতারোহী সন্তোষ যাদব (Mountaineer Santosh Yadav) । আরএসএস-এর দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও মহিলা বিজয়া দশমীর অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন (First Woman Chief Guest at RSS Dussehra Event) ।
- সন্তোষ যাদব কে ?
সন্তোষ যাদব বিশ্বের ইতিহাসে প্রথম মহিলা যিনি দু'বার এভারেস্টের চূড়ায় পা রাখার কৃতিত্ব অর্জন করেছেন । 1993 সালে প্রথমবার এভারেস্ট জয় করেন তিনি । সে সময় তিনিই ছিলেন এভারেস্ট জয়ী সর্বকনিষ্ঠ মহিলা । এরপর 1994 সালে তিনি আবার এভারেস্টে চড়েন । শারীরিক সক্ষমতা ও ফিটনেসের জোরেই তাঁর এই সাফল্য । ভারত সরকার 2000 সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ।
- সঙ্ঘের কি এবার পরিবর্তনের হাওয়া ?
ওয়াকিবহাল মহলের ধারণা, মূলত পুরুষরা প্রাধান্য পেলেও নারী ক্ষমতায়নেও বরাবরই সচেষ্ট সঙ্ঘ ৷ 1936 সালে লক্ষ্মীবাই কেলকারের নেতৃত্বে সঙ্ঘের ছায়ায় গড়ে উঠেছিল রাষ্ট্র সেবিকা সমিতি ৷ তৎকালীন সমাজে এক অল্পবয়সি বিধবা তরুণীকে মহিলা শাখা গড়ার দায়িত্ব দিয়ে অনেকের রোষের মুখের পড়তে হয়েছিল সঙ্ঘকে ৷ তবে কার্যক্ষেত্রে মাতৃত্ব, কর্তৃত্ব এবং নেতৃত্বের আদর্শে গড়ে ওঠা এই শাখা ধর্মীয় অচলায়তন ভাঙার কোনও চেষ্টা করেনি বলেও অনেকের অভিযোগ ৷
সম্প্রতি বেশ কিছু লক্ষ্যে মহিলা শক্তি বাড়ানোয় সচেষ্ট হয়েছে নাগপুর । এর মধ্যে ভোট ব্যাংকের পরিধি বৃদ্ধি অন্যতম কারণ বলে মনে করে রাজনৈতিক মহল । গত বছর দেশের নানা প্রান্তে মহিলা সম্মেলনের আয়োজন করা হয়েছে সঙ্ঘের তরফে ৷ বারাণসীতে মাতৃশক্তি কুম্ভতে অংশ নিয়েছিলেন প্রায় দশ হাজার মহিলা । তিন তালাক রোধেও বড় ভূমিকা ছিল সঙ্ঘের ৷
আরও পড়ুন: দেশে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আরএসএস, দাবি মোহন ভগবতের
ইতিহাস বলছে, শিল্পপতি রতন টাটা, সমাজবিদ কৈলাশ সত্যার্থী থেকে শুরু করে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মতো বিশিষ্টরা প্রধান অতিথি হিসেবে দশেরা মেলায় যোগ দিয়েছেন । এবার সেই আসনেই এক মহিলাকে বসিয়ে কী বার্তা দেয় সঙ্ঘ, তাই দেখার ৷