ETV Bharat / bharat

রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসাদে দেশি ঘিয়ে তৈরি মতিচুরের লাড্ডু

Ramlala Pran Pratishtha Prasad: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরে ভক্ত ও অতিথিদের প্রসাদ হিসাবে দেওয়া হবে মতিচুরের লাড্ডু এবং রাম মন্দিরের ছবি ।

Ramlala Pran Pratishtha Prasad
রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রসাদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 9:08 PM IST

অযোধ্যা, 13 জানুয়ারি: অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আর মাত্র সপ্তাহখানেক বাকি । 14 জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান । 22 তারিখ মূল অনুষ্ঠান ৷ সারাদেশ থেকে কয়েক হাজার বিশেষ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । তাঁদেরকে স্বাগত জানাতে করা হয়েছে চমৎকার আয়োজন । পাশাপাশি অযোধ্যা থেকে ফিরে যাওয়ার সময়ও অতিথিদের দেওয়া হবে উপহার ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই অতিথিদের উপহার দেবে ।

অতিথিদের উপহারে থাকছে এই জিনিসগুলি

ট্রাস্টের পরিকল্পনা অনুযায়ী, ভগবান রামের মন্দির থেকে খনন করা মাটি রামরাজের আকারে এবং দেশি ঘি দিয়ে তৈরি মতিচুরের লাড্ডু উপহার হিসাবে দেওয়া হবে অতিথিদের । সঙ্গে থাকবে রাম মন্দিরের ছবি ৷ তবে শুধু বিশেষ অতিথি নয়, অনুষ্ঠানে আসা সকল ভক্ত পাবে এই উপহার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে রামলালাকে গর্ভগৃহে স্থাপন করবেন ৷ মোদির হাতেও একটি পাটের ব্যাগে ভরে রাম মন্দিরের ছবি তুলে দেওয়া হবে । ওই ব্যাগে প্রসাদ হিসেবে দেশি ঘি দিয়ে তৈরি বিশেষ মতিচুরের লাড্ডুও থাকবে ।

প্রাণ প্রতিষ্ঠার পর দেওয়া হবে উপহার

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সারাদেশ থেকে 11 হাজারেরও বেশি অতিথিকে ট্রাস্ট আমন্ত্রণ জানিয়েছে । এই সব মানুষকে স্মরণীয় উপহার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । ট্রাস্টের তরফে বলা হয়েছে, রামরাজ এমন একটি উপহার হবে যা অতিথিরা সবসময় মনে রাখবে । যে কোন ঘরে এই রামরাজ থাকা সৌভাগ্যের ব্যাপার । তারা এই পবিত্র উপহার তাদের বাড়ির বাগানে বা হাঁড়িতে রাখতে পারবেন । এও জানা গিয়েছে, আমন্ত্রিত ব্যক্তিরা কোনও কারণে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে না পারলে পরে তাঁরা যখনই এখানে আসবেন তাঁদের এই উপহার দেওয়া হবে ।

রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সাজসাজ রব

আগামী অনুষ্ঠানগুলির জন্য সেজে উঠেছে রামনগরী অযোধ্যা । আকাশা বাতাসে খুশির আমেজ ৷ অনুষ্ঠানের মূল স্থান রাম জন্মভূমি কমপ্লেক্স হলেও অযোধ্যার প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য । শনিবার বিকেলে অযোধ্যার পথে ঢোলের তালে নাচতে দেখা গেল রামভক্তদের ৷ রামলালার আগমনের জন্য ভীষণভাবে উদগ্রীব সকলে । গুজরাত থেকে 500 ভক্তের একটি দল ভগবান শ্রী রামের অস্ত্র ধনুক এবং তির নিয়ে অযোধ্যায় পৌঁছেছেন ৷ ধনুক এবং তিরটি রামলালার মূর্তির কাছে উৎসর্গ করেছেন তাঁরা । গুজরাতের আনন্দ থেকে আসা এই রামভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ভক্তরা ঢোলের তালে নাচতে নাচতে রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন শনিবার ।

ওই দলে থাকা রামভক্ত জিতেশ কুমার বলেন, "আজকে আমাদের আনন্দের সীমা নেই । মুছে গেল 500 বছরের কলঙ্ক । আমাদের আরাধ্য ভগবান শ্রীরাম তাঁর বাড়ি পেয়েছেন । এই আনন্দে নেচে উঠেছে গোটা বিশ্ব । সবাই অযোধ্যায় পৌঁছে ভগবান রামকে দেখতে চায় । এই আকাঙ্খা নিয়ে আমরা সবাই একটি দল তৈরি করে অযোধ্যায় পৌঁছেছি । আমরা ভগবান শ্রীরামকে তাঁর প্রিয় ধনুক ও তির উপহার দিচ্ছি ৷ মন্দির উদ্বোধনের পর গুজরাত থেকে আরও রাম ভক্তরা ঈশ্বরের সেবায় উৎসর্গ করার জন্য অনেক উপহার নিয়ে অযোধ্যায় পৌঁছবে । আমরা সবাই ভগবান রামের মন্দির নির্মাণে আনন্দিত ।"

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা
  2. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  3. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে

অযোধ্যা, 13 জানুয়ারি: অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আর মাত্র সপ্তাহখানেক বাকি । 14 জানুয়ারি থেকে অযোধ্যায় শুরু হয়ে যাবে বিভিন্ন অনুষ্ঠান । 22 তারিখ মূল অনুষ্ঠান ৷ সারাদেশ থেকে কয়েক হাজার বিশেষ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । তাঁদেরকে স্বাগত জানাতে করা হয়েছে চমৎকার আয়োজন । পাশাপাশি অযোধ্যা থেকে ফিরে যাওয়ার সময়ও অতিথিদের দেওয়া হবে উপহার ৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই অতিথিদের উপহার দেবে ।

অতিথিদের উপহারে থাকছে এই জিনিসগুলি

ট্রাস্টের পরিকল্পনা অনুযায়ী, ভগবান রামের মন্দির থেকে খনন করা মাটি রামরাজের আকারে এবং দেশি ঘি দিয়ে তৈরি মতিচুরের লাড্ডু উপহার হিসাবে দেওয়া হবে অতিথিদের । সঙ্গে থাকবে রাম মন্দিরের ছবি ৷ তবে শুধু বিশেষ অতিথি নয়, অনুষ্ঠানে আসা সকল ভক্ত পাবে এই উপহার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে রামলালাকে গর্ভগৃহে স্থাপন করবেন ৷ মোদির হাতেও একটি পাটের ব্যাগে ভরে রাম মন্দিরের ছবি তুলে দেওয়া হবে । ওই ব্যাগে প্রসাদ হিসেবে দেশি ঘি দিয়ে তৈরি বিশেষ মতিচুরের লাড্ডুও থাকবে ।

প্রাণ প্রতিষ্ঠার পর দেওয়া হবে উপহার

প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সারাদেশ থেকে 11 হাজারেরও বেশি অতিথিকে ট্রাস্ট আমন্ত্রণ জানিয়েছে । এই সব মানুষকে স্মরণীয় উপহার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । ট্রাস্টের তরফে বলা হয়েছে, রামরাজ এমন একটি উপহার হবে যা অতিথিরা সবসময় মনে রাখবে । যে কোন ঘরে এই রামরাজ থাকা সৌভাগ্যের ব্যাপার । তারা এই পবিত্র উপহার তাদের বাড়ির বাগানে বা হাঁড়িতে রাখতে পারবেন । এও জানা গিয়েছে, আমন্ত্রিত ব্যক্তিরা কোনও কারণে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আসতে না পারলে পরে তাঁরা যখনই এখানে আসবেন তাঁদের এই উপহার দেওয়া হবে ।

রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে সাজসাজ রব

আগামী অনুষ্ঠানগুলির জন্য সেজে উঠেছে রামনগরী অযোধ্যা । আকাশা বাতাসে খুশির আমেজ ৷ অনুষ্ঠানের মূল স্থান রাম জন্মভূমি কমপ্লেক্স হলেও অযোধ্যার প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য । শনিবার বিকেলে অযোধ্যার পথে ঢোলের তালে নাচতে দেখা গেল রামভক্তদের ৷ রামলালার আগমনের জন্য ভীষণভাবে উদগ্রীব সকলে । গুজরাত থেকে 500 ভক্তের একটি দল ভগবান শ্রী রামের অস্ত্র ধনুক এবং তির নিয়ে অযোধ্যায় পৌঁছেছেন ৷ ধনুক এবং তিরটি রামলালার মূর্তির কাছে উৎসর্গ করেছেন তাঁরা । গুজরাতের আনন্দ থেকে আসা এই রামভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ভক্তরা ঢোলের তালে নাচতে নাচতে রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন শনিবার ।

ওই দলে থাকা রামভক্ত জিতেশ কুমার বলেন, "আজকে আমাদের আনন্দের সীমা নেই । মুছে গেল 500 বছরের কলঙ্ক । আমাদের আরাধ্য ভগবান শ্রীরাম তাঁর বাড়ি পেয়েছেন । এই আনন্দে নেচে উঠেছে গোটা বিশ্ব । সবাই অযোধ্যায় পৌঁছে ভগবান রামকে দেখতে চায় । এই আকাঙ্খা নিয়ে আমরা সবাই একটি দল তৈরি করে অযোধ্যায় পৌঁছেছি । আমরা ভগবান শ্রীরামকে তাঁর প্রিয় ধনুক ও তির উপহার দিচ্ছি ৷ মন্দির উদ্বোধনের পর গুজরাত থেকে আরও রাম ভক্তরা ঈশ্বরের সেবায় উৎসর্গ করার জন্য অনেক উপহার নিয়ে অযোধ্যায় পৌঁছবে । আমরা সবাই ভগবান রামের মন্দির নির্মাণে আনন্দিত ।"

আরও পড়ুন:

  1. রাম মন্দির উদ্বোধনকে ঘিরে কড়া নজরদারি, 10 হাজার সিসিটিভিতে মুড়ল অযোধ্যা
  2. উপার্জনের অর্ধেক দান রাম মন্দির নির্মাণে, প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ এল আবর্জনা কুড়ানির কাছেও
  3. মা সীতার হাতে ঐতিহ্যের লাহঠি চুড়ি পরাতে উৎসুক ভক্তরা, হিমসিম অবস্থা মুজফ্ফরপুরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.